বর্ষার আবেগ   মেতে উঠেছে প্রক্রিতি

এতদিন গরমের হাশপাস কাটিায়ে একটু  ঠাণ্ডা আনুভব এর সুযগ দিল প্রকৃতি , আমাদের মতোই প্রকৃতিবাসি ও মেতে উঠেছে ঠাণ্ডার আবেগে এতদিন ধরে  অপেক্ষার পরে একফোঁটা  বৃষ্টি  দেখতে পেয়ে 
সবাই খুব আনন্দিত ,
অগ্নিমিত্রা পাল ও তার পুত্র প্রাক মাতৃদিবসে PRESTO এর সাউথ সিটি সপিং মলে টাটু হাতে লাগালেন ও সবার সংঙ্গে সেলিবেশন করলেন। PRESTO এটা একটা শহরের মধ্যে শ্রেষ্ট সার্ভিস গুলো দিচ্ছে। সমস্ত ক্ষেত্রে একই রকম গুনমান বজায় রেখে PRESTOকাজ করে যাচ্ছে। কর্মচারী থেকে উপভোক্তারা সবাই সমানভাবে গুনগত কাজ করিয়ে এবং করে এদের কাছ থেকে উপকৃত হচ্ছেন।এখান থেকে আপনার নিজের পছন্দমত যেকোন ইমেজ বা ছবি দিলে PRESTOআপনাকে ওই ইমেজ বা ছবি থেকে টাটু বানিয়ে দেবে এবং সেটা আপনি ব্যাবহার করতে পারবেন। এটা জার্মান প্রযুক্তি PRESTO প্রথম ইন্ডিয়া তে নিয়ে এসেছে । এই ব্যাক্তিগত টাটুগুলি ৩ দিন থাকে সাধারনত। PRESTO এছাড়াও অনেক রকম ক্লায়েন্ট চাহিদামত জিনিস তৈরী করে থাকে। আশা করা য়াচ্ছে যে ...শ্রীঘ্রই আরো নতুন কিছু চমকদার জিনিস বাজারে আনবে।

Total de visualizações de página

SEarch