১৮ ই জুন,২০১৪: কলকাতার পার্ক হোটেলে সারাদিন যাবৎ চলল High Street Market।পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন লোপামুদ্রা মন্ডল

 

বিভিন্ন প্রসসাধনী দ্রব্য ছিল এবং  ছিল অত্যাধুনিক মহিলাদের জন্য Body Spa-এর ব্যাবস্থা। ছিল সব সৌখীন জামাকাপড়ের দোকান।প্রায় ৫৫টির ও বেশি দোকান সেদিন বসেছিল।


মুখোরোচক খাবারের ব্যাবস্থাও বাদ যায়নি সেদিন।উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট বিশিষ্ট তারকা এবং মডেল।তাদের মধ্যে অন্যতম মডেল সায়নী দত্ত,টলিউডের অতি পরিচিত নায়িকা পল্লবি চ্যাটার্জী এবং মুমতাজ সরকার


উপস্থিত ছিলেন মিস রিতা ভিমানি,ফুটবল খেলোয়ার আলভিতো ডি কুনহা।নায়ক শাতাফ ফিগার
ঐ দিনের বিশেষ আকর্ষন ছবিঘর,ছবির প্রদর্শনী এর আয়োজক ছিলেন MOMENT



ছিল ইন্ডিয়ার বিভিন্ন সংস্থার শাড়ি কানের দুল বিভিন্ন হাল ফ্যাশনের জুতোর  সম্ভার। ছুটির দিন না হলেও বোঝা যায়নি মানুষের ভিড় এবং আগ্রহ দেখে।



দীনেশচন্দ্র সেন  স্যোসাইটির তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্ণপদক অনুষ্ঠান কলকাতা প্রেসক্লাব-এ।স্বর্ণপদক প্রাপকরা ছিলেন নিরঞ্জন  অধিকারী(বাংলা বিভা্‌গ),ডা:মানস মজুমদার এবং অশোক ভট্টাচার্য।দীনেশচন্দ্র সেন সম্পর্কে ডা:মানস মজুমদার বললেন,'উনি আমাদের পারিবারিক শিক্ষক ছিলেন।১৯৪৪ বীরভুম জেলায় তাঁর জন্ম।তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন।তিনি সাহিত্যিক এবং পাশাপাশি গবেষক ও ছিলেন। এবং তাঁর নতুন সংকলন আমদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই।' সর্বানী ব্যানার্জী দীনেশচন্দ্র সেন সম্পর্কে বক্তব্য রাখলেন,বললেন 'তাঁর সাহিত্য পড়ে বুঝেছি তাঁর সমাজবোধ অসামান্য।' দীনেশচন্দ্র সেনের কৃষ্ণরামায়ণীর বিষয়ে ও বক্তব্য রাখলেন। সেদিন বক্তব্য রেখেছিলেন বিবেকানন্দ চক্রবর্ত্তী এবং রিসার্চ স্যোসাইটির প্রানকন্যা দেবকন্যা সেন ও।সকলকে ওসংখ্য ধন্যবাদ জানিয়ে সেদিনকার মত অনুষ্ঠান সমাপ্ত হল।

Total de visualizações de página

SEarch