A Musical Night is being dedicated to Mahanayak Uttamkumar



      উত্তমকুমারকে নিয়ে এমন সুরেলা সন্ধা বোধহয় কোলকাতাই কস্মিনকালে ও হয়নি। রাজলক্ষ্মী ক্রিয়েশন এর উদ্যোগে বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্যালাডিয়ান লোউঞ্জে অনুষ্ঠিত হলো উওমকুমারের সিনেমার গানের সুরে পিয়ানোর মুধুর ঝনকার ।





        রাজলক্ষ্মী শ্যামের স্মৃতিচারিতায় ভেসে আসে উত্তমকুমারের কথা, অভিনয় এবং ব্যাক্তিত্বতা, "উত্তমকুমার ছিলেন অমায়িক, খুব আস্তে আস্তে কথা বলতেন, সিনেমার সুটিং কখনো তাকে দুবার টেক দিতে হয়নি,খুব মিস্টি ভাসায় কথা বলতে পারতেন, সবার জন্য তার সমান দরদ ছিলো।









      "রাজলক্ষ্মী শ্যামের বাবা প্রবাস চন্দ্র শ্যাম চৌধুরী ছিলেন উত্তমকুমারের সাথী। অনেকগুলো সিনেমাও উনি প্রযোজনা করেছিলেন।ওনার কথা থেকে ও অনুভুতি হয় কতোটা তিনি এখনো উত্তমকুমার কে ভালোবাসেন।" 







        দেবাশিষ সরকারের স্ক্রীপ্টে এবং সাইরা সাহ হালিমের কন্ঠের  জাদুর ছোয়ায় যেন এক অপুর্ব মায়াবী সন্ধায় উত্তম স্মৃতি রোমন্থন করতে মেতে উঠেছিল কোলকাতা। সংঙ্গে যোগ হয়েছিল পিয়ানোর সুরের মুর্ছনা,যেন ফিরে আসতে শুরু করেছিল সিনেমার পেক্ষাপট। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Saira Shah Halim, Rajlakshmi, Debasish Sen Sharma, Satrajit Sen, Sanjoy Nag, Manoj Michigan, Supriya and Soumya,Debasish Sarkar and the President of Bengal Chambers of Commerce

No comments:

Total de visualizações de página

SEarch