১৭ ই মে ২০১৪ , এ কলকাতার QUEST MALL-এ লঞ্চ ইউরোপিয়ান কোম্পানি KIEHL'S . প্রায় ১৬০ বছরেও পুরোনো এই কোম্পানী । পুরো অনুষ্টানটি আয়োজন করেন KIEHL'S এর বন্ধু এবং কলকাতার ফ্যাশন ডিজাইনার Pranay Baidya.ফিতে কেটে উদ্ধোধন করেছিলেন সাহেব ভট্টাচার্য ।
ফ্যাশন ডিজাইনার এবং KIEHL'S বন্ধু প্রনয় বৈদ্য বলেন, আমি উচ্ছসিত যে KIEHL'S কলকাতায় । আমি ওদের Skincare Product ভীষন পছন্দ করি । Brand Manager , KIEHL'S India বলেন, বিগত তিন বছরে লক্ষ করলাম KIEHL'S Products এর উপর কলকাতার চা্হিদা তুঙ্গে এবং এতে আমি ভীষন বিস্মিত । প্রথমেই কলকাতা এবং এটাই শুরু। এটা আমাদের অষ্টমতম ষ্টোর ইন্ডিয়ার মধ্যে ।তা্হলে দেরী কিসের চলে আসুন।
No comments: