টিভিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত


টিভির পর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত৷ তারপর বড়পর্দায় অভিষেক৷ আপাতত, টলিউডের বেশ ব্যস্ত নায়ক ইন্দ্রনীল ফের ফিরতে চলেছেন টিভির পর্দায়৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তুমহারি পাখি’তে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সিঙ্গাপুর উড়ে যাবেন ইন্দ্রনীল৷ সেখানে অংশুমান ও পাখির সঙ্গে শ্যুট হবে তাঁর৷ ইন্দ্রনীলের কথায়, ‘তুমহারি পাখি খুব জনপ্রিয় ধারাবাহিক৷ এই ধআরাবাহিকের অংশ হতে পেরে ভাল লাগছে৷ তবে এখানে আমার বেশ ছোট্ট রোল৷ কেমিও চরিত্রই বলা যায়৷’

এই শুক্রবারই মুক্তি পাবে ইন্দ্রনীল অভিনিত ছবি ‘অরুন্ধুতি’৷পরিচালক রাজা চন্দের এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ছবিতে ইন্দ্রনীলের সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক৷
              ইচ্ছে মতো ভাষা বদল করবে স্কাইপ
স্কাইপ এবার নিয়ে এল ভয়েস ট্রান্সলেটর৷ওয়েব ক্যামের সামনে বসে আপনি কথা বলে চলেছেন আপনার নিজের ভাষায় কিন্তু যার সঙ্গে কথা বলছেন তিনি শুনছেন তাঁর ভাষায়৷ সম্প্রতি স্কাইপের ভাইস প্রেসিডেন্ট গুরদীপ প্যাল কোড টেকনোলজি কনফারেন্সে মাইক্রোসফটের এই নতুন ট্রান্সলেটরের কথা ঘোষণা করলেন৷পরীক্ষামূলকভাবে ইংরেজি ও জার্মান ভাষায় এই ট্রান্সলেটরটি চালানো হয়েছে বলে জানা গিয়েছে৷ একটা বাক্য বলার পরই ট্রান্সলেটরটি অন্য ভাষায় অনুবাদ করে নেয়৷ বর্তমানে যদিও এই সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে না৷ অন্যদিকে গুরদীপ জানান, প্রথমে উইন্ডোজ এইটের বিটা অ্যাপ হিসেবে আসবে এই ট্রান্সলেটর৷ চার বছর আগেও একবার ফোনের কথোপকথন অনুবাদের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে৷ ২০১২ সালে প্রথম চিনের তিনাজিনে মাইক্রোসফট কম্পিউটিং কনফারেন্সে সফটওয়ারের কথা বলা হয়েছিল।ইতিপূর্বে ২০১১ সালে জাপানি থেকে ইংরেজিতে সর্বপ্রথম ভয়েস ট্রান্সলেটর নিয়ে এসেছিল এনটিটি ডোকোমো৷

ড্রাকুলার গল্প পড়ে পড়ে আমাদের মনে স্বাভাবিক একটা ধারণা হয়ে গেছে যে, ভ্যাম্পায়ার যদি থেকেই থাকে তবে তার আবাস হবে ট্রানসিলভেনিয়ার কোনো দুর্গে। পোল্যান্ডের কথা ঘুণাক্ষরেও আপনার মাথায় আসবে না। কিন্তু সম্প্রতি পোল্যান্ডের উত্তর-পশ্চিমের অখ্যাত এক অঞ্চলে ভ্যাম্পায়ারের সমাধি খুঁজে পাওয়া গেছে বলে মনে হচ্ছে। একে ঘিরে গড়ে উঠছে মানুষের কৌতূহল।
খবরে ছিল যশরাজ হাউজের প্রোডাকশনের কাজে নজর দিচ্ছেন আদিত্য চোপড়া স্ত্রী রানি মুখোপাধ্যায়৷ আর এবার নজর দিতে দিতেই নিজের ছবির শ্যুটিংয়ে হাজির হলেন রানি৷ বিয়ের বহু আগে থেকেই পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘মর্দানি’র শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রানি৷ দুম করে বিয়ে করায় ছবির শ্যুটিংও ব্যহত হয়৷ তবে যেহেতু নিজের প্রোডাকশনেরই ছবি সেক্ষেত্রে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি রানির৷ তবে বিয়ের প্রায় এক মাস পরে লক্ষ্মী অভিনেত্রীর মতো সঠিক টাইমে শ্যুটিংয়ে হাজির হলেন রানি৷ শোনা গিয়েছে, আগের চেয়েও ছবির ব্যাপারে বেশ সিরিয়াস রানি৷ প্রদীপ সরকারকে নাকি তিনি বলেছেন চটপট ছবি শেষ করতে হবে৷ তাঁর কারণ এরপর আর রানি অভিনেত্রী নয়, যশরাজের ফ্লোরে দেখা যাবে পরিচালক রানিকে৷ এই ছবিতে রানির সঙ্গে দেখা যাবে টলিউডের যিশু সেনগুপ্তকে৷

Total de visualizações de página

SEarch