অন্ধ মনের ভাবনা
২৫/০৫/১৪
মোঃ এমরুল হোসাইন
pic courtesy http://www.google.com
তোমার কথা ভেবে ভেবে
চোখের নিচে পড়ছে কালি,
চোখের নিচে পড়ছে কালি,
তাই দেখে মা কষ্ট পেয়ে
রোজ দু’বেলা দিচ্ছে গালি।
রোজ দু’বেলা দিচ্ছে গালি।
বলছে বাবা ভাবনা কেন
যা হওয়ার তাই হবে যে,
যা হওয়ার তাই হবে যে,
ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে
নিজের কাজে মন দে।
নিজের কাজে মন দে।
বেছে বেছে আনবো ঘরে
লাল টুকটুক রাঙা বধূ,
লাল টুকটুক রাঙা বধূ,
যাকে দেখে তাকিয়ে রবে
পাড়ার সকল গৃহবধূ।
পাড়ার সকল গৃহবধূ।
যতই বুঝায় মন মানে না
তোমার প্রেমে অন্ধ মন,
তোমার প্রেমে অন্ধ মন,
নীরলে বসে গুণবো প্রহর
না পাই তোমায় যতক্ষণ।
না পাই তোমায় যতক্ষণ।