সম্প্রতি আই.সি.সি.আর-এ অনুষ্ঠিত হয়ে গেল
"শ্রাবণ তুমি"
অনুষ্ঠানটি আযোজন করেছিলেন "রবি পরম্পরা"। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সৈকত বন্দ্যোপাধ্যায়, বেলি নাহা, ও সুলগ্না পাল। অনুষ্ঠানের প্রথমের " রবি পরম্পরা" র কর্ণধার অনিতা পাল রবি ঠাকুরের পরম্পরা বজায় রেখে যে রবি ঠাকুরের গান এবং লেখা ওনারা এখনো ধরে রেখে এগিয়ে চললেন সেই নিয়ে ওনার স্মৃতি রোমন্থন করলেন।
তিন শিল্পীর সমবেত কণ্ঠে ‘আজি ঝরো ঝরো
মুখর বাদরদিনে’ দিয়ে গানটি মন ছুয়ে গেল আর ঠিক সেই সময় বাইরে বৃষ্টির দিনে এমন সুন্দর গান দিয়ে উপস্হাপনা মন ভরিয়ে দিলো। এরপর সৈকত বন্দ্যোপাধ্যায় গাইলেন রবীন্দ্রনাথের তিনটি গান,
‘আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া’, ‘আমি কী গান
গাব যে ভেবে না পাই’, ‘অশ্রুভরা বেদনা’ এবং
গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের
সুরে একটি আধুনিক গান, ‘এই মেঘলা দিনে একলা’।
বেলি নাহা গেয়েছেন মূলত আধুনিক, ‘আষাঢ় শ্রাবণ
মানে না তো মন’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘দেখেছ কি
তাকে’, ‘আজ শ্রাবণের বাতাস বুকে’।
সুলগ্না পাল গেয়েছেন, ‘ওগো আমার শ্রাবণমেঘের
খেয়াতরীর মাঝি’, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’।
সৈকত ও সুলগ্না দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘তিমির অবগুণ্ঠনে’
শেষে তিন শিল্পী অনিতা পাল এবং অন্যান্য সকলেই
সমবেতভাবে ‘বাদল বাউল’গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হলো। অনুষ্ঠানটি চলছিল কোনো প্রেক্ষাগৃহ সেটা যেন লাগছিল না মনে হচ্ছিল যেন ঘরোয়া আড্ডায় মেতেছি আমরা অনেকদিন পর।