আমাদের ভালোলাগা ভালোবাসার শহর কোলকাতা কালের পরিবর্তনে নারীদের পোষাকের বিপ্লব এসেছে । নতুন নতুন পোষাকের ডিজাইনের খোঁজে সারাবছর ই সবাই এ বাজার ও বাজার শপিং মলে ঢুঁ মারে । ঈদ  ও পুজো এলেই তরুণী ও নারীরা নতুন ডিজাইনে সারা বাজার ঘুরে ফেলে। সবচেয়ে আনকমন ও নতুনত্ব ধরনের পোষাক তার চাই ই চাই।




      এই রকমই আমরা সম্পুন্ন নতুন ধরনের ডিজাইনার Lopamudra Mondal SahaStudio Eye তে উপস্থিত হয়েছিলাম ওনার ঢাকাই শাড়ী থেকে সালোয়ার সুটের ডিজাইন সম্ভার দেখতে।



  বুটিক শিল্পকে কেন্দ্র করে এক দশকে কোলকাতা তে কয়েক শতাধিক ডিজাইনারের সঙ্গে সহস্রাধিক বুনন শিল্পীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বিভিন্ন উৎসবকে সামনে রেখে পোশাকের বাজারে টিকে থাকার জন্য ব্যবসায়ীরা অনুসরণ করছেন ভিন্ন ডিজাইন, ভালোমানের কাপড় ও দক্ষ বুনন শিল্পীর। তাই পোশাককে কেন্দ্র করে দিন দিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন ডিজাইনারের, জন্ম হচ্ছে নতুন নতুন বুনন শিল্পীর, সুযোগ বাড়ছে কর্মসংস্থানের।  



 

লোপামুদ্রা দেবী জানান ছোটবেলা থেকে এই ফ্যাশন ডিজাইনের উপর একটা আলাদা টান ছিলো। " সে সময় থেকে নিজেই কাগজে ছবি অাঁকতাম, নকশা করতাম।ছোটবেলা থেকেই আমার সমস্ত পোশাক এর ডিজাইন কেমন হবে দর্জির কাছে গিয়ে নতুন স্টাইলে সমস্ত জামাকাপড় বানাতাম, আর আমার বন্ধুরাও জিগেস করতো য়ে আমি কোন দর্জির কাছে গিযে এইরকম সুন্দর নতুন ধরনের পোষাক বানিয়েছি।ভবানিপুর এডুকেশন সোসাইটি থেকে ফ্যাশন কোর্স করে একটি বড়ো মাল্টিন্যাশানাল কোম্পানির প্রোডাক্টসান ইউনিট তে ৩ বছর কাজ করার পর এই স্টুডিও আই খুলেছি।"

 

 

 দেশীয় আমেজের সঙ্গে বাইরের ডিজাইনকে সঙ্গে রেখে তিনি তৈরি করছেন মেয়েদের পোশাক।তার ডিজাইন করা শাড়ির দাম ২ হাজার ৫৫০ থেকে ৫,০০০ এর মধ্যে বেশ ভালো ভালো কালেকশান আছে। 

 

   

টলিউড ইন্ডাস্টির বেসির ভাগ অভিনেত্রীরা Swastika,Parno Mitra,Sayani,koneenica,Richa Sharma(Mrs. India International),Locket Chatterjee, Payel Sarkar এককথায় এই স্টুডিও আই অর্থাৎ লোপাদেবীর শাড়ীর গনমুদ্ধ ভক্ত । রেডিমেড শালোয়ার কামিজ ও সবার নাগালের মধ্যেই ৫০০ থেকে ৭০০ টাকা মাত্র।

 

 

উনি এও আমাদের বলেন খুব শীগ্রি আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন জেলায় তার প্রতিষ্ঠানের শো-রুম থাকবে।

 


  তিনি বলেন বর্তমানে মেয়েরা অনেকে এগিয়ে আসছে, এটা খুব ভালো দিক, ভবিষ্যতে মেয়েরা আরো এগিয়ে আসবে এটা প্রত্যাশা করা য়ায। নতুনরা তার কাছে সবসময়ের জন্য সাগত ।

 


   

উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে  কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ।


STUDIO EYE
203, Sarat Bose road, beside Marco Polo restaurant & Canara Bank.

উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf

উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf


উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf

উৎসব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে বলেই ক্রেতাদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে ভারতীয় কাপড়ে জরি, সুতা, পুথি, চুমকি, কুন্দন ইত্যাদি দিয়ে নকশা করা সালোয়ার কামিজের চাহিদাও রয়েছে বেশ - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf

‘তাঁতের শাড়িতে রঙ সব সময় এগিয়ে। মৌসুমের ভাবনা থেকেই পোশাকে বর্ষার মনোহর সব রং প্রাধান্য পাবে। সেক্ষেত্রে ম্যাজেন্টা, প্যারোট গ্রিন, ব্লু, ওশান ব্লু, পার্পেলের ব্যবহার বেশি চোখে পড়বে। এছাড়া অন্যান্য রং তো থাকছেই। - See more at: http://manobkantha.com/2013/07/27/131973.html#sthash.FsoZ5jRc.dpuf


সুভাষ ঘাই এর সিনেমা মানেই একটা আলাদা অনুভুতি আর ম এর হাতছানি। ম  মানে মাস্টারপিস, ম মানে ম্যাজিক, ম মানে মিরাকেল, ম মানে মিস্টিযাস, ম মানে মুক্তা আর্টস অর্থাৎ সুভাষ ঘাই । সুভাষ ঘাই এর ম কিন্তু সবেতেই হিট। এমন কি নায়িকাদের নাম ও চেঞ্জ করে দেওয়ার পর সেই নায়িকাও যথেষ্ট পরিচিতি লাভ করেন। এই তালিকার মধ্যে শশীকলা শেষাদ্রি থেকে মীনাক্ষি শেষাদ্রি, ঋতু চৌধুরী থেকে মহিমা চৌধুরী এবং এবার কাঞ্জি চরিত্রে ইন্দ্রানী চক্রবর্তী থেকে মিষ্টি চক্রবর্তী ও রুপান্তর হয়েছে। এই কাঞ্জীর চরিত্রের জন্য ফুলের মতো নিষ্পাপ কিন্তু খুব সুন্দর মুখশ্রী এই রকম একটা মেয়ের দরকার ছিল। ছবিটা পার্বত্য এলাকার মেয়ে কাঞ্জি (মিষ্টি চক্রবর্তী)। তাঁর বাবা ছিলেন একজন রিটায়াড আর্মি অফিসার। তি নি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হয়। এর পর বাবার খুনের বদলা নেবার জন্য পাশে পায় তার প্রেমিক আরিয়ান কে। রোমান্টিক, মারপিট ডান্সে ভরা এই সিনেমা তে আরও কি কি চমক এনেছেন সুভাষ ঘাই সেটা দেখতে সিনেমা হলে যেতেই হবে। এখন অনেকেই নতুন নতুনদের নিয়ে কাজ করতে চাইছেন তার মধ্যে ও সুভাষ ঘাই এও একজন খ্যাতনামা পরিচালক। 


আয়োজিত কিরন বেদির উপস্থিতিতে নারী নিরাপত্তার উপর একটি ইন্টারেক্টিভ সেশান এ উনি ছয়টি পি এর উল্লেখ করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MCCI Ladies Forum এর সদস্যরা এবং আরো অনেকে । নারিদের এগিয়ে য়াওযার মুল মন্ত হিসাবে P এর উপরে জোর দিতে বোলেছেন। সমস্ত নারীদের ছয়টি পি অর্থাৎ P stand for Parents, Panchayats and Principals, Politicians, Police, Prosecution, Prisons and Press প্রথম P অর্থাৎ parents,  panchayats and principals এদের কে যারা স্কুল ছুট থেকে শুরু করে মেয়েদের উপর সমস্ত অপরাধের জন্য প্রতিবাদ এখান থেকেই শুরু করতে হবে। নারীদের উপর অপরাধের রাজনৈতিক প্রতিবাদ ও সচেতনা দরকার সবার মধ্যেই। এসব ক্ষেত্রে পুলিশের ভুমিকা খুব জরুরী দরকার। চতুর্থ এইসব বিচারের ব্যাবস্থা যাতে খুব দ্রুত হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে।এবং অপরাধীরা সাজা মুক্ত হবার আগে সংবেদনশীলন হতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে। মিডিয়া তে যারা কর্মরত তারাও এ বিষয়ে খুব সংবেদনশীল এবং গুরুত্বপুন্য ভুমিকা গ্রহন করতে হবে যাতে একজন নারীর জীবনের আলো তা হারিয়ে না যায়।এর অতি অবশ্যই নারিদের সুরক্ষা বলে একটা ফান্ড করে সেটা দিযে নারী শক্তির বিকাশ ঘটানো উচিৎ।

 

Kolkata First Nightlife Awards 2014 আযোজন করেছিল The Party People  এতে প্রায় ৫০ টির ওপর ক্লাব অংশগ্রহন করেছিল । উপস্থিত ছিলেন কোলকাতার নামি ফ্যাশন ডিজাইনার রা, নামি ফটোগ্রাফার রা,এবং সমাজের অনেক বিশিষ্ট মানুষরা। জুরিরা ছিলেন -
Lopamudra Mandal Saha, Naveen Pai, Mr.Pramode Bhandari

এতে পুরষ্কৃত  হয়েছেন  ক্লাব মেম্বার দের ভোটে...
Best club dj- Rohan Gupta 
Best nightclub- Nocturne

Best Pub - Basement
Best debut- xrong place
Non club dj- Kunal
Night hangout- London street
Best vj- Phillip Gordon
Best music festival- wipeout
Best official photographer- anindo Shankar Ray
Best nightlife photographer- Abby Abdullah

Best upcoming dj- Rahul indoria
Old is gold - jimmy tangree
Best pr manager- Priya Sarkar 
pride of kolkata category winner 
Mr. Bunty Sethi

Jury members awards 

Best non club dj Harish

Best reporter Pramita 

Best photographer Rashbehari Das

Best club Roxy

Best pr manager Supreeta Singh

 

The Party People এ একটা অকল্পনীয় মুহুর্ত আমার। আমি আজকেই ফিরেছি মন্দারমনি থেকে খুব পরিশান্ত তাও আমি এটা মিস করতে চাইনি। কারন সপ্তাহ শেষে সবাই কি চাই? একটু সুন্দর পরিবেশে নিজের ভালোবাসার বন্ধুদের সংঙ্গে আড্ডা। আমার অনেক পুরোনো চেনা বন্ধুদের সংঙ্গে ও এখানে দেখা হলো বেশ মজা, ঠাট্টা ও ইয়ার্কি নাচ কোনো কিছুই বাদ গেলো না। যেনো মনে হচ্ছে একটা ফ্রেস দিন ফিরে পেলাম।

The Party People আমাদের জন্য সুন্দর করে সাজিয়েছে, কোলকাতার নামকরা ভিডিও জকিরা এখানে মিউজিক বাজিয়ে লাইভ শোনাছে সংঙ্গে এতো সুন্দর পরিবেশ, এদের ম্যানেজমেন্ট,হসপিটালি আর সব খাবার এতো সুস্বাদু যে বলবার নয়।The Party People এর উপস্থাপকদের আমার শুভেচ্ছা জানালাম  Saranjit, Aman এবং আরও যারা এর সংঙ্গে জড়িত হয়ে এই অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করে তুলেছে।নাইট লাইফ এ্যাওযাড যারা জিতেছে তাদের কে অভিনন্দন জানাই আর যারা জেতেনি তাদের কে আমি Big HUG জানালাম। পরবর্তী ইভেন্ট এর অপেক্ষায় আছি।


Nilanjan Datta ফটোদুনিয়া জগতে খুব পরিচিত নাম। কর্পোরেট জগতে HR Division e উচ্চপদে কর্মরত। ছোটবেলা থেকে অভিনয় জগতের প্রতি এক চরম ভালোবাসা তাকে আবার টলিউড জগৎ টেনে এনেছে। 

প্রতিবেদক - Nilanjan  দা তোমার  প্রথম আত্মপ্রকাশ " Religion " দিয়ে, তারপর " Et Tu Brute...? " এবং সেখান থেকে একবারে Jishnu Dev Burman "Punorbasan " কেমন লাগছে -

Nilanjan Datta- "আমি সবসময় ই চেষ্টা করেছি একটা চরিত্রটা কে ফুটিয়ে তুলতে তা কোন ডাইরেক্টর করছে সেটা বড়ো কথা নয় আমি সবসময় যেকোনো ক্রিয়েটিভ ডাইরেক্টরদের সংঙ্গে কাজ করতে চাই। আমি সব সময় যে রোল গুলোতে " far reaching effects " আছে সেই ধরনের রোল এ কাজ করতে চাই।


প্রতিবেদক - আচ্ছা তুমি তো আজকাল মডেলিং এর জন্য অফার পেয়েছো তা এখন কি কি কাজ করছো ? 
Nilanjan Datta - হা আমি কিছু দিন আগেই একটা বিঞ্জাপন প্রচারের কাজ করেছি ।আরও কিছু সিরিয়াল ও ছবির কথা হয়ে আছে, দেখা যাক এবার কোন প্রজেক্ট টা কিভাবে সেপ নেয় ।

প্রতিবেদক - Nilanjan দা তুমি এই অফিস এবং সুটিং কিভাবে ম্যানাজ করছো ?
Nilanjan Datta -  আমি জীবনের প্রতি ক্ষেত্রেই সমানভাবে ব্যালান্স করে চলি। আমার ভালোলাগা ভালবাসার জায়গায যদি আরো সময় দরকার পরে তাহলে সেটা আমি দেবো। ইন্ডাস্টির অনেকেই তো অফিস আর সুটিং ম্যানাজ করে করছে।

প্রতিবেদক - Nilanjan দা তুমি হঠাৎ ফটোগ্রাফি থেকে এক্টিং এ আসলে একবারে ব্যাক ক্যামেরা থেকে ফন্ট ক্যামেরা কেমন লাগছে আর এই অনুভুতি টা কেমন ?
Nilanjan Datta - জানো যারা ফটো তোলে তারাও চায় একদিন সবাই তাকে চিনুক তার ফটো কোথাও ডিসপ্লে হোক, এখন ও আমি সুটিং এ গেলে ক্যামেরা সংঙ্গে নিয়ে যাই সুযোগ পেলে ছবি তুলি। আর আমার ছোটো বেলা থেকেই এই অভিনয় করবো এটা আমার মনে ছিলই। আর ১২ বছর অভিনয় ও করেছি বিভিন্ন থিয়েটার এ নাট্যগ্রুপ এ তারপর পারিবারিক কারনে আমাকে চাকরি করতে হয়। এখন আবার আমি পুনরোউদ্যমে কাজ শুরু করেছি।  আমার সবচেয়ে বড়ো সাপোর্ট আমার বউ দেবযাণী  । 

 

প্রতিবেদক - আচ্ছা এ জন্য নিশ্চয় তোমাকে খুব পরিশ্রম করতে হচ্ছে ? 
Nilanjan Datta - হাঁ সেতো সব কিছুর জন্যই নিজেকে পরিপূর্ণতা দেবার জন্য কিছু “Back Of The Frame”ও ওয়ার্কআউট লাগে ।






প্রতিবেদক - তুমি এইমুহুর্তে কাদের থেকে কাজের অফার পেলে খুশি হবে ?
Nilanjan Datta- আমি আগেও বলেছি যে আমার কোনো নামি বা অনামি ডিরেক্টরদের সংঙ্গে কাজ করতে অসুবিধা নাই। কারন আমি ভালো ফুটিয়ে তোলার মতো চরিত্র চাই। Aniket Chattopadhyay,Moinak Bhowmick,SudeshnaRoy,AbhijitGuha(Rana Da),KamaleshwarMukherjee,Arin Paul,KoushikGanguly,SrijitMukherjee,Swapan Saha,AnindyaGhosh,SayantanMukherjee,Rishin Banerjee,Pradipta Bhattacharya এবং যারা নতুন চিন্তা ভাবনা নিযে কাজ করছেন তাদের সংঙ্গে কাজ করতে বেশি আগ্রহী।




অসংখ্য ধন্যবাদ Nilanjan Datta দা তোমার আগামী সিনেমার এবং অন্য কাজের জন্য শুভেচ্ছা রইল ২৪ x ৭ এখন খবর এর টীম থেকে।

বাংলা সংগীত প্রেমীদের জন্য সুখবর সংগীত বাংলা, ধুম ও তারা মিউজিকের পর এবার আসতে চলেছে বাংলা মিউজিক চ্যানেল ফাটাফাটি ।

 

 

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য মিউজিকের মাঝে মাঝে কার্টুনের চরিত্র থাকচ্ছে হরেকরকম মজার কথা নিয়ে।এই চ্যানেল টা একটু আলাদা ভাবে সাজানো হয়েছে। প্রত্যেক টা শো এর গ্যাপে একটা করে নতুন করে অ্যানিমেশন করা হয়েছে। এতে জগাই, মাধাই  পাপাই নামে কার্টুন চরিত্রগুলির অভিনয় দর্শকদের ভালো মনোরঞ্জন করবে।


Royal Raj Media Pvt Ltd  সংঙ্গে Launch Pad এর ৩ বছরের চুক্তি সাক্ষরিত করেছে এই চ্যানেলটিকে পরিচালনা ও দেখভাল করার জন্য । Launch Pad এই ধরনের Broadcasting Channel (Build - Operate - Transfer ) লঞ্জ করতে অদ্বীতিয়া।

Launch Pad আরো অনেক রিজিনিয়াল চ্যানেল করতে ইচ্ছুক। গত বছর তারা এই পদ্ধতিতেই ভোজপুরি মিউজিক চ্যানেল Hummra M চালু করেছিল। 

 


 

Launch Pad এর অধিকর্তা Probal Gaanguly বললেন - বিঞ্জাপনদাতা , সম্পচারদাতা, এবং মিডিয়া শিল্পে যারা আছেন তাদের জন্য পশ্চিমবঙ্গের বাজার ক্রমবর্ধমান।আমরা বিশ্বাসী যে আমরা বিঞ্জাপন দাতাদের জন্য এমন কিছু প্যাকেজ ঘোষনা করবো তাতে যারা দর্শক এবং বিঞ্জাপনদাতা দুজনেই উপকৃত হবেন।বাংলা মিউজিক নিয়ে এতো আযোজন আর কোথাও দেখতে পাওয়া যাবে না।

 

 

 

Royal Raj Media এর এম.ডি. Siddharth Misra বললেন  - আমরা খুব আশাবাদি লঞ্জ প্যাড এর সংঙ্গে চুক্তি হওযাতে, কারন ওরা ফাটাফাটির মতো একটা মিউজিক চ্যানেল লঞ্জ করল এবং আমাদের দর্শকদের সুন্দর বাংলা গান উপহার দিল।আমরা Eskay films এর সংঙ্গে চুক্তি করেছি চিরদিন ই তুমি যে আমার ২ এবং এই ধরনের Movie আমাদের দর্শকদের উপহার দেবো বলে।আমরা আশাবাদি একদিন এই ফাটাফাটি মিউজিক চ্যানেল ই বাংলার মিউজিক এ শেষ কথা হবে।

বিশ্ববিখ্যাত জাদুকর P.C. Sorcar Jr.র কন্যা Mumtaz SorcarMayuri Bhattacharya ২০১৪ এর প্রথমে FIGHT BACK বলে একটা প্রজেক্ট শুরু করে । সেটার উদেশ্য ছিল মেয়েদের শারীরিক লাঞ্ছনা থেকে রক্ষা করার উপায় এবং মানসিক শক্তির বিকাশ সাধন করা । আমরা সেই সময় এই দুজন মেয়ের দেশের প্রতি নিজেদের এক দায়বদ্ধতার কথা শুনেছিলাম। Mumtaz মেয়েদের মার্শাল আর্ট শিখিয়ে নিজেদের রক্ষা করা এবং নিয়মিত কাউন্সেলিং করে তাদের মানসিক শক্তির বিকাশ ঘটাচ্ছে। যাতে তারা নিজেদের রোজকার জীবনে সেটা নিজের বাড়ি বা কাজের ক্ষেত্র যেখানেই  হোক না কেনো নারী শক্তির বিকাশ ঘটায়।







 গতাকাল Mumtaz এবং Mayuri  FIGHT BACK বলে একটা ক্যালেন্ডার প্রকাশ করলো । এই সমাজের সংঙ্গে যুদ্ধ করে যেসব পিছিয়ে পড়া দুর্বল নারীরা  জয়ী হয়েছে তাদের ছবি দিয়ে FIGHT BACK ক্যালেন্ডারটি সাজানো হয়েছে । এই ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন একঝাক তারকারা ..Jojo, Sarbari Datta, Jaya Seal Ghosh, Lopamudra Mandal Saha, Saira Shah Halim, Sujoy Prasad Chatterjee, Joy Sarkar, Arijit Dutta এবং  Paroma Bannerjee.

চিরোদিনই তুমি যে আমার ২ এর কলাকুশলিরা লেক মলের ফুড ফেস্টিভালের সুচনা করলেন ।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপস্থিত ছিলেন Arjun, Urmila, Bihu, Ena এবং Riddhi ।

 

 


                        জয়া মিশ্রর পোষাকের প্রদর্শনী এবং ফ্যাশন শো কোলকাতায় হয়ে গেল  । 


                       

    

 ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজির টপার জয়া মিশ্র `সেভেনটিন্থ লায়ন গোল্ড অ্যাওয়ার্ডে` জিতে নেন বেস্ট আপকামিং ডিজাইনারের তকমা। সেখান থেকেই শুরু উত্থান। পরের বছরই জয়া মিশ্রভাগ্যে জুটে যায় বেস্ট ন্যাশনাল ডিজাইনারের লায়ন গোল্ড অ্যাওয়ার্ড। লাভ, লাইফ অ্যান্ড লাক্সারি...তিনটে `এল`-এর সেলিব্রেশনকে থিম করেই ২০০৫ সালে নিয়ে আসেন নিজের ব্র্যান্ড `লাস্ট্রাস`। পিস অ্যান্ড ফ্রিডম ২০০৮, স্প্রিং অ্যান্ড সামার কালেকশন কালেকশন ২০০৮, অটম ফল কালেকশন ২০০৯, ডি` ইভ ২০০৯, সিজনস ফর ইউ, নওয়াজ ফর মেন দুর্দান্ত সব কালেকশনে সেজে  ওঠে  তাঁর ডিজাইনার র‍্যাক। 





 
লন্ডন ফ্যাশন উইক, দুবাই ফ্যাশন উইক, হংকং ফ্যাশন উইক ২০১২, বস্টন ফ্যাশন উইক, ফিলাডেলফিয়া ফ্যাশন উইক, ব্রুকলিন ফ্যাশন উইকের মত বিদেশের র‍্যাম্পের পাশাপাশি দেশের মাটিতেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন জয়া। 








অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল উইক, কলকাতায় অডি গ্রুপের ফ্যাশন শো, মুম্বইয়ে সুরিয়া গোল্ড অ্যান্ড সোয়ারভস্কি শোতেও সমান দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। ২০০৯ সালে খোদ কলকাতার বুকেই লঞ্চ করেন নিজের পিস কালেকশন। ফেমিনা মিস ইন্ডিয়ার অফিশিয়াল ডিজাইনারও ছিলেন  তিনি। কলকাতা, দিল্লি, মুম্বই, জয়পুর, আমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদের পাশাপাশি টরোন্টো ও দুবাইতেও শোরুম রয়েছে জয়ার। Club Ecovista দ্বারা  পরিচালিত  The fashionista এ ডিজাইনার জয়া মিশ্র বিবাহের প্রথাগত পোষাকে আনলেন ফ্যাশনের ছোঁয়া। তাল মিলিয়ে সেটিং ও জমকালো। র‍্যাম্পের একঘেঁয়েমির থেকে বেশ আলাদা।  কোলকাতার ফ্যাশন ডিজাইনের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম জয়া মিশ্র। উনি শুধু কোলকাতায় নয় বিশ্বের ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য নজির সৃষ্টি করেছেন।  ফ্যাশন শো টি খুব সুন্দরভাবে পরিচালিত এবং খুব সুন্দর ভাবে সাজানো দেখা গেল। জয়া মিশ্রের মডেল রা খুব সুন্দর ভাবে মিউজিকের তালে তালে পোশাকগুলো পড়ে  র‍্যাম্পে হাটলেন। অসম্ভব সুন্দর পোশাকের কাজগুলো...উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার লোপামুদ্রা, ইন্দ্রনিল মুখার্জী এবং অভিনেত্রী ঋতুপর্না এবং Corporate World এর প্রতিনিধিগন  এছাড়া আর ও অনেক নামী চিত্র তারকারা উপস্থিত থেকে অনুষ্ঠান টিকে সাফল্যমন্ডিত করেন  । 



" জয়ার কালেকশন গুলো খুব ভালো ছিল একজন ডিজাইনার হিসাবে আমি সবসময় এই ধরনের উদ্যোগ কে সাপোর্ট করি। আমার আগামী ১ লা বৈশাখের শুভেচ্ছা রইল জয়া এবং ওর সহযোগিদের জন্য এরকম একটা অনুষ্ঠান করার জন্য। নতুন ডিজাইনার দের জন্য একটাই বার্তা আরো সুন্দর সুন্দর ডিজাইন উপহার দাও আমাদের কোলকাতা শহর কে। " - ফ্যাশন ডিজাইনার লোপামুদ্রা


" ওনার ক্রিয়েশন দেখে খুব ভালো লেগেছে । সাদা শাড়ীর উপর কাজ গুলো আমাকে মুগ্ধ করেছে ও নীল রংঙ্গের উপর নানারকম সেড আমার চোখ টেনেছে আর ঋতুপর্ণা বধুর সাজের পোষাক টির অসাধারন কালার কম্বিনেশন আমাকে মোহিত করেছে ।"- ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনিল

একটি ভালোবাসার বা বন্ধুতের শেষ ঠিকানা।

হ্যাঁ ! সত্যিকারের ভালোবাসা বা বন্ধুত্ব পেতে হলে আমরা হাতের কাছে পাবো "উল্লাস" কে।
আপাততঃ উল্লাসকে আমরা কাছে পেতে পারি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে।


আগামী দিনে বন্ধুদের কাছে আরো কিছু নতুন উপহার আনবে বলে কথা দিয়েছেন সংস্থার উওর কোলকাতার বন্ধু শ্রীমতী তৃষা .........
ফেসবুক লিঙ্কঃ- https://www.facebook.com/ullashnews
বেঙ্গল চেম্বার অফ কমার্স এর প্যালাডিয়ান লাউঞ্জে গতকাল হযে গেল Rajlakshmi Creation  এর ফ্যাশন শো - " ARFAMUTE" .



অনেক বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে মানস রায়, দেবজ্যোতি মিশ্র, ওয়াসিম কাপুর, সুবোধ সরকার উপস্থিত থেকে অনুষ্ঠান টিকে সাফল্যমন্ডিত করে তোলেন। জারদোসী শাড়ি ও জড়ির কাজ করা গুলো খুব সুন্দর ভাবে এখানে প্রদর্শিত হয়েছিল ।পুরোনো বাংলার শিল্প কলা কে বাঁচিয়ে রাখাই Rajlakshmi Creation এর মুল লক্ষ। 





 Rajlakshmi Creation পোষাক পরে Ramp এ হাটলেন 
LopaMudra Mondal,
Rita Bhimani,
Sutapa Talukdar, 
Madhubanti,
Elena Banik,
Saira Shah Halim,
Sahana Chaterjee





এবং আরো অনেকে Rajlakshmi Creation র ডিজাইনের শোকেশ হলেন। Rajlakshmi  কন্যা Arundhati পিয়ানোর সুরের মুর্ছনায় একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল  "Celebrity Red Carpet Walk " এর সময়।উনি এমন সুন্দর পিয়ানো ওনার মার থেকেই রপ্ত করেছেন এবং বিখ্যাত মিউজিক ডাইরেক্টর দেবজ্যোতি মিশ্র ও প্রশংসা করতে পিছু পা হলেন না।
























আমি আমার শহর কোলকাতা কে ভালোবাসি....এই কথাটা এই ভিডিও টা দেখলে মনে হয় । ভেতর থেকে খুশির একটা ঝলক খেলে ওঠে। Self Embossed বলে একটি ক্রিযেটিভ এজেন্সী Pharrell Willams tracks "Happy"এ তৈরী এই নতুন ধরনের ভিডিও সমস্ত কোলকাতাবাসী কে উপহার দিল ।এই ভিডিও টির মাধ্যমে কোলকাতাও অন্য সব শহরের সংঙ্গে একটা মেলবন্ধন হলো।


এতে সমাজের বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যাক্তিরা একসঙ্গে অভিনয় করেছেন আমাদের ভালোবাসার শহর কোলকাতা কে বিশ্বের দরবারে তুলে ধরতে। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার  Indroneel Mukherjee আমাদের তাঁর মনের কথা বললেন - " আমার জন্ম দিল্লীতে , পড়াশুনা ইটালীতে কিন্তু কোলকাতা আমাকে স্নেহ ও ভালোবাসা দিয়েছে তাই কোলকাতায় আমি হ্যাপি এবং গর্বিত আমার শহর হিসাবে। সেই আনন্দ অমি এই ভিডিও এর মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। জীবনে দুঃখ্য সরিয়ে খুশির আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।"



"এটা খুবই মজাদার ব্যাপার ছিল ঘোড়ার গাড়ীর পাশে রাস্তার মাঝখানে আমাকে নাচতে হয়েছিল এবং ঘোড়াগুলো ভয়পেয়ে ওই একি জায়গার মধ্যে পা ছুড়ছিল।কিন্তু এটে আমার বেশ মজাই লাগছিল।"- Amit Hathiramani (Bambi) UnderGround



আমি ভোপালের ছেলে কিন্তু কোলকাতা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাই আমার এই শহর কোলকাতা কে খুব ভালোলাগে। রবিন্দ্র সরোবর ফুটবল মাঠে নাচার এই অভিঞ্জতা ভোলবার নয়। - Akbar Hasan (Pilot)


আমি প্রথমে লেকের ব্রীজে নাচতে হবে শুনে কেমন জানো লাগছিল কিন্তু যখনই আমি গানটা কানে ভেসে এলো আমার মন প্রান থেকেই নাচ তা শুরু হযে গেল...শুধুমাত্র আমার প্রান কোলকাতার জন্য। - Megha Dasgupta ( Signapur Airlines, Ground Staff)

 এটা খুব মজার ছিল পুরোটা keoda dance  ছিল এবং কিছুটা Pharrell Williams Steps অনুকরনে করা হয়েছে কিন্তু খুব মজা হযেছে এতে...Shamaun Ahmed





আমরা Loreto College সামনে এই ভিডিও টার শুটিং করেছি...এটা আমার প্রথম ভিডিও আমি খুব excited. আমি এই Happy videos টা Chennai, Delhi, Bangalore and Bombay নিয়ে দেখেছি...- DJ Ritzzze
 
           বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গান ইন্দ্রাণী সেন তাঁর শ্রোতাদের উপহার দিয়েছেন। ইন্দ্রাণী সেন মূলত রবীন্দ্র সংগীত, নজরুল গীতি এবং বাংলা আধুনিক গান গেয়েছেন এবার এক অন্য স্বাদের কিছু গান তিনি তাঁর শ্রোতাদের উপহার দিলেন। যার নাম ‘অর্ঘ্য’। বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রামপ্রসাদ, নিধুবাবু, মধুসূদন দত্তের লেখা দিয়ে তৈরি হয়েছে এই ‘অর্ঘ্য’। আর তার সুরেলা রূপকে পূর্ণ করেছেন শিল্পী ইন্দ্রাণী সেন। বুধবার আইসিসিআরের অডিটোরিয়ামে অর্ঘ্যের প্রকাশনায় শিল্পী ইন্দ্রাণী সেন ছাড়াও উপস্থিত হয়েছিলেন শ্রীকান্ত আচার্য, রূপংকর, শ্রাবণী সেন প্রমুখ। 






গত ২২ শে মার্চ সন্ধে ৬ টায় বর্ধমান জেলার কাটোয়ায শ্রাবণী সভা কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাগরিকার নতুন সি.ডি প্রকাশিত হলো " তবু মনে রেখো" । বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চ্যাটার্জী ও গায়ক ইন্দ্রানী সেন উপস্থিত ছিলেন এবং আরো অনেকের উপস্থিতি এই অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করেছে।

মার্চের শেষ সপ্তাহে তিন তিনটে সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু তিনটেই একেবার ডাহা ফেল। বলিউডের ভাঁড়ে মা ভবানি। 


গত সপ্তাহে শুক্রবার যে তিনটি ছবি রিলিজ করেছিল, তার মধ্যে দুটি সিনেমা সুপার ফ্লপ। সলমন খানের আত্মীএপ্রিলের শুরুটা খুব খারাপ করল বলিউড। আগামী সপ্তাহে অবশ্য টু স্টেটস, জল, ম্যায় তেরা হিরোর মত তিনটে আলাদা স্বাদের সিনেমা রিলিজ করতে চলেছে। তার পরের সপ্তাহে রিলিজ পাবে অমিতাভ বচ্চনের ভূতনাথ রিটার্নস। 

তখন ভাগ্য বদলের একটা সুযোগ থাকছে। তবে আইপিএলের মাসে কতটা কী করতে পারে সেটাও দেখার।য় অতুল অগ্নিহোত্রীর সিনেমা `ও তেরি` সুপারডুপার ফ্লপ। 


শিল্পা শেঠী প্রযোজিত `ঢিসকাঁও`-এর বক্স অফিস হাল তো আরও খারাপ। মন্দের ভাল হয়েও জাকি ভাগনানির ইয়োঙ্গিস্তান (Youngistaan)ও ফ্লপ। ২১ মার্চ মুক্তি পাওয়া সানি লিওনের রাগিনী এমএমএস-টুও এই তিনটে সিনেমার চেয়ে বেশি টাকার ব্যবসা করেছে। 





Akhun Khabar now 24 x 7 updating from various location in the World. So Friends and all are invited to join and spread our news or send us news to publish in our news site....


Total de visualizações de página

SEarch