পুরনো বাংলা থিয়েটারের গান, গিরিশ ঘোষের - এর চৈতণ্যলীলা থেকে বিজন ভট্টাচার্যের নবান্ন এই দীর্ঘ পথের অনুসঞ্চালনা নিয়েই নাটক "মো্হরা চলছে"।
"মো্হরা চলছে" উপস্থাপনা শুধুমাত্র নিছক গানের সংকলণ নয়, এটি বাংলা নাটকের সৃষ্টির নথিপত্র ও ভাবধারা রুপে প্রকাশ পেয়েছে।
আমরা একটা সুন্দর স্মৃতি রোমন্থন করলাম,যেখানে বাংলা নাটকের সৃষ্টিধর গিরিশ ঘোষ,অমৃতলাল বোস,রবীন্দ্রনাথ ঠাকুর,শিশির ভাদুরি,দ্বিজেন্দ্রলাল রায়,শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য-রা যে ইতিহাস রচনা করেছিলেন তা এখন কোন জায়গায় দাড়িয়ে সেটাও অনুধাবন করলাম।
"মো্হরা চলছে" উপস্থাপনা শুধুমাত্র নিছক গানের সংকলণ নয়, এটি বাংলা নাটকের সৃষ্টির নথিপত্র ও ভাবধারা রুপে প্রকাশ পেয়েছে।
আমরা একটা সুন্দর স্মৃতি রোমন্থন করলাম,যেখানে বাংলা নাটকের সৃষ্টিধর গিরিশ ঘোষ,অমৃতলাল বোস,রবীন্দ্রনাথ ঠাকুর,শিশির ভাদুরি,দ্বিজেন্দ্রলাল রায়,শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য-রা যে ইতিহাস রচনা করেছিলেন তা এখন কোন জায়গায় দাড়িয়ে সেটাও অনুধাবন করলাম।
" মোহরা চলছে" দর্শকদের কাছ থেকে প্রচুর তারিফ,প্রশংসা এবং সমালোচিত হয়েছে।
এই তথ্যভিত্তিক নাটকটি ঐতিহ্যপুর্ণ যেটা নাটকের ইতিহাস- এ একটা নতুন সংযোজন হিসেবে চিহ্নিত হল। সমসাময়িক নাটকগুলির মধ্যে অভিনয় এবং সুরের ঝংকার অলঙ্কৃত হয়েছে।