বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের গান ইন্দ্রাণী সেন তাঁর শ্রোতাদের উপহার দিয়েছেন। ইন্দ্রাণী সেন মূলত রবীন্দ্র সংগীত, নজরুল গীতি এবং বাংলা আধুনিক গান গেয়েছেন এবার এক অন্য স্বাদের কিছু গান তিনি তাঁর শ্রোতাদের উপহার দিলেন। যার নাম ‘অর্ঘ্য’। বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রামপ্রসাদ, নিধুবাবু, মধুসূদন দত্তের লেখা দিয়ে তৈরি হয়েছে এই ‘অর্ঘ্য’। আর তার সুরেলা রূপকে পূর্ণ করেছেন শিল্পী ইন্দ্রাণী সেন। বুধবার আইসিসিআরের অডিটোরিয়ামে অর্ঘ্যের প্রকাশনায় শিল্পী ইন্দ্রাণী সেন ছাড়াও উপস্থিত হয়েছিলেন শ্রীকান্ত আচার্য, রূপংকর, শ্রাবণী সেন প্রমুখ।
No comments: