Indraneel Sengupta Return Back to TV Screen

                  টিভিতে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত


টিভির পর্দা থেকেই যাত্রা শুরু করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত৷ তারপর বড়পর্দায় অভিষেক৷ আপাতত, টলিউডের বেশ ব্যস্ত নায়ক ইন্দ্রনীল ফের ফিরতে চলেছেন টিভির পর্দায়৷ জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তুমহারি পাখি’তে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ জানা গিয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহেই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য সিঙ্গাপুর উড়ে যাবেন ইন্দ্রনীল৷ সেখানে অংশুমান ও পাখির সঙ্গে শ্যুট হবে তাঁর৷ ইন্দ্রনীলের কথায়, ‘তুমহারি পাখি খুব জনপ্রিয় ধারাবাহিক৷ এই ধআরাবাহিকের অংশ হতে পেরে ভাল লাগছে৷ তবে এখানে আমার বেশ ছোট্ট রোল৷ কেমিও চরিত্রই বলা যায়৷’

এই শুক্রবারই মুক্তি পাবে ইন্দ্রনীল অভিনিত ছবি ‘অরুন্ধুতি’৷পরিচালক রাজা চন্দের এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীলকে৷ছবিতে ইন্দ্রনীলের সঙ্গে রয়েছে কোয়েল মল্লিক৷

No comments:

Total de visualizações de página

SEarch