ফের বোর্ড সভাপতি নির্বাচিত হলেন শ্রীনিবাসন

 

ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন এন শ্রীনিবাসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রধান নির্বাচিত হয়েছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার বোর্ডের সর্বোচ্চ পদে এলেন শ্রীনি। তবে, সভাপতি হলেও এখনই বোর্ডের কার্যভার গ্রহণ করতে পারবেন না তিনি। সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তাঁকে। আগামীকাল সর্বোচ্চ আদালতে ফের স্পট ফিক্সিং মামলার শুনানি রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী ছটি জোনের এ্যাসোসিয়েশনই শ্রীনির সমর্থনে এগিয়ে এসেছে। ফলে বোর্ডের শীর্ষ আসন টিকিয়ে রাখতে কোনও অসুবিধাই হয়নি বিতর্কিত এই সভাপতির। আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডে নাম জড়িয়ে পড়ায় তাঁকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু আজকের নির্বাচনে জয়ী হয়ে ক্রিকেট রাজনীতিতে নিজের দাপট আরও একবার প্রমাণ করলেন শ্রীনিবাসন।

No comments:

Total de visualizações de página

SEarch