Nilanjan Datta ফটোদুনিয়া জগতে খুব পরিচিত নাম। কর্পোরেট জগতে HR Division e উচ্চপদে কর্মরত। ছোটবেলা থেকে অভিনয় জগতের প্রতি এক চরম ভালোবাসা তাকে আবার টলিউড জগৎ টেনে এনেছে। 

প্রতিবেদক - Nilanjan  দা তোমার  প্রথম আত্মপ্রকাশ " Religion " দিয়ে, তারপর " Et Tu Brute...? " এবং সেখান থেকে একবারে Jishnu Dev Burman "Punorbasan " কেমন লাগছে -

Nilanjan Datta- "আমি সবসময় ই চেষ্টা করেছি একটা চরিত্রটা কে ফুটিয়ে তুলতে তা কোন ডাইরেক্টর করছে সেটা বড়ো কথা নয় আমি সবসময় যেকোনো ক্রিয়েটিভ ডাইরেক্টরদের সংঙ্গে কাজ করতে চাই। আমি সব সময় যে রোল গুলোতে " far reaching effects " আছে সেই ধরনের রোল এ কাজ করতে চাই।


প্রতিবেদক - আচ্ছা তুমি তো আজকাল মডেলিং এর জন্য অফার পেয়েছো তা এখন কি কি কাজ করছো ? 
Nilanjan Datta - হা আমি কিছু দিন আগেই একটা বিঞ্জাপন প্রচারের কাজ করেছি ।আরও কিছু সিরিয়াল ও ছবির কথা হয়ে আছে, দেখা যাক এবার কোন প্রজেক্ট টা কিভাবে সেপ নেয় ।

প্রতিবেদক - Nilanjan দা তুমি এই অফিস এবং সুটিং কিভাবে ম্যানাজ করছো ?
Nilanjan Datta -  আমি জীবনের প্রতি ক্ষেত্রেই সমানভাবে ব্যালান্স করে চলি। আমার ভালোলাগা ভালবাসার জায়গায যদি আরো সময় দরকার পরে তাহলে সেটা আমি দেবো। ইন্ডাস্টির অনেকেই তো অফিস আর সুটিং ম্যানাজ করে করছে।

প্রতিবেদক - Nilanjan দা তুমি হঠাৎ ফটোগ্রাফি থেকে এক্টিং এ আসলে একবারে ব্যাক ক্যামেরা থেকে ফন্ট ক্যামেরা কেমন লাগছে আর এই অনুভুতি টা কেমন ?
Nilanjan Datta - জানো যারা ফটো তোলে তারাও চায় একদিন সবাই তাকে চিনুক তার ফটো কোথাও ডিসপ্লে হোক, এখন ও আমি সুটিং এ গেলে ক্যামেরা সংঙ্গে নিয়ে যাই সুযোগ পেলে ছবি তুলি। আর আমার ছোটো বেলা থেকেই এই অভিনয় করবো এটা আমার মনে ছিলই। আর ১২ বছর অভিনয় ও করেছি বিভিন্ন থিয়েটার এ নাট্যগ্রুপ এ তারপর পারিবারিক কারনে আমাকে চাকরি করতে হয়। এখন আবার আমি পুনরোউদ্যমে কাজ শুরু করেছি।  আমার সবচেয়ে বড়ো সাপোর্ট আমার বউ দেবযাণী  । 

 

প্রতিবেদক - আচ্ছা এ জন্য নিশ্চয় তোমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে ? 
Nilanjan Datta - হাঁ সেতো সব কিছুর জন্যই নিজেকে পরিপূর্ণতা দেবার জন্য কিছু “Back Of The Frame”ও ওয়ার্কআউট লাগে ।






প্রতিবেদক - তুমি এইমুহুর্তে কাদের থেকে কাজের অফার পেলে খুশি হবে ?
Nilanjan Datta- আমি আগেও বলেছি যে আমার কোনো নামি বা অনামি ডিরেক্টরদের সংঙ্গে কাজ করতে অসুবিধা নাই। কারন আমি ভালো ফুটিয়ে তোলার মতো চরিত্র চাই। Aniket Chattopadhyay,Moinak Bhowmick,SudeshnaRoy,AbhijitGuha(Rana Da),KamaleshwarMukherjee,Arin Paul,KoushikGanguly,SrijitMukherjee,Swapan Saha,AnindyaGhosh,SayantanMukherjee,Rishin Banerjee,Pradipta Bhattacharya এবং যারা নতুন চিন্তা ভাবনা নিযে কাজ করছেন তাদের সংঙ্গে কাজ করতে বেশি আগ্রহী।




অসংখ্য ধন্যবাদ Nilanjan Datta দা তোমার আগামী সিনেমার এবং অন্য কাজের জন্য শুভেচ্ছা রইল ২৪ x ৭ এখন খবর এর টীম থেকে।

Total de visualizações de página

SEarch