"Mandating Women Security" organized by MCCI and MCCI Ladies Forum

আয়োজিত কিরন বেদির উপস্থিতিতে নারী নিরাপত্তার উপর একটি ইন্টারেক্টিভ সেশান এ উনি ছয়টি পি এর উল্লেখ করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MCCI Ladies Forum এর সদস্যরা এবং আরো অনেকে । নারিদের এগিয়ে য়াওযার মুল মন্ত হিসাবে P এর উপরে জোর দিতে বোলেছেন। সমস্ত নারীদের ছয়টি পি অর্থাৎ P stand for Parents, Panchayats and Principals, Politicians, Police, Prosecution, Prisons and Press প্রথম P অর্থাৎ parents,  panchayats and principals এদের কে যারা স্কুল ছুট থেকে শুরু করে মেয়েদের উপর সমস্ত অপরাধের জন্য প্রতিবাদ এখান থেকেই শুরু করতে হবে। নারীদের উপর অপরাধের রাজনৈতিক প্রতিবাদ ও সচেতনা দরকার সবার মধ্যেই। এসব ক্ষেত্রে পুলিশের ভুমিকা খুব জরুরী দরকার। চতুর্থ এইসব বিচারের ব্যাবস্থা যাতে খুব দ্রুত হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে।এবং অপরাধীরা সাজা মুক্ত হবার আগে সংবেদনশীলন হতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে। মিডিয়া তে যারা কর্মরত তারাও এ বিষয়ে খুব সংবেদনশীল এবং গুরুত্বপুন্য ভুমিকা গ্রহন করতে হবে যাতে একজন নারীর জীবনের আলো তা হারিয়ে না যায়।এর অতি অবশ্যই নারিদের সুরক্ষা বলে একটা ফান্ড করে সেটা দিযে নারী শক্তির বিকাশ ঘটানো উচিৎ।

 

No comments:

Total de visualizações de página

SEarch