Vasisaakkhi Mall -এ লঞ্চিং হল " GLAM NAILS - AND EXCLUSIVE NAIL STUDIO ।"

     
                                                উপস্থিত হয়েছিলেন টলিউডের নায়িকা রিদ্ধিমা ঘোষ। অত্যাধুনিক GLAM NAILS - AN EXCLUSIVE NAIL STUDIO - এ রাখা হয়েছে, আরামদায়ক ব্যবস্থা সাথে সৌখিন প্রসাধণী দ্রব্য । এখনকার ব্যস্ত জীবন থেকে বেড়িয়ে সবাই নিজেদের আরও সুন্দর করে তুলতে চায় । আকর্ষণীয় NAIL ART এখন আপনাদের অপেকক্ষায় ।

                  টিভিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত


টিভির পর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত৷ তারপর বড়পর্দায় অভিষেক৷ আপাতত, টলিউডের বেশ ব্যস্ত নায়ক ইন্দ্রনীল ফের ফিরতে চলেছেন টিভির পর্দায়৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তুমহারি পাখি’তে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সিঙ্গাপুর উড়ে যাবেন ইন্দ্রনীল৷ সেখানে অংশুমান ও পাখির সঙ্গে শ্যুট হবে তাঁর৷ ইন্দ্রনীলের কথায়, ‘তুমহারি পাখি খুব জনপ্রিয় ধারাবাহিক৷ এই ধআরাবাহিকের অংশ হতে পেরে ভাল লাগছে৷ তবে এখানে আমার বেশ ছোট্ট রোল৷ কেমিও চরিত্রই বলা যায়৷’

এই শুক্রবারই মুক্তি পাবে ইন্দ্রনীল অভিনিত ছবি ‘অরুন্ধুতি’৷পরিচালক রাজা চন্দের এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ছবিতে ইন্দ্রনীলের সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক৷
              ইচ্ছে মতো ভাষা বদল করবে স্কাইপ
স্কাইপ এবার নিয়ে এল ভয়েস ট্রান্সলেটর৷ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন আপনার নিজের ভাষায় কিন্তু যার সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়৷ সম্প্রতি স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই নতুন ট্রান্সলেটরের কথা ঘোষণা করলেন৷পরীক্ষামূলকভাবে ইংরেজি ও জার্মান ভাষায় এই ট্রান্সলেটরটি চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷ একটা বাক্য বলার পরই ট্রান্সলেটরটি অন্য ভাষায় অনুবাদ করে নেয়৷ বর্তমানে যদিও এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে না৷ অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর৷ চার বছর আগেও একবার ফোনের কথোপকথন অনুবাদের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে৷ ২০১২ সালে প্রথম চিনের তিনাজিনে মাইক্রোসফট কম্পিউটিং কনফারেন্সে সফটওয়ারের কথা বলা হয়েছিল।ইতিপূর্বে ২০১১ সালে জাপানি থেকে ইংরেজিতে সর্বপ্রথম ভয়েস ট্রান্সলেটর নিয়ে এসেছিল এনটিটি ডোকোমো৷

ড্রাকুলার গল্প পড়ে পড়ে আমাদের মনে স্বাভাবিক একটা ধারণা হয়ে গেছে যে, ভ্যাম্পায়ার যদি থেকেই থাকে তবে তার আবাস হবে ট্রানসিলভেনিয়ার কোনো দুর্গে। পোল্যান্ডের কথা ঘুণাক্ষরেও আপনার মাথায় আসবে না। কিন্তু সম্প্রতি পোল্যান্ডের উত্তর-পশ্চিমের অখ্যাত এক অঞ্চলে ভ্যাম্পায়ারের সমাধি খুঁজে পাওয়া গেছে বলে মনে হচ্ছে। একে ঘিরে গড়ে উঠছে মানুষের কৌতূহল।
খবরে ছিল যশরাজ হাউজের প্রোডাকশনের কাজে নজর দিচ্ছেন আদিত্য চোপড়া স্ত্রী রানি মুখোপাধ্যায়৷ আর এবার নজর দিতে দিতেই নিজের ছবির শ্যুটিংয়ে হাজির হলেন রানি৷ বিয়ের বহু আগে থেকেই পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘মর্দানি’র শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রানি৷ দুম করে বিয়ে করায় ছবির শ্যুটিংও ব্যহত হয়৷ তবে যেহেতু নিজের প্রোডাকশনেরই ছবি সেক্ষেত্রে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি রানির৷ তবে বিয়ের প্রায় এক মাস পরে লক্ষ্মী অভিনেত্রীর মতো সঠিক টাইমে শ্যুটিংয়ে হাজির হলেন রানি৷ শোনা গিয়েছে, আগের চেয়েও ছবির ব্যাপারে বেশ সিরিয়াস রানি৷ প্রদীপ সরকারকে নাকি তিনি বলেছেন চটপট ছবি শেষ করতে হবে৷ তাঁর কারণ এরপর আর রানি অভিনেত্রী নয়, যশরাজের ফ্লোরে দেখা যাবে পরিচালক রানিকে৷ এই ছবিতে রানির সঙ্গে দেখা যাবে টলিউডের যিশু সেনগুপ্তকে৷
              এবারে সন্তোষপুর লেক পল্লির ৫৭ তম বর্ষ। সকালে এলাকার বাসিন্দাদের ঘুম ভাঙল ঢাকের বাদ্যি শুনে। ঢাকের আওয়াজ অবশেষে ভোটের আবহ কেটে শহরে পুজোর আবেশ এসে পড়ল। সেই আবেশে গা ভাসিয়ে এখন মায়ের প্রতিক্ষায় সন্তোষপুর লেক পল্লির সঙ্গে দিন গুনতে শুরু করে দিল সমগ্র শহরবাসীও।দিন গুনতে শুরু করে দিল আম বাঙালি। জাঁকজমকের মাধ্যমে এবছরের পুজোর আনুষ্ঠানিক উদবোধন করে ফেলল সন্তোষপুর লেক পল্লি। ভোট যুদ্ধ শেষ হতেই শুরু হয়ে গেল পুজো উৎসব। এতদিন ভোট প্রচারের একঘেয়ে মাইকের আওয়াজ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে উঠেছিল শহরবাসীর। 
                           
                  

               তাই পুজোর আবেশ মেখে এক নতুন উদ্যমে দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সোমনাথ দাস জানালেন, এবারের পুজোর পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব সাহা ও প্রতিমা শিল্পী পরিমল পাল। সকাল সকাল পাড়ার পুরোহিত এসে যজ্ঞ করে খুঁটি পুজো করেন। শুধু পাড়ার বাসিন্দারাই নয়, জাকজমকপূর্ণ এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রূপোলি জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব।


     
                         এসেছিলেন টলিউড ও বলিউড অভিনেতা রাজেশ শর্মা, আঁচল ধারাবাহিক খ্যাত শ্রীপর্ণা রায় ওরফে ‘টুসু’, বাইশে শ্রাবণ খ্যাত অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর। এছাড়াও ১০৩ নং ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দাস-ও এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন।



  এতো গেল খুঁটি পুজোর আয়োজন, এরপর দুপুরে পাড়ায় একসঙ্গে খাওয়া দাওয়ার জোরদার বন্দোবস্তও করা হয়েছিল। 






খাওয়া দাওয়ার কথা বলতে গিয়ে জয়েন্ট সেক্রেটারি সোমনাথ দাস জানান, খুঁটি পুজোর পরে পাড়ায় পাতপেড়ে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, চাটনি খাওয়ার আয়োজন করা হয়েছিল। 




                  
  আর দুপুরের এই আয়োজনে হাতে হাত মিলিয়ে সঙ্গত করেছিলেন পাড়ার মহিলারাও। 



                 বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। 


  ছোটদের শ্রুতি নাটক, গান, কবিতা সহ নাচে-গানেপুজোর প্রস্তুতির চমক দেখতে পাওয়া গেল এদিন।   


 





 এর পাশাপাশি প্রতিবারের মতো এবারেও সোনারপুরের একটি অনাথ আশ্রমকে এদিন কিছু আর্থিক সাহায্যও করা হয়।




১৭ ই মে ২০১৪ , এ কলকাতার  QUEST MALL-এ লঞ্চ ইউরোপিয়ান কোম্পানি KIEHL'S . প্রায় ১৬০ বছরেও পুরোনো এই কোম্পানী । পুরো অনুষ্টানটি আয়োজন করেন KIEHL'S  এর বন্ধু এবং কলকাতার ফ্যাশন ডিজাইনার Pranay Baidya.
ফিতে কেটে উদ্ধোধন করেছিলেন সাহেব ভট্টাচার্য ।


ফ্যাশন ডিজাইনার এবং KIEHL'S বন্ধু প্রনয় বৈদ্য বলেন, আমি উচ্ছসিত যে KIEHL'S কলকাতায় । আমি ওদের Skincare Product  ভীষন পছন্দ করি । Brand Manager , KIEHL'S India বলেন, বিগত তিন বছরে লক্ষ করলাম KIEHL'S Products এর উপর কলকাতার চা্হিদা  তুঙ্গে এবং এতে আমি ভীষন বিস্মিত । প্রথমেই কলকাতা এবং এটাই শুরু। এটা আমাদের অষ্টমতম ষ্টোর ইন্ডিয়ার মধ্যে ।তা্‌হলে দেরী কিসের চলে আসুন।








ফ্যাশন দুনিয়ায নতুন ৬ টি ফ্রেশ মডেল ও ১ জন ফ্রেশ ফটোগ্রাফার কে FFACE কলকাতার পার্ক হোটেলে এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়েFFACEক্যালেন্ডার প্রকাশ করলো রবিবার ৪ মে,২০১৪।FFACEউদেশ্য প্রতিভাময় মডেল ও এই পেশায় জড়িতদের মধ্যে এক নতুন আলোযন সৃষ্টি করা। প্রত্যেক বছর নতুন ও নামকরা মডেল ও অভিনয় জগতের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করা। এর প্রতিষ্ঠাতা নীল রায় এর চোখে অনেক স্বপ্ন এই নিয়ে। সেই স্বপ্ন পুরনোর জন্য পার্ক হোটেলে হাজির হযেছিলেন অনেক নামী তারকা এবং চিত্র অভিনেত্রী এছাড়া কোলকাতা ও দেশে বিদেশের প্রচুর নামকরা ফটোগ্রাফার ও সাংবাদিক। সবার হাতে FFACE ক্যালেন্ডার তুলে দিয়ে আনুষ্ঠানিক প্রকাশ হলো ২০১৪ FFACEক্যালেন্ডার।এতে উপস্থিত ছিলেন Mimi Chakraborty, Sampurna Lahiri, Gaurav Chakraborty, Indrasish Roy, Raj Chakraborty, Chima Okorie, Abhishek Dutta, Jaya Misra, Neeraj Surana, Jessica Gomes

                              বর্ষার আবেগ   মেতে উঠেছে প্রক্রিতি

এতদিন গরমের হাশপাস কাটিায়ে একটু  ঠাণ্ডা আনুভব এর সুযগ দিল প্রকৃতি , আমাদের মতোই প্রকৃতিবাসি ও মেতে উঠেছে ঠাণ্ডার আবেগে এতদিন ধরে  অপেক্ষার পরে একফোঁটা  বৃষ্টি  দেখতে পেয়ে 
সবাই খুব আনন্দিত ,
অগ্নিমিত্রা পাল ও তার পুত্র প্রাক মাতৃদিবসে PRESTO এর সাউথ সিটি সপিং মলে টাটু হাতে লাগালেন ও সবার সংঙ্গে সেলিবেশন করলেন। PRESTO এটা একটা শহরের মধ্যে শ্রেষ্ট সার্ভিস গুলো দিচ্ছে। সমস্ত ক্ষেত্রে একই রকম গুনমান বজায় রেখে PRESTOকাজ করে যাচ্ছে। কর্মচারী থেকে উপভোক্তারা সবাই সমানভাবে গুনগত কাজ করিয়ে এবং করে এদের কাছ থেকে উপকৃত হচ্ছেন।এখান থেকে আপনার নিজের পছন্দমত যেকোন ইমেজ বা ছবি দিলে PRESTOআপনাকে ওই ইমেজ বা ছবি থেকে টাটু বানিয়ে দেবে এবং সেটা আপনি ব্যাবহার করতে পারবেন। এটা জার্মান প্রযুক্তি PRESTO প্রথম ইন্ডিয়া তে নিয়ে এসেছে । এই ব্যাক্তিগত টাটুগুলি ৩ দিন থাকে সাধারনত। PRESTO এছাড়াও অনেক রকম ক্লায়েন্ট চাহিদামত জিনিস তৈরী করে থাকে। আশা করা য়াচ্ছে যে ...শ্রীঘ্রই আরো নতুন কিছু চমকদার জিনিস বাজারে আনবে।

" কমোনিজম " সিনেমার মহরত কোলকাতায় হয়ে গেল  

সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায আলোচিত বৃ্‌হনলা (হিজরা) দের নিয়ে। ওদের ও মন আছে ওরাও মানুষের মতো সন্মানের দাবিদার। ওদের জীবনের ঘটনা, ওদের মনের কথা,ওদের দুঃখ ও অভিমানের কথা এই ছবিতে পরিচালক Amitava B Bhattacharya তুলে ধরেছেন।

"  সমাজের মানুষ যে কতোটা সার্থলোভী আর সুযোগসন্ধানী তারা নিজেদের সুবিধা গ্র্‌হন করার জন্য Brihannala দের আর্শিবাদ চায় কিন্তু তাদের সরল মনে ভালোবেসে আপন করতে পারে না। একজন খুব উচুমানের সিনেমা অভিনেত্রী ও অপমানিত হন সবার কাছেই শুধু নিজের ভালোবাসার মানুষ নয় জীবনের প্রতি ক্ষেত্রেই সমাজের কাছ থেকে তার একটাই কারণ তিনি বৃ্‌হন্নলা। সমাজের কাছে এরা অপান্তে্‌হ কিন্তু এদের ও বাচার অধিকার আছে ভালোবাসার অধিকার আছে।  "

এই ছবিতে অভিনয় করেছেন  Sankalita Roy, Alivia Sarkar, Rajaditya Bandapdhyay এবং আরো অনেক নামকরা শিল্পীরা।


Chirantan Banerjee খুব সুন্দর কিছু  সুর দিয়েছেন ।







      উত্তমকুমারকে নিয়ে এমন সুরেলা সন্ধা বোধহয় কোলকাতাই কস্মিনকালে ও হয়নি। রাজলক্ষ্মী ক্রিয়েশন এর উদ্যোগে বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্যালাডিয়ান লোউঞ্জে অনুষ্ঠিত হলো উওমকুমারের সিনেমার গানের সুরে পিয়ানোর মুধুর ঝনকার ।





        রাজলক্ষ্মী শ্যামের স্মৃতিচারিতায় ভেসে আসে উত্তমকুমারের কথা, অভিনয় এবং ব্যাক্তিত্বতা, "উত্তমকুমার ছিলেন অমায়িক, খুব আস্তে আস্তে কথা বলতেন, সিনেমার সুটিং কখনো তাকে দুবার টেক দিতে হয়নি,খুব মিস্টি ভাসায় কথা বলতে পারতেন, সবার জন্য তার সমান দরদ ছিলো।









      "রাজলক্ষ্মী শ্যামের বাবা প্রবাস চন্দ্র শ্যাম চৌধুরী ছিলেন উত্তমকুমারের সাথী। অনেকগুলো সিনেমাও উনি প্রযোজনা করেছিলেন।ওনার কথা থেকে ও অনুভুতি হয় কতোটা তিনি এখনো উত্তমকুমার কে ভালোবাসেন।" 







        দেবাশিষ সরকারের স্ক্রীপ্টে এবং সাইরা সাহ হালিমের কন্ঠের  জাদুর ছোয়ায় যেন এক অপুর্ব মায়াবী সন্ধায় উত্তম স্মৃতি রোমন্থন করতে মেতে উঠেছিল কোলকাতা। সংঙ্গে যোগ হয়েছিল পিয়ানোর সুরের মুর্ছনা,যেন ফিরে আসতে শুরু করেছিল সিনেমার পেক্ষাপট। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Saira Shah Halim, Rajlakshmi, Debasish Sen Sharma, Satrajit Sen, Sanjoy Nag, Manoj Michigan, Supriya and Soumya,Debasish Sarkar and the President of Bengal Chambers of Commerce

কোলকাতা থেকে ৫ জন বন্ধু এক গুপ্ত মিশনের উদেশ্যে রওনা হচ্ছে একটি অতিথি নিবাসের উদেশ্যে কিছু টাকা ইনকামের জন্য এইখান থেকে গল্পের শুরু। তার সেই অতিথি নিবাসে ঘটে যায় তাদের ম্যাডামের খুন এবং পর পর অনেক গুলো খুন। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। এর মধ্যেই ত্রিকোন প্রেমের আবহ ও তৈরি হয়। একটার পর একটা খুনের তদন্ত করতে গিয়ে গল্পের শেষে আসল খুনি ধরা পড়ে এবং খুনের মোটিভেশন জানা যায়। এখানে পরিচালক বিষ্ণু দত্ত খুব সুন্দরভাবে এতোগুলো নতুন অভিনেতা নিয়ে ছবিটা করেছে তা দর্শকদের কাছে খুবই গ্রহনযোগ্য লাভ করবে আশা করা যায়। একজন বাবার ভুমিকা হিসাবে রাজেশ শর্মার অভিনয় দর্শকদের খুব ভালো লাগবে আশা করা যায়। এছাড়াও পুলোকিতা,রাজু সাহার, বিশ্বজিৎ এর অভিনয় ও বেশ ভালো।



Crew 
Flim : Chup
Directed by : Bishnu Dutta
Production : SD Motion Pictures
Produced by : Soummya Das
Presented by : City Entirement
Story & Script : Sanjoy Dutta
Music : Shamik Singha
Cinematographer : Parth Sarathi Roy
Editor : Kshitish Rajkumar
Creative Director : Tintin
Production Manager: Barun Biswas
Art Director : Subrata Chackraborty



Total de visualizações de página

SEarch