প্রথমেই সবার মনে প্রশ্ন জাগে " Creature 3D" টা কি ধরনের ফিল্ম? আমাদের প্রতিবেদকের এই প্রশ্নের উত্তরে সোজাসাপটা ভাষায় যা জানা গেল তার অর্থ হলো " পরিচালক বিক্রম ভাট আমাদের সেই প্রাগঐতিহাসিক যুগের দৈত্যকায় প্রাণিদের নিয়ে একটি লোমহর্ষক চিত্রকাহিনি উপস্হাপিত করবার চেষ্টা করেছেন । ছবিটা ত্রীমাত্তিক অর্থাৎ এমনি চোখে দেখা গেলেও যদি 3D চশমা পড়ে দেখা হয়, তাহলে একবারে মনে হবে যেনো চোখের সামনে জলজ্যান্ত হাড়হিম করা ঘটনা গুলো হচ্ছে; এই বুঝি ওই দৈত্যাকায় জীব টি অথবা চলচিত্রের কুশিলবরা সামনে এসে পড়লো আকাশ থেকে। তবে কেনো জানি না ছবিটি দেখে এডিটিং এ কোথাও কেটে জোড়া মনে হলো। এই কল্পবিঞ্জানের কাহিনি অনেক হলিউড ছবি হয়েছে তবে এটি একটু আলাদা ধরনের স্বাদের ছবি সেটা " বিপাসা বাসু" কথা প্রসঙ্গে জানা গেল।














সিনেমার সুটিং মুম্বাই এবং উটি তে হয়েছে।অহনা ( বিপাসা বাসু) একটি জঙ্গলের নিকটবর্তী হোটেল চালায় নানা্ভাবে টিভি,মিডিযায় প্রচার করে তার ব্যাবসা জমে উঠেছিল। তাঁর বোর্ডার দের সে নানা রকম মনোরঞ্জনের ব্যাবস্হা ও সবরকম সুবিধার দিকে নজর রেখেই পরম মমতায় সে সাজিয়ে তুলেছিল তাঁর হোটেল। জীবনের যুদ্ধে সংগ্রাম করে একজন নারীর নিজের পায়ে দাড়ানো যে কতো কঠিন পরিস্হিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সিনেমায় তার বহিঃপ্রকাশ পেয়েছে। প্রেম ভালবাসার থেকেও অনেক সময় নিজের দায়িত্ববোধ কতোটা তীব্র হয়ে ওঠে সেটা বার বার প্রকাশ পেয়েছে। এই গল্পে অহনা কে লড়াই করে বাঁচতে হয়েছে এক অদ্ভুত প্রাণি যার সমন্ধে কেউ জানে না । প্রতিমুহুর্তে মৃত্যু যেখানে হাতছানি দিয়ে ডাকছে। অসম্ভব ভালো অভিব্যাক্তি অহনার ( বিপাসা বাসু) চোখে মুখে ফুটে উঠেছে।



 অসামান্য নির্দেশনা কিন্তু VFX টেকনলজি ব্যাবহার করে ওই দৈর্ত্যকৃতি দানবের সমস্ত চলাফেরা,এবং খুটিনাটি দেহের প্রতিটি অংশ করা হলেও কিছু কিছু সিনেমার জাযগায় মনে হয়েছে যে ছবির মানুষগুলি আলাদা ও পেছনের ওই দানবকৃতির অংশটি আলাদা ; কিছু কিছু জায়গায় মনে হয়েছে পেছনের ফ্রেম আলাদা সুটিং হয়েছে আর সামনের সুটি আলাদা লোকেশন এ হয়েছে এডিটিং জোড়া টা ঠিক হয়নি দায়সারা কাজ হয়েছে। তবে কিছু জাযগায় বেশ ভালো এডিটিং হয়েছে যেখানে শুধু দৈর্ত্য টা সিনেমার পর্দা ছেড়ে একবারে গায়ের উপর তার লোমশ আগুল বাড়িয়ে ধরতে চলে আসে ( 3d চশমা দিয়ে দেখলে )। 



সিনেমাটির মধ্যে প্রতিটি গান সিনেমা টিকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যায়।

Creature 3D Cast Details


Director : Vikram Bhatt.

Producer : Krishan Kumar, Bhushan Kumar

Star Cast : Bipasha Basu, Imran Abbas  Naqvi

Music : Mithun

Writen : Sukhmani Sadana, Vikram Bhatt

Banner / Studio : BVG films

Genre : Horror

Language : Hindi

Country : India

Total de visualizações de página

SEarch