বন্যায় গৃহহীন ও মৃতদের আর্থিক সাহায্য : মুখ্যমন্ত্রী 

 

বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিলির ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সকালে তিনি গোপীবল্লভপুরের ব্লকে নিজে ত্রাণ বিলি করেন৷ বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বন্যায় মৃত পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও গৃহহীনদের জন্য ১৫ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন | এছাড়াও কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা ঋণ নিয়েছে তাদের সেই ঋণ ছাড়ের বন্দোবস্তও করবে রাজ্য সরকার| গোটা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন৷ জেলাশাসক , মহকুমাশাসকদের বন্যা পরিস্থিতি নিয়ে সার্ভে করার নির্দেশ দিয়েছেন তিনি৷ বিডিওদের ব্লক ছেড়ে না যাওয়ার নির্দেশ রয়েছে৷ ইতিমধ্যেই চারহাজার বস্তা ত্রাণ সামগ্রী বিলি করার বন্দোবস্ত করা হয়েছে৷ কাল রাতেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক সারেন৷ পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাতে কোলাঘাটে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী৷কাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের যাবেন তিনি| এরপর হাওড়ার বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন তিনি|

Total de visualizações de página

SEarch