Related Pots
ফের আত্মঘাতী চিটফান্ড এজেন্ট-মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। মগরার গোল্ডফিল্ড অ্যাগ্রোটেক সংস্থার এজেন্ট ছিলেন মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। শ্রীরামপুর ও সংলগ্ন এলাকা থেকে প্রায় চার কোটি টাকা তুলেছিলেন তিনি। কিছুদিন আগে আচমকাই বন্ধ হয়ে যায় সংস্থাটি। তারপর থেকে টাকা ফেরতের জন্য ভদ্রেশ্বরবাবুর চড়াও হচ্ছিলেন গ্রাহকরা। গ্রাহকদের চাপ সহ্য করতে না পেরে গতকাল রাতে গলায় দড়ি দেন ভদ্রেশ্বরবাবু।
Related Pots
ফেসবুকে লাইভ ওয়েব চ্যাটে ১ কোটি ১৫ লক্ষ ভক্তকে আমন্ত্রণ জানালেন দীপিকা পাডুকোন। ফেসবুকে সলমনের ফলোয়ার সংখ্যা ১৪,৮১১,৭১৮।। আমিরের ১১,৫৯৭,৫৬৩। অমিতাভের ১০,৫১৮,৫৭৭। এ দিন লাইভ চ্যাটে ভক্তদের ধন্যবাদ জানান দীপিকা। আপাতত হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। দীওয়ালিতে মুক্তি পাবে হ্যাপি নিউ ইয়ার।