
কোলকাতা, ২৮ শে মার্চ-
কোলকাতায় ABID এর বার্ষিক প্রদর্শনী উদ্ধোধন হয়ে গেল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র (রাজনৈতিকবিদ ), রিয়া সেন (অভিনেত্রী) , নুরসত জাহান (অভিনেত্রী) । ABID ইন্টিরিযার ডিজাইন ও পন্য প্রমোশনে সবার থেকে এগিয়ে। ABID নিয়মিত ভাবে প্রদর্শনী, সেমিনার, শিক্ষামুলক ভ্রমন তাঁদের সদস্যদের জন্য আযোজন করে সহযোগিতা করে তাদের কে সমাজে নিজ প্রতিষ্ঠিত করতে।ABID প্রদর্শনী চলবে এপ্রিল ২, ২০১৪ পর্যন্ত ।