খুঁজে পাওয়া গেল ভ্যাম্পায়ারের সমাধি


ড্রাকুলার গল্প পড়ে পড়ে আমাদের মনে স্বাভাবিক একটা ধারণা হয়ে গেছে যে, ভ্যাম্পায়ার যদি থেকেই থাকে তবে তার আবাস হবে ট্রানসিলভেনিয়ার কোনো দুর্গে। পোল্যান্ডের কথা ঘুণাক্ষরেও আপনার মাথায় আসবে না। কিন্তু সম্প্রতি পোল্যান্ডের উত্তর-পশ্চিমের অখ্যাত এক অঞ্চলে ভ্যাম্পায়ারের সমাধি খুঁজে পাওয়া গেছে বলে মনে হচ্ছে। একে ঘিরে গড়ে উঠছে মানুষের কৌতূহল।

No comments:

Total de visualizações de página

SEarch