Exhibition In Kolkata On Monami Butik Saree Design

এবারের পুজোয় বাজার কাঁপাতে আসলো "মোনামি" বুটিক

শাড়ি হল বাঙালী মেয়ের অঙ্গের শোভা বর্ধক পোষাক ।  আর দুর্গাপুজোয় শাড়ি বোধ হয় বাঙালী সহ সব দেশের মহিলাদের কাছেই ব্রাত্য এবং অত্যন্ত পছন্দের । যারা সারাবছর শাড়ি পরেন না তাঁরাও বছরের ঐ পাঁচটি দিন শাড়ি কেনেন এবং পরেন । বুটিকের শাড়িগুলির বৈশিষ্ট্য হল এগুলির আধুনিকতা এবং রুচি সম্মত লুক । যা কখনোই একঘেয়ে হয়না ।

আর মোনামি দির ডিজাইনের শাড়ি মানেই সবার থেকে আলাদা কারন অন্য পাঁচটা বুটিকের মতো অন্য জায়গা থেকে কালেকশন করে সাজানো নয় একদম নিজের হাতে করে মাত্র চার জন কারিগর নিয়ে পরম মমতায় গড়ে তোলা অপুর্ব এক সৃষ্টি। মোনামি দিদির গ্যালারি গোল্ডেপ্রদর্শণী চলছে গত ৯ ই তারিখ থেকে ১১ ই তারিখ পর্যন্ত। এখানে কোনোটি কাঁথার কাজে, কোনোটি হ্যান্ড বাটিকে কিম্বা কলমকারির কাজে  । কোনোটি আবার ফেব্রিক পেন্টিং করেছেন নিজেই । কোটা, তসর্, মুর্শিদাবাদ সিল্কের থানে, মলমলের ওপরে কিম্বা তাঁতের থানেতে এই শাড়িগুলির অভিনবত্ব সত্যি প্রশংসনীয় ।দাম একদম সাধ্যের মধ্যেই মাত্র ৮৫০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যেই ।






মোনামি দিদি আমাদের প্রতিবেদক কে জানালেন তাঁর ছোটোবেলা থেকে সুঁচ ও সুতো নিয়ে এই কাপড়ের উপর ডিজাইন করার নেশা ছিলোই। অন্য বুটিক থেকে তাঁর আলাদা মাত্রা দেয় কারন তিনি এই বুটিকের সমস্ত ডিজাইনে অতন্ত দরদের সাথে নকসা ফুটিয়ে তোলেন। যারা সত্যি ভালো কাজের কদর বোঝেন তাঁরা অবশ্যই তাঁর বুটিক থেকে কাপড়ের কাজ দেখে পছন্দ করবেন। এছাড়াও তাঁর প্রদর্শনী তে দেখতে পাওয়া রকমারি বটুয়া সেগুলো মোনামি দি র নিজস্ব চিন্তাভাবনায় তৈরী।







বিশিষ্ট  রবিন্দ্রসংঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত[১] মোনামি দির প্রদর্শনীর উদ্‌যাপনে এসে বললেন যে " আমি খুব আশাবাদী যে মোনামি খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ী প্রদর্শনী করছে। আমি তো এসে প্রথমেই একটা শাড়ি পছন্দ ও হয়ে গেছে। আরও অনেক বুটিক রোজ ই নতুন নতুন হচ্ছে কিন্তু মোনামির ( মহানায়ক উত্তমকুমারের ভাই তরুণকুমারের মেয়ে ) ডিজাইন আমাকে বার বার টেনে আনে। আমি চাই ওর শাড়ী দেশে ও বিদেশে আরও খ্যাতি লা্ভ করুক।"

No comments:

Total de visualizações de página

SEarch