ফের বোর্ড সভাপতি নির্বাচিত হলেন শ্রীনিবাসন

 

ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন এন শ্রীনিবাসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার বোর্ডের সর্বোচ্চ পদে এলেন শ্রীনি। তবে, সভাপতি হলেও এখনই বোর্ডের কার্যভার গ্রহণ করতে পারবেন না তিনি। সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে। আগামীকাল সর্বোচ্চ আদালতে ফের স্পট ফিক্সিং মামলার শুনানি রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী ছটি জোনের এ্যাসোসিয়েশনই শ্রীনির সমর্থনে এগিয়ে এসেছে। ফলে বোর্ডের শীর্ষ আসন টিকিয়ে রাখতে কোনও অসুবিধাই হয়নি বিতর্কিত এই সভাপতির। আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডে নাম জড়িয়ে পড়ায় তাঁকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু আজকের নির্বাচনে জয়ী হয়ে ক্রিকেট রাজনীতিতে নিজের দাপট আরও একবার প্রমাণ করলেন শ্রীনিবাসন।

৪৮ ঘণ্টায় ৮ বার শান্তি চুক্তি লঙ্ঘন, পাকিস্তানের গুলিতে নিহত ভারতীয় জওয়ান, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি বিজেপির

দু`দেশের প্রধানমন্ত্রী আস্থাবর্ধক পদক্ষেপের কথা বললেও, পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। মঙ্গলবারও পুঞ্চের বালাকোট সাব-সেক্টরে ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকসেনা। সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টারে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। নিহত জওয়ান মহম্মদ ফিরোজ খান বিহার রেজিমেন্টের ল্যান্সনায়েক পদে কর্তব্যরত ছিলেন। চলতি সপ্তাহে এই নিয়ে ৮বার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বছরের হিসেবে ধরলে, সংখ্যাটা ১০০বারেরও বেশি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে নাগাড়ে মর্টার শেল ছুঁড়তে শুরু করে পাকসেনা। সঙ্গে চলতে থাকে ভারী গুলিবর্ষণ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পাকিস্তানের ঘনঘন সংঘর্ষবিরতি চুক্তি সঙ্ঘনের ঘটনায়, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিবৃতি দাবি করল বিজেপি। তাদের দাবি, সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে এবং সংঘর্ষবিরতি ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে, তা পরিষ্কার করে জানাতে হবে প্রধানমন্ত্রীকে।

 

Total de visualizações de página

SEarch