জয়া মিশ্রর পোষাকের প্রদর্শনী এবং ফ্যাশন শো কোলকাতায় হয়ে গেল ।
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজির টপার জয়া মিশ্র `সেভেনটিন্থ লায়ন গোল্ড অ্যাওয়ার্ডে` জিতে নেন বেস্ট আপকামিং ডিজাইনারের তকমা। সেখান থেকেই শুরু উত্থান। পরের বছরই জয়া মিশ্রর ভাগ্যে জুটে যায় বেস্ট ন্যাশনাল ডিজাইনারের লায়ন গোল্ড অ্যাওয়ার্ড। লাভ, লাইফ অ্যান্ড লাক্সারি...তিনটে `এল`-এর সেলিব্রেশনকে থিম করেই ২০০৫ সালে নিয়ে আসেন নিজের ব্র্যান্ড `লাস্ট্রাস`। পিস অ্যান্ড ফ্রিডম ২০০৮, স্প্রিং অ্যান্ড সামার কালেকশন কালেকশন ২০০৮, অটম ফল কালেকশন ২০০৯, ডি` ইভ ২০০৯, সিজনস ফর ইউ, নওয়াজ ফর মেন দুর্দান্ত সব কালেকশনে সেজে ওঠে তাঁর ডিজাইনার র্যাক।
লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইক, হংকং ফ্যাশন উইক ২০১২, বস্টন ফ্যাশন উইক, ফিলাডেলফিয়া ফ্যাশন উইক, ব্রুকলিন ফ্যাশন উইকের মত বিদেশের র্যাম্পের পাশাপাশি দেশের মাটিতেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন জয়া।
" জয়ার কালেকশন গুলো খুব ভালো ছিল একজন ডিজাইনার হিসাবে আমি সবসময় এই ধরনের উদ্যোগ কে সাপোর্ট করি। আমার আগামী ১ লা বৈশাখের শুভেচ্ছা রইল জয়া এবং ওর সহযোগিদের জন্য এরকম একটা অনুষ্ঠান করার জন্য। নতুন ডিজাইনার দের জন্য একটাই বার্তা আরো সুন্দর সুন্দর ডিজাইন উপহার দাও আমাদের কোলকাতা শহর কে। " - ফ্যাশন ডিজাইনার লোপামুদ্রা
" ওনার ক্রিয়েশন দেখে খুব ভালো লেগেছে । সাদা শাড়ীর উপর কাজ গুলো আমাকে মুগ্ধ করেছে ও নীল রংঙ্গের উপর নানারকম সেড আমার চোখ টেনেছে আর ঋতুপর্ণার বধুর সাজের পোষাক টির অসাধারন কালার কম্বিনেশন আমাকে মোহিত করেছে ।"- ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনিল