মৈত্রেয়ী পাঠক, টিনা রায়, এবং সঞ্চিতা ঘোষ এর সম্মিলিত প্রচেষ্ঠায় কোলকাতায় ১৯ শে আগষ্ট থেকে ২১ শে আগষ্ট আইস স্কেটিং রিং এ হয়ে গেল কাপড় ও জুয়েলারির এক বিশাল সম্ভার নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিলেন।
কাপড়, টেক্সটাইল, চারু ও শাড়ির ছোটো থেকে ভারতের কারুশিল্প, প্রীত পরিধান, হস্তনির্মিত,পাটের নানারকম পণ্য এবং অন্যান্য আনুষাঙ্গিক নিত্য প্রযোজনিয় জিনিস এই প্রদর্শিত হয়।তিন দিনের এই প্রদর্শনি টি ঠিক দুর্গা পুজোর আগে একটা নতুন মাত্রার উৎসবের আমেজ বাঙালি, মারযারি এবং অন্য হিন্দু, মুসলিম ও সমগ্র কোলকাতা বাসিদের মনে একটি মিলন ক্ষেত্র রচনা করেছিল।
সুপরিচিত ডিজাইনদের দ্বারা পরিচালিত এই প্রদর্শনিতে সারা ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে থাকা তাঁতী ও কারিগরদের জীবিকার প্রযোজনে সংঘ্যবদ্ধ করে তাঁত ও বস্তশিল্পের জন্য একটি আলাদা বাজারের উদেশ্যে প্রায় ৫০ টি স্টল এখানে বসেছিল।
নানারকম ইন্ডিয়ান কালচারাল নিদর্শন কলমকারি, কালাকসেত্রো কটন, ইক্কট,কাঞ্চিভরম, দাক্ষিণাত্য থেকে মহেশ্বরী,চাণ্ডেরি, বেণারসী এবং কুঞ্চি থেকে চিকানকারি, হস্তশিল্প,ভান্ডি, কোটা, ইন্ডিগো ড্রাই প্রিন্ট পশ্চিম থেকে এ্যাপলিকিউ, উত্তর থেকে ফুলকরি হস্তশিল্প, কাঁথা, ফুঁলিয়া কটন পুর্ব থেকে,এবং উত্তর -পুর্ব থেকে আগত হাতের তৈরি তাঁতের কাপড় এর প্রদর্শনি দেখতে পাওয়া গেল।
সবার অতি পরিচিত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের এই প্রদর্শনির উদ্ধোধনে এসে বললেন এই উদ্যোগ খুব ভালো যে বাংলার তাঁত শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এইরকম প্রদর্শনির এবং উদ্যোগ খুব দরকার।