" কমোনিজম " সিনেমার মহরত কোলকাতায় হয়ে গেল  

সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায আলোচিত বৃ্‌হনলা (হিজরা) দের নিয়ে। ওদের ও মন আছে ওরাও মানুষের মতো সন্মানের দাবিদার। ওদের জীবনের ঘটনা, ওদের মনের কথা,ওদের দুঃখ ও অভিমানের কথা এই ছবিতে পরিচালক Amitava B Bhattacharya তুলে ধরেছেন।

"  সমাজের মানুষ যে কতোটা সার্থলোভী আর সুযোগসন্ধানী তারা নিজেদের সুবিধা গ্র্‌হন করার জন্য Brihannala দের আর্শিবাদ চায় কিন্তু তাদের সরল মনে ভালোবেসে আপন করতে পারে না। একজন খুব উচুমানের সিনেমা অভিনেত্রী ও অপমানিত হন সবার কাছেই শুধু নিজের ভালোবাসার মানুষ নয় জীবনের প্রতি ক্ষেত্রেই সমাজের কাছ থেকে তার একটাই কারণ তিনি বৃ্‌হন্নলা। সমাজের কাছে এরা অপান্তে্‌হ কিন্তু এদের ও বাচার অধিকার আছে ভালোবাসার অধিকার আছে।  "

এই ছবিতে অভিনয় করেছেন  Sankalita Roy, Alivia Sarkar, Rajaditya Bandapdhyay এবং আরো অনেক নামকরা শিল্পীরা।


Chirantan Banerjee খুব সুন্দর কিছু  সুর দিয়েছেন ।




Total de visualizações de página

SEarch