সুভাষ ঘাই এর সিনেমা মানেই একটা আলাদা অনুভুতি আর ম এর হাতছানি। ম  মানে মাস্টারপিস, ম মানে ম্যাজিক, ম মানে মিরাকেল, ম মানে মিস্টিযাস, ম মানে মুক্তা আর্টস অর্থাৎ সুভাষ ঘাই । সুভাষ ঘাই এর ম কিন্তু সবেতেই হিট। এমন কি নায়িকাদের নাম ও চেঞ্জ করে দেওয়ার পর সেই নায়িকাও যথেষ্ট পরিচিতি লাভ করেন। এই তালিকার মধ্যে শশীকলা শেষাদ্রি থেকে মীনাক্ষি শেষাদ্রি, ঋতু চৌধুরী থেকে মহিমা চৌধুরী এবং এবার কাঞ্জি চরিত্রে ইন্দ্রানী চক্রবর্তী থেকে মিষ্টি চক্রবর্তী ও রুপান্তর হয়েছে। এই কাঞ্জীর চরিত্রের জন্য ফুলের মতো নিষ্পাপ কিন্তু খুব সুন্দর মুখশ্রী এই রকম একটা মেয়ের দরকার ছিল। ছবিটা পার্বত্য এলাকার মেয়ে কাঞ্জি (মিষ্টি চক্রবর্তী)। তাঁর বাবা ছিলেন একজন রিটায়াড আর্মি অফিসার। তি নি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হয়। এর পর বাবার খুনের বদলা নেবার জন্য পাশে পায় তার প্রেমিক আরিয়ান কে। রোমান্টিক, মারপিট ডান্সে ভরা এই সিনেমা তে আরও কি কি চমক এনেছেন সুভাষ ঘাই সেটা দেখতে সিনেমা হলে যেতেই হবে। এখন অনেকেই নতুন নতুনদের নিয়ে কাজ করতে চাইছেন তার মধ্যে ও সুভাষ ঘাই এও একজন খ্যাতনামা পরিচালক। 


Total de visualizações de página

SEarch