আদি লেক পল্লী দূর্গা পুজা এবার শততম বছরে পা রাখল
 
  
আদি লেক পল্লী দূর্গা পুজা তাদের ১০০ বছরের উদ্‌যাপনের থিম গানের এ্যালবাম প্রকাশ করলো একটি অনুষ্টানের মধ্যে দিয়ে। উপস্হিত ছিলেন লোপামুদ্রা এবং আরো অনেক শিল্পীরা। লোপামুদ্রা দিদি আরো বললেন উনি পুজোয় কোলকাতা উপস্হিত না থাকলেও ওনার গানের মধ্যে দিয়ে সবার অন্তরে মনের কাছে উপস্হিত থাকবেন সদা সর্বময়।
সিংঘম রিটার্নসের প্রচারে শহরে অজয়-করিনা

  

২০১১ সাল মুক্তি প্রাপ্ত ছবি ‘সিংঘম’এর সিক্যুয়ালে ‘সিংঘম রিটার্নস’ তৈরি করেছেন পরিচালক রোহিত শেটি৷ আগামী ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি৷ তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছেন টিম সিংঘম৷ প্রচার চালাতে তাই শহর কলকাতাকেও ছুঁয়ে গেলেন অজয়-করিনা৷ রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হল ‘সিংঘম রিটার্নস’য়ের জুটি অজয় দেবগণ ও করিনা কাপুর৷

অজয় এদিন জানালেন, সিংঘমের চেনা চরিত্র বাদে ছবির গল্প একেবারেই আলাদা৷ তবে এবারেও দুর্নীতির বিরুদ্ধেই লড়বেন তিনি৷ ‘সিংঘম ২’য়ে মুম্বই শহরের ডিসিপি ‘বাজিরাও সিংঘমের’ চরিত্রে দেখা যাবে বিটাউনের অ্যাংরি হিরোকে৷ অ্যাংরি লুক বজায় রাখতে তাই এদিনও বেশ রাফ অ্যান্ড টাফ দেখাল অজয়কে৷ তিনি জানালেন আগের ছবি তিনি গোয়ার একটি থানার ওসি ছিলেন৷ কিন্তু এবারের ছবিতে তার পোস্টেরও যেমন উন্নতি হয়েছে তেমনই দায়িত্বও বেড়েছে৷ তিনি জানান ২০১১ সালে ‘সিংঘম’ বেশ হিট করেছিল৷ দর্শকই নাকি চেয়েছিলেন এই ছবির একটা সিক্যুয়াল হোক৷ তাই কেবল দর্শকের উদ্দশ্যেই ফের ‘সিংঘম’ ফিরিয়ে এনেছেন রোহিত শেটি, আর এটাই নাকি ছবির ইউএসপি৷ ছবির ব্যবসা নিয়েও বেশ আশাবাদী অজয়৷


ছবিতে অজয় করিনা ছাড়াও রয়েছেন, আমোল গুপ্তে, দয়ানন্দ শেট্টি, অনুপম খের, সমীর ধর্মাধিকারী, জাকির হুসেন, শরত সাক্সেনা৷ দুই তারকা যাওয়ার সময় বলে গেলেন ছবিতে আরও অনেক কিছু রয়েছে যা তারা সাসপেন্স রেখেছেন৷  

Total de visualizações de página

SEarch