
বিশ্ববিখ্যাত জাদুকর P.C. Sorcar Jr.র কন্যা Mumtaz Sorcar ও Mayuri Bhattacharya ২০১৪ এর প্রথমে FIGHT BACK বলে একটা প্রজেক্ট শুরু করে । সেটার উদেশ্য ছিল মেয়েদের শারীরিক লাঞ্ছনা থেকে রক্ষা করার উপায় এবং মানসিক শক্তির বিকাশ সাধন করা । আমরা সেই সময় এই দুজন মেয়ের দেশের প্রতি নিজেদের এক দায়বদ্ধতার কথা শুনেছিলাম। Mumtaz মেয়েদের মার্শাল আর্ট শিখিয়ে নিজেদের রক্ষা করা এবং নিয়মিত কাউন্সেলিং করে তাদের মানসিক শক্তির বিকাশ ঘটাচ্ছে। যাতে তারা নিজেদের রোজকার জীবনে সেটা নিজের বাড়ি বা কাজের ক্ষেত্র যেখানেই হোক না কেনো নারী শক্তির বিকাশ ঘটায়।
গতাকাল Mumtaz এবং Mayuri FIGHT BACK বলে একটা ক্যালেন্ডার প্রকাশ করলো । এই সমাজের সংঙ্গে যুদ্ধ করে যেসব পিছিয়ে পড়া দুর্বল নারীরা জয়ী হয়েছে তাদের ছবি দিয়ে FIGHT BACK ক্যালেন্ডারটি সাজানো হয়েছে । এই ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন একঝাক তারকারা ..Jojo, Sarbari Datta, Jaya Seal Ghosh, Lopamudra Mandal Saha, Saira Shah Halim, Sujoy Prasad Chatterjee, Joy Sarkar, Arijit Dutta এবং Paroma Bannerjee.
No comments: