আমাদের ভালোলাগা ভালোবাসার শহর কোলকাতা কালের পরিবর্তনে নারীদের পোষাকের বিপ্লব এসেছে । নতুন নতুন পোষাকের ডিজাইনের খোঁজে সারাবছর ই সবাই এ বাজার ও বাজার শপিং মলে ঢুঁ মারে । ঈদ ও পুজো এলেই তরুণী ও নারীরা নতুন ডিজাইনে সারা বাজার ঘুরে ফেলে। সবচেয়ে আনকমন ও নতুনত্ব ধরনের পোষাক তার চাই ই চাই।
এই রকমই আমরা সম্পুন্ন নতুন ধরনের ডিজাইনার Lopamudra Mondal Saha র Studio Eye তে উপস্থিত হয়েছিলাম ওনার ঢাকাই শাড়ী থেকে সালোয়ার সুটের ডিজাইন সম্ভার দেখতে।
বুটিক শিল্পকে কেন্দ্র করে এক দশকে কোলকাতা তে কয়েক শতাধিক ডিজাইনারের সঙ্গে সহস্রাধিক বুনন শিল্পীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বিভিন্ন উৎসবকে সামনে রেখে পোশাকের বাজারে টিকে থাকার জন্য ব্যবসায়ীরা অনুসরণ করছেন ভিন্ন ডিজাইন, ভালোমানের কাপড় ও দক্ষ বুনন শিল্পীর। তাই পোশাককে কেন্দ্র করে দিন দিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন ডিজাইনারের, জন্ম হচ্ছে নতুন নতুন বুনন শিল্পীর, সুযোগ বাড়ছে কর্মসংস্থানের।
লোপামুদ্রা দেবী জানান ছোটবেলা থেকে এই ফ্যাশন ডিজাইনের উপর একটা আলাদা টান ছিলো। " সে সময় থেকে নিজেই কাগজে ছবি অাঁকতাম, নকশা করতাম।ছোটবেলা থেকেই আমার সমস্ত পোশাক এর ডিজাইন কেমন হবে দর্জির কাছে গিয়ে নতুন স্টাইলে সমস্ত জামাকাপড় বানাতাম, আর আমার বন্ধুরাও জিগেস করতো য়ে আমি কোন দর্জির কাছে গিযে এইরকম সুন্দর নতুন ধরনের পোষাক বানিয়েছি।ভবানিপুর এডুকেশন সোসাইটি থেকে ফ্যাশন কোর্স করে একটি বড়ো মাল্টিন্যাশানাল কোম্পানির প্রোডাক্টসান ইউনিট তে ৩ বছর কাজ করার পর এই স্টুডিও আই খুলেছি।"
দেশীয় আমেজের সঙ্গে বাইরের ডিজাইনকে সঙ্গে রেখে তিনি তৈরি করছেন মেয়েদের পোশাক।তার ডিজাইন করা শাড়ির দাম ২ হাজার ৫৫০ থেকে ৫,০০০ এর মধ্যে বেশ ভালো ভালো কালেকশান আছে।
টলিউড ইন্ডাস্টির বেসির ভাগ অভিনেত্রীরা Swastika,Parno Mitra,Sayani,koneenica,Richa Sharma(Mrs. India International),Locket Chatterjee, Payel Sarkar এককথায় এই স্টুডিও আই অর্থাৎ লোপাদেবীর শাড়ীর গনমুদ্ধ ভক্ত । রেডিমেড শালোয়ার কামিজ ও সবার নাগালের মধ্যেই ৫০০ থেকে ৭০০ টাকা মাত্র।
উনি এও আমাদের বলেন খুব শীগ্রি আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন জেলায় তার প্রতিষ্ঠানের শো-রুম থাকবে।
তিনি বলেন বর্তমানে মেয়েরা অনেকে এগিয়ে আসছে, এটা খুব ভালো দিক, ভবিষ্যতে মেয়েরা আরো এগিয়ে আসবে এটা প্রত্যাশা করা য়ায। নতুনরা তার কাছে সবসময়ের জন্য সাগত ।
উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ।
STUDIO EYE
203, Sarat Bose road, beside Marco Polo restaurant & Canara Bank.
উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf
উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf
উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf
উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf
‘তাঁতের শাড়িতে রঙ সব সময় এগিয়ে। মৌসুমের ভাবনা থেকেই পোশাকে বর্ষার মনোহর সব রং প্রাধান্য পাবে। সেক্ষেত্রে ম্যাজেন্টা, প্যারোট গ্রিন, ব্লু, ওশান ব্লু, পার্পেলের ব্যবহার বেশি চোখে পড়বে। এছাড়া অন্যান্য রং তো থাকছেই। - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf
No comments: