Akhun Khabar now 24 x 7 updating from various location in the World. So Friends and all are invited to join and spread our news or send us news to publish in our news site....


ফের আত্মঘাতী চিটফান্ড এজেন্ট-মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। মগরার গোল্ডফিল্ড অ্যাগ্রোটেক সংস্থার এজেন্ট ছিলেন মরাদানের বাসিন্দা ভদ্রেশ্বর দে। শ্রীরামপুর ও সংলগ্ন এলাকা থেকে প্রায় চার কোটি টাকা তুলেছিলেন তিনি। কিছুদিন আগে আচমকাই বন্ধ হয়ে যায় সংস্থাটি। তারপর থেকে টাকা ফেরতের জন্য ভদ্রেশ্বরবাবুর চড়াও হচ্ছিলেন গ্রাহকরা। গ্রাহকদের চাপ সহ্য করতে না পেরে গতকাল রাতে গলায় দড়ি দেন ভদ্রেশ্বরবাবু।

ফেসবুকে লাইভ ওয়েব চ্যাটে ১ কোটি ১৫ লক্ষ ভক্তকে আমন্ত্রণ জানালেন দীপিকা পাডুকোন। ফেসবুকে সলমনের ফলোয়ার সংখ্যা ১৪,৮১১,৭১৮।। আমিরের ১১,৫৯৭,৫৬৩। অমিতাভের ১০,৫১৮,৫৭৭। এ দিন লাইভ চ্যাটে ভক্তদের ধন্যবাদ জানান দীপিকা। আপাতত হ্যাপি নিউ ইয়ার ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। দীওয়ালিতে মুক্তি পাবে হ্যাপি নিউ ইয়ার।

গ্রামবাসীদের তাড়া খেয়ে গাছে আশ্রয় নিল চিতাবাঘ।এখনও পর্যন্ত ঘন পাতার আডালেই লুকিয়ে চিতাবাঘটি। এঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের কুমারগ্রাম ব্লকের খোয়ারভাঙা এলাকায়। গতকাল রাতেই চিতাবাঘটিকে গ্রামের মধ্যেই দেখতে পান বাসিন্দারা। খবর পেয়ে ফাঁদ পাতে বন দফতর। কিন্তু ফাঁদ এড়িয়ে রাতেই কয়েকটি বাড়িতে হানা দিয়ে ছাগল ও মুরগি মেরে খায় চিতাবাঘ। সকালে ফের চিতাবাঘটিকে দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের তাড়া খেয়ে গাছের ওপরে আশ্রয় নেয় চিতাবাঘটি। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধের সময় ঘুমপাড়ানি গুলি দিয়ে চিতাবাঘটিকে কাবু করার চেষ্টা করা হবে। ঘটনার জেরে উত্তেজনা ড়িয়েছে ওই গ্রামে।

Total de visualizações de página

SEarch