প্রতি বছরের মতো এবার ও Fface ক্যালেন্ডার ২০১৫ এর জন্য নতুন মুখ খঁজতে আযোজন করেছিল এক তারকাখচিত অডিশনের। উপস্থিত ছিলেন টলিউডের সনামধন্য চলচিত্র পরিচালক রাজ চক্রবর্ত্তী, বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্ত, টলিউড অভিনেত্রী সায়নী দত্ত, জুয়েলারি ডিজাইনার নিলাঞ্জনা চক্রবর্তী এবং প্রযোজক সত্যজিৎ সেন। Fface এর অন্যতম কর্নধার নীল রায়, ডিজাইনার ও স্টাইলিষ্ট ইন্দ্রনিল এবং ফটোগ্রাফার সম্রাট ও উপস্হিত ছিলেন।



 পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে ২৮০ জন প্রতিযোগি এই Fface ক্যালেন্ডার ২০১৫ এর অডিশনের জন্য রেজিষ্টেশন করিয়েছিলেন। প্রাথমিক পর্যায়ে ৬০ জন আমন্ত্রিত দের মধ্যে ৪০ জন উপস্থিত হন ZAF Lounge এ অডিশনের জন্য ।


তাঁর মধ্যে প্রথম রাউন্ডে ২০ জনকে নির্বাচিত করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। এর মধ্যে সাধারন জ্ঞান, বিচার বুদ্ধিমত্তা এবং মানসিকতা ও আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে ১০ জন মহিলা ও ২ জন পুরুষ চুড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হয়েছে ।
 অডিশন ফ্লোর এ হাসি গল্প করে এমন একটা পরিবেশ ডাইরেক্টর রাজ চক্রবর্ত্তী তৈরি করে ফেলেছিলেন যে মনেই হচ্ছিল না অডিশন হচ্ছে যেনো নতুন কলেজে সবাই সবাই এর সংঙ্গে পরিচিতি লাভ করছে।


পরিচালক রাজ চক্রবর্ত্তি জানালেন ওনার মনের কথা --- কেউ যদি সত্যি ভালো মানসিকতার মানুষ হয় এবং সব দিকে যার সম্যক জ্ঞান এবং ভালো ব্যাক্তিত্বপুর্ন মানুষ রাই মডেল এবং অভিনয়ে দক্ষতা ফুটিয়ে তুলতে পারে।

ডিজাইনার শর্বরি দত্তের কথায় ও সেই আভাষ একই সুরে মিলে গেল ----উপস্হাপনা, আত্মবিশ্বাস এবং  গঠন ভঙ্গিমা একজন কে ভাল মডেল এবং অভিনেতা করতে সহযোগিতা করে।



সাযনি দত্তের কথায় - মডেলিং এবং এ্যাক্টিং দুটো আলাদা ক্ষেত্র হলেও কিছুটা মেলবন্ধন আছে। একজন ভালো এ্যাক্টর বা ভালো মডেল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। যেটা অনেকেই করে না কিছুটা সাফল্য পেয়ে গেলেই হারিয়ে যায়। তাকে একাগ্র হতে হবে তার কাজের পতি এবং নিষ্ঠা সহকারে এগিয়ে যেতে হবে। তার জন্য মানসিকতার  ও পরিবর্তন দরকার।

Fface এর অন্যতম কর্ণ্যধার নীল রায়ের মুখ থেকে শোনা গেল অনেক কথা তার ই কিছু কথা তুলে ধরছি --------" একজন ভালো মডেল বা এ্যাক্টিং এর জন্য সাধারন রুপ টা খুবই দরকার, উচ্চতা কোনো কোনো বাঁধা হয়ে দাড়ালেও অভিনয় ভালো জানলে ওটা উধরে যাওয়া যায়, তবে যারা ফ্যাশন শো তে র‍্যাম্পে ওয়াক্ করতে চায় তাদের উচ্চতা দরকারি হয়ে পড়ে যাতে ডিজাইনার এর ড্রেস টা আরো সুন্দরভাবে শো করা যায় দর্শকদের কাছে। কারুর মনের একাগ্রতা এবং আত্মবিশ্বাস থাকলে সে এই মডেল ও এ্যাক্টিং দুনিযায় ভালো জায়গা করে নিতে পারবে। Fface এমন একটা জায়গা যেখানে নতুন প্রতিভার অনেষ্বন করে তাকে ফ্লিম, ফ্যাশন দুনিযার জগতের উপযুক্ত করে তোলা হয়। প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি তাদের ব্যান্ডিং প্রমোশনের জন্য এই Fface এর সংঙ্গে হাত মেলাছে সেই সংখ্যা টাও কম নয়। Fface একটু একটু করে এগিয়ে চলেছে । আশা করা যাচ্ছে আমরা জানুয়ারি ২০১৫ এর শেষের দিক থেকে ক্যালেন্ডার শুটের প্লানিং করতে পারবো ।

সানি লিওনের সংঙ্গে আমাদের কথা চলছে আশা করা যাচ্ছে যে আমাদের Fface ক্যালেন্ডার ২০১৫ মিষ্টার এবং মিস শুটে ওনাকে পাব। আমাদের প্রথম প্রজেক্ট ছিল Fface ক্যালেন্ডার ২০১৪ । তারপর Fface মা দুর্গা । এরপর আমরা আনছি মিষ্টার এবং মিস Fface ক্যালেন্ডার ২০১৫।

এবার রাজ চক্রবর্তি আমাদের মেন্টর হিসাবে থাকছেন। ইন্দ্রনিল থাকছেন  স্টাইলিষ্ট এবং ফ্যাশন মেন্টর হিসাবে Fface ক্যালেন্ডার ২০১৫ এ।এবং সম্রাট থাকছেন মুখ্য ফটোগ্রাফার হিসাবে Fface ক্যালেন্ডার ২০১৫ এ। আরো ও বিস্তারিত ভাবে জানার জন্য ওনাদের ওয়েব সাইট http://www.fface.in/  যে কেউ যোগাযোগ করতে পারেন। """-------------


Box Cricket League (BCL) এবার নুতুন ধরনের খবরের শিরোনাম হতে চলেছে। কোলকাতার বাবু মহায় নাম দিয়ে নিবেদিতা বাসু ও তার প্রোডাশন ট্রীম নীয়ে মাঠে নেমে পড়েছেন। রোজ ই কমবেশি প্র্যাকটিস চলছে।

নিবেদিতা বাসুর ট্রীমে আছেন Tusshar Kapoor, Shweta Tiwari ,Divyanka Tripathi, Karan Kundra এবং Sudeepa Singh কোলকাতার বাবু মহায় ট্রিমের প্রযোজক।

একঝাক তারকা খচিত বক্স ক্রিকেট লিগে ( BCL ) উপস্হিত আছেন
Abhinav Shukla, Abhishek Rawat, Alokk Narula, Amit Sareen, Ankita Lokhande, Anuj Sachdeva, Avinash Sachdev, Dimple Jhangiani, Hiten Tejwani, Karan Mehra, Meghna Naidu, Naman Shaw, Nivedita Basu, Raj Singh Arora Salil Acharya, SSharad Malhotraa, Sayantani Ghosh and Sumeet Sachdev.

নিবেদিতা বাসু কথা প্রসঙ্গে বললেন " আমাদের টাগলাইন আমরা জিতবার জন্যিই খেলছি । একতা কাপুর এই টিভি রিয়েলিটি শো টি এক অন্য ধরনের বিনোদনের প্রোগাম হিসাবে ছড়িয়ে দিতে চান। আমাদের ট্রিম কোলকাতা বাবু মহাশয় খুব নিষ্টা সহকারে প্র্যাকটিস করছে। আমাদের আত্মবিশ্বাস আছে আমরাই কোলকাতার নাম উজ্জ্বল করবো।"
সম্পতি কোলকাতায় হয়ে গেল ফ্যাশন ডিজাইনার প্রনয় বৈদ্যর পোষাকের ফ্যাশন শো । পুরনো কলকাতা ও আধুনিক কোলকাতার পোষাক পরে বিখ্যাত মডেল ও অভিনেতা রা র‍্যাম্পে হাটলেন। উপস্হিত ছিলেন  Nina Saxer, Corina Poppa, Sybillia, LasanthaLecourt, Supreeta Singh  এছাড়া শো স্টপার ছিলেন Shaheb Bhattacharya, Paayal Sarkar, Sonika Chauhan and Nick Rampal পুরো ফ্যাশন শো টি জুয়েলারি দিয়ে সহযোগিতায় ছিলো Amrapali Jewellery.

পুরোনো পোষাকের আভিজাত্য আধুনিকতার ছোঁয়া লেগে হারিয়ে গেছে সেই পুরোনো কোলকাতার পোষাকের স্মৃতিকে নতুনভাবে দেখা গেল PranayBaidya এর ফ্যাশন শো Calcutta, and  Oh Kolkata তে।


 নভেম্বর 10, 2014 কোলকাতায় ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের সুচনা হলো। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি এবং অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাইমা সেন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রসেনজিত চট্টোপাধ্যায়, এবং রঞ্জিত মল্লিক ও সিনেমাশিল্প জগতের অনেক সনামধন্য কলাকুশলীরা।



বাঙালির সিনেমার জন্য এতো উদ্মাদনা প্রিয় সেলিব্রেটিদের একটু কাছ থেকে দেখা যে সব কিছুকে ছাড়িয়ে গেল। লাইট - ক্যামেরা - এ্যাকশন কোনো কিছুর ই কম ছিলো না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, হাজার হাজার দর্শকদের উপস্হিতি কে সাক্ষী রেখে কোলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল ২০ বছরে পা রাখল।
প্রদীপ জালিয়ে উদ্বোধন করলেন সিনেমা জগতের বিগ-বি অমিতাভ বচ্চন। কোলকাতা মঞ্চ অমিতাভময় হয়ে গেল।




      পার্কাশানিস্ট বিক্রম ঘোষ, ভোকালিষ্ট রশিদ খান, এবং ঊষা উথুপের গানে এক অদ্‌ভুত মাযাবী আচ্ছাদনে ছেয়ে দিল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্ধোধনি অনুষ্ঠানের এই স্বর্ণালি সন্ধাটা।
জয়া বচ্চন বললেন "এটা আমাদের জন্য নিজেদের পরিবারের অনুষ্ঠানের মতোই হয়ে গেছে"।
ঐশ্বরিয়া বললেন " আমাদের পরিবারের প্রতি আপনাদের আর্শিবাদ ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ"। 




পুরষ্কারপাপ্ত অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিচালক পল কক্সবাজার উপস্হিত ছিলেন। পল কক্সবাজার বললেন
“I thought I was in a soccer field,” ( এতো দর্শক ,বাঙালিদের এতো উদ্মাদনা দেখে উনি বললেন আমি তো ভাবছিলাম আমি কোনো এক ফুটবল খেলা দেখতে এসেছি)
“When you see a film on the big screen you realise the true power of the cinema,” (যখন বড়ো পর্দায় সিনেমা দেখবে তোমরা তখন ই সিনেমার আসল রহস্য বুঝতে পারবে)।

৬০ টি দেশ হতে ১৩৭ টি ছবি নিয়ে এই কোলকাতা ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে ১০ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত্য।
৪০ দেশের আন্তজাতিক প্রতিনিধিরা ১৫ ভাগে বিচার করবেন তাদের মাপকাটি তে কোন ছবি কোন দিক দিয়ে শ্রেষ্ঠ আসন লবে। ১৩ টি বাংলা ছায়াছবি সহ ৩১ টি ভারতীয় ছায়াছবি এই ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহন করেছে, এবার দেখা যাক কার কপালে কি আছে কোন ছবি ছিনিয়ে নিয়ে যাবে শ্রেষ্টোওরের শ্রীরোপা।

সম্পতি হায়াত কোলকাতায় হয়ে গেল রান্নার এক মেগা ইভেন্ট। প্রাথমিক পর্যায়ে ছয়টি বড়ো করপারেট হাউস এবং স্মাইল ফাউন্ডেশনের শিশুরা প্রদর্শন করলো তাদের দক্ষতা টেস্টি রান্না করে।


অমিত চৌহান ১৪ বছরের নবম শ্রেনির ছা্ত্র তাদের রান্নার কথা বলতে গিয়ে জানালো তাদের তৈরি খাবার এই Hyatt Culinary Challenge 2014 এ কোলকাতা থেকে জয়ী হয়েছে। সে বাড়িতে গিয়ে এই রান্না করে সবাই কে খাওয়াতে চায় এই খাবার টা খুব টেষ্টি। এবং এই ইভেন্টে অংশগ্রহন করার জন্য সে হায়াত কে স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলো।
এখানে উপস্হিত ছিলেন হায়াতের চিফ শেফ Vikram Ganpule, Bibi Sarkar, Husna-tara

Prasad এবং আরো অনেক করপোরেট জগতের উচ্চ পদে আসিন বিশিষ্ঠ ব্যাক্তিগন।

এই মেগা ইভেন্ট টি সমস্ত হায়াত হোটেল ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, কোলকাতা, পুনে এবং হায়দাবাদ এ ৩১ শে অক্টোবর থেকে পরিচালিত হয়ে ফাইনাল দিল্লিতে অনুষ্ঠিত হবে।

   

এই সন্বময় সন্ধা আলোকিত হলো  নর্তকি সুতপা চটোপাধ্যায় নৃত্যের প্রদশর্নে , কবিতা পাঠ করে শোনালেন দেবাশিষ সোম, এবং নেপালি তে রবিন্দ্র সংগীত শোনালেন সরোজিনি শিল। এবং আরো অনেক বিশিষ্ঠ ব্যাক্তি জনের উপস্হিতি এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলেছিল।


 


                     দুর্গা পুজোর অর্ঘ আগমনি ২০১৪ শারদ সন্মান দেওয়া হলো মহাজাতি সদনের এনেক্স সভাগৃহে।



       কলকাতার দক্ষিন উওর ও পুর্ব মিলিয়ে ১০০ টা পুজো প্যান্ডেল থেকে দশ লাখ দর্শকদের বিচারকদের তালিকা থেকে উঠে এলো ৮টি সর্বশ্রেষ্ঠ পুজো।





                                                        


বিজয়ি রা হলেন ---
পুজো শ্রেষ্ঠ : Tridhara Sammilani
মন্ডপ শ্রেষ্ঠ :Chetla Agroni Club
প্রতিমা শ্রেষ্ঠ : Sarbojanin Durgotsab Simla Byayam Samity
বিষয় শ্রেষ্ঠ : Sammilito Lalabagan
পুজো প্রতিভা Hatibagan Sarbojanin Durgotsab Committee
 মন্ডপ প্রতিভা Hindusthan Park Sarbojanin Durgotsab Committee
প্রতিমা প্রতিভা Ahiritola Sarbojain Durgotsab Samity
বিষয় প্রতিভা Sangrami Sarbojanin Durgotsab Committee













যুথিকা বরুয়া কানাডার বাঙলা সংঙ্গীত জগতে এক অনন্য নাম। মাত্র ৯ বছর বয়সে তাঁর সংঙ্গীত জীবন শুরু হয়। সম্পতি কোলকাতার প্রেস ক্লাবে আযোজিত নতুন গানের এ্যালবাম প্রকাশিত হলো।














"Roar " সিনেমার রিলিজ করছে ৩১ অক্টোবর , ২০১৪ তার প্রমোশন হয়ে গেলো কয়েদি রেষ্টুরেন্ট এ উপস্হিত ছিলেন Subrat Dutta, Nora Fatehi, এবং আরোও অনেকে। নোরা ফাটেহি আমাদের জানালেন তার সুন্দরবনের শুটিং এর অভিজ্ঞতার কথা " সুন্দরবন নিয়ে এর আগে অনেক সিনেমা হলেও এতো সুন্দর ভাবে হয়তো পরিবেশিত হয়নি। এখানে সুন্দরবনের জীবনযাত্রা খুব সুন্দর করে দেখানো হয়েছে। গল্পটি একটি ফটোজার্ণালিষ্ট কে নিয়ে যে সুন্দরবন নিয়ে একটি প্রজেক্ট হাতে নেয় তারপর সে একটি সাদা বাঘের বাচ্চা কে চোরাশিকারিদের থেকে বাঁচাবার কাহিনি নিয়েই এই গল্পের পট্ভুমিকা" সবাই এই সিনেমা দেখে পয়সা উসুল হয়ে যাবে।


মাহফুজ রিপন

মাঝ রাতের পাখিরা উড়ে যায় দূর আকাশে। বাল্যবন্ধুর মত শুভ্র জ্যোৎস্না চিনিয়ে দেয় ঘরে

ফেরার পথ। বাতাসে ভর করে জলকাদা ঘ্রান। নদীতে জলের প্রসূন আজ। তৃষ্ণায় বুক ফেটে

যায়- হায়রে গন্ধ কুসুম। বহমান নদীর দিকে তাকাই, জল ঝরার শব্দে নৈঃশব্দের ঘুম ভাঙ্গে।

আমার গোপন পাপ গুলো শুষে নেয়- মধ্যরাতের জলধারা। মাটির শরীর হেঁটে যায় পূবের দিক।

আদি শয্যা- শ্মশান ঘাটে পুড়তে থাকে সাধের শরীর।
                                                                                  গহিন অঙ্গারে ক্রোধের জ্বালা- জ্বলে।

                                                                            সুরবালার কান্নায়- ভোজবাতির মতো অন্ধকারের ঘন্টা বাজে।
প্রতি বছরের মতো এবছরেও কোলকাতা দুর্গা দেবির আরাধনায় কোলকাতাবাসি মেতে উঠেছে। নারি শর্ক্তির আরাধনায় সবাই খুশিতে মেতে উঠেছে। সারা বাঙলায় ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। 

"বাজিয়ে দাও তোমার আলোর বেনু, মাতিয়ে এই ভুবনে, 
সৃষ্টি করো এই দুনিয়াটাকে আবার সব ভেঙেচুরে
রাখো তোমার পদধুলি আমাদের এই অঙ্গনে
প্রবেশ করো ,শুদ্ধ করো আমাদের এই কুটিরে।।"

মা জগদম্ভার পঞ্চ রুপ নিয়ে গ্রিটিং কার্ড তৈরি করে পুজোর শুরুতেই টলিউড এবং ফ্যাশন দুনিয়ায় এক অন্য নজির সৃষ্টি করলো FFACE।


এই সংস্হার কর্মপরিধি সমন্ধে অনেক কিছু জানা গেল : " FFACE সবাইকেই প্রমোট করছে, যাদের মধ্যে সত্যিকারের টালেন্ট আছে তাদের কে তুলে ধরছে  মিডিয়া এবং বিনোদন জগৎ এর কাছে তাদের একটা পরিচয় করে দিচ্ছে সবার কাছে। প্রতিনিয়ত নতুন নতুন মুখ খুজে বের করে আনছে তাদের একটা ব্যান্ডিং করে দিতে FFACE অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর আগেও ছয়জন নতুন মডেল নিয়ে এরা ক্যালেন্ডার পরিবেশন করেছিল। সেই সব মডেলরা আজকে প্রত্যেকেই প্রতিষ্ঠিত কেউ সিনেমায় অভিনয় করছেন কেউ বা বড়ো পোষাক ডিজাইনার এর মডেল হিসাবে দেশে বিদেশে প্রতিষ্ঠা পেয়েছেন।

এইবার পুজোর মা জগদম্ভা কে রোল মডেল করে সবার কাছে দেশে বিদেশে ছড়িয়ে দিতে গাটছড়া বেধেছে www.365oranges.com এর সংঙ্গে ।

দুর্গার ব্রহ্মচারিণী রুপে Divyashree - নবদুর্গার ২য় রুপ ব্রহ্মচারিণী যখন শিব কে বর হিসাবে পাওয়ার জন্য তপস্যা করছিলেন তখন মাতা মেনকা মিনতি করে বলেছিলেন-‘উ-মা’,আর নয় মা,এতো কষ্ট কোরো না।তখন তার প্রসন্ন হয়ে  মহাদেব প্রথমে মদন ভস্ম করেন, তারপর তার চিরসঙ্গিনী দেবী পার্বতীকে পত্নীত্বে বরণ করেন।  কঠোর সাধনার রুপ টা ছিল একজন ব্রহ্মচারিণী মতোই দক্ষিণ হাতে জপমালা নিয়ে জপ করছেন আর বাম হাতে কমণ্ডলু। আলুলায়িত কুণ্ডলা। ভারি সুন্দর করুণাময়ী মুখশ্রী। নারি শক্তি  মনোসংযোগ এবং কঠোর নিষ্ঠার প্রতিকি করেই এই ফোটোসুট করা হয়েছে যাতে আগামি দিনের নারি এর থেকে অনুপ্রেরণা প্রায় এবং সময়ের সাথে সাথে এগিয়ে চলে।

 দুর্গার সিদ্ধিদা রুপে Swastika - এই সিদ্ধিই মায়ের দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। এই সিদ্ধির প্রলোভন বা মোহ সহজ নয়। এতেই আটকে গেলে মায়ের দরজা আর সে ভক্ত খোলা পায় না। “সিদ্ধ-গন্ধর্বযক্ষাদ্যৈঃ অসুরৈঃ অমরৈরপি/সেব্যমানা সদা ভূয়ৎ সিদ্ধিদা সিদ্ধিদায়িনী”। দেবী সিদ্ধিদাত্রী অবোধ সন্তানকে ভুলিয়ে রেখেছেন তাকে ছেলেখেলা দিয়ে, তার মুখে রঙিন চুষিকাঠি দিয়ে নিজে দূরে সরে রয়েছেন। সাধ্য বস্তু ভুলিয়ে দেয় এই পার্থিব সিদ্ধির মোহ।এ জগতে সকল প্রকার জীবই জীবনের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের জন্য এই জগদম্বা জগজ্জননী সিদ্ধিদাত্রীর কৃপাপ্রার্থী।

 এই প্রতিকি করে নারীসমাজ কে আরো শক্তির আধার ভাবে দেখানো হয়েছে যাতে তারা এইরকম শক্তি এবং এই রকম গুনের জন্য নিজেদের কে তৈরি করতে পারে।






দুর্গার কুষ্মাণ্ডা রুপে Rianna -‘উষ্মা’ শব্দের মানে তাপ। ‘কু’ মানে কুৎসিত-কষ্টদায়ক তাপ হচ্ছে ‘ত্রিতাপ’। আধিভৌতিক - আধিদৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিতাপই জীবের দুঃখের কারণ। সর্বপ্রকার বন্ধনের কারণ ত্রিতাপ। জীব সদা জর্জরিত এই ত্রিতাপে। এর হাত থেকে নিষ্কৃতি লাভই জীবের চরমকাম্য। এই ত্রিতাপ ‘কুষ্মা’ যিনি উদরে ধারণ করেন গ্রাস করেন, তিনিই কুষ্মাণ্ডা। 

   এই প্রতিকি বহন করে জগতের সমস্ত দুঃখ জয় করে সমস্ত দুনিয়া কে নিজের বশে আনার প্রচেষ্ঠা নারি জাতিকে উদ্বুদ্ধ করবে।নারী জাতি অসম্ভব ও জয় করে নিজের বশে আনবে।

দুর্গার কাত্যায়নী রুপে Kriti - নবদুর্গার ৬ষ্ঠ রুপ কাত্যায়নী ,পুরাকাহিনি অনুসারে কাত্যবংশীয় ঋষির মানষকন্যা হচ্ছে কাত্যায়নী যা তপস্যা করে উনি লাভ করেন। কাত্যায়নী দুর্গাপুজো নামে ও খ্যাত। 

এই প্রতিকি তে নারী জাতির ক্ষমতা এবং বরদান কে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সমস্ত নারি জাতির সাহস কে বাহবা দেওয়ার মতো কাজ করবার জন্য উৎসাহিত করা হয়েছে।

দুর্গা মা  রুপে  Mimi - সর্ব  শক্তির আধার দুর্গা দশভুজা, যে যেকোনো শক্তির বিরুদ্ধে গর্জে উঠতে পারে। কোনো বাধাই তার কাছে কোনো কিছু নয় । দুনিয়া তার ত্রিনয়নে, হাতে দশমহাবিদ্যা অসাধ্য তাঁর কিছুই নয়।

এই প্রতিকি তে নারিকুলের সমস্ত শক্তির অধিশ্বর হিসাবে বোঝানো হয়েছে তাঁরা দুনিয়া কে জয় করতে পারে।
Sarees - Darzee by Snehasish Bhattacharya
 
Look & Styling - Indroneel Mukherjee
 
Mimi's accessories - Darzee & IM
 
Fface Girls accesories - Studio Eye


আমার কোলকাতা তোমায় আমি ভালোবাসি....এই কথাটা কোলকাতার মানুষ বারে বারে প্রমান করে দিয়েছে। সবেতেই কোলকাতা মানবিকতার খাতিরে কতো এগিয়ে আরেক বার সেটা প্রমান করতে চলেছে। গ্লিটার ই্ভেন্ট ও নাগিট এন্টারমেন্টের সহযোগিতার হাত ধরে কোলকাতায় হতে চলেছে বিরাট ডান্ডিয়া উৎসব ২০১৪।



  এবারে কোলকাতার বিভিন্ন বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধি বাচ্চাদের কে বিশেষ ভাবে উৎসবে হাজির করে তাদের এই উৎসবের শরিক করতে চলেছে এই ডান্ডিয়া উৎসব ২০১৪। এতে উপস্হিত থেকে উৎসব কে সাফল্যমন্ডিত করার জন্য বলিউড থেকে আসছেন অভিনেতা গোবিন্দা, হিমান্স কোহলি এবং অভিনেত্রী অম্রিতা রাও।
টিকিটের মুল্য ৫০০ টাকা করে প্রতিদিন। ৩ দিন ধরে বিকাল ৪ টা থেকে রাত্রী ১২ টা পর্যন্ত্য এই উৎসব চলবে । প্রথমদিন প্রবেশ আমন্ত্রনমুলক। বৃদ্ধা ও প্রতিবন্ধি শিশুদের জন্য কোনো প্রবেশমুল্য নেই। সিজন টিকিট নিলে ৮০০ টাকায় তিন দিন সর্ব জনসাধারন প্রবেশ করতে পারবেন।

২য় দিন শিশুদের ফ্যাসন শো ( ২ - ১২ বছরের শিশুদের জন্য) এবং গেম শো অন্যতম আকর্ষন হিসাবে থাকছে।

৩য় দিন ডান্ডিয়ার অন্যতম বিরাট শো তাতে ট্রাডিশানাল এবং ডিস্কো থিমের মেলবন্ধন হবে।

কোলকাতা যে নামে নয় কাজে তিলোতমা সবার শ্রেষ্ট্য আসন লবে তা এই উৎসবের মরসুমে দেখিয়ে দিল। দিল সে ডান্ডিয়া উৎসব ২০১৪ একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে।
এই উৎসবে আবাল বৃদ্ধবণিতা ও সমস্ত প্রতিবন্ধি শিশুরা এখানে উপস্হিত হয়ে একসংঙ্গে উৎসবে সামিল হবে।



The Party People এবং The Park, Kolkata এর সহযোগিতায় কোলকাতায় একটি সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছিল। দেশি বলিউড ও ইলেকটনিক মিউসিকের মেলবন্ধনে এক নতুন ধরনের ব্যান্ড আত্মপ্রকাশ করলো। এই মিউসিক ফেস্টিভ্যালের সাক্ষি হয়ে কোলকাতা শহরের নামকরা ১০ টি ডি.জে তাদের মধ্যে উল্লেখযোগ্য DJ Akash, DJ Kunal Bose, DJ Rishi, DJ CAS, এবং আরোও অনেকে। তাঁদের সংঙ্গে Mr. Indeep Bakshi ও VDJ Parth Rawal এবং কুলদিপ সিং বেদিও উপস্হিত ছিলেন।


এইদিনে সংবাদ সন্মেলনে আলোচনার বিষয় ছিল এটাই যে " বলিউডের গানের বিবর্তনের সাথে সাথে ইলেকটনিক মিউসিকের সংমিশ্রনে এক নতুন ধারার মিউসিক সৃষ্টি হয়েছে যা বিশ্বে সবার কাছে সর্বসময় সমাদৃত হয়েছে।"



কে ছিল না এই অনুষ্ঠানে প্রায় গোটা সুরের জগতের মানুষরা এখানে উপস্হিত হয়েছিলেন এই মিলন সন্ধাতে .... ঊষা উথুপ, ওস্তাদ্ রসিদ্ খান, প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টার ন্যাশানাল রিচা শর্মা, জেনারেল ম্যানেজার প্রমোদ ভান্ডারি, ডিজে আকাশ রোহিরা, এবং মি. আমন চোপরা ও কমল তালরেজা, সিদ্ধার্থ স্বায়নসুখা এবং অনিতা আগরওয়াল।




ঊষা উথুপ আমাদের প্রতিবেদক কে একান্ত সাক্ষাতকারে বললেন  " আমি খুব আনন্দিত যে এই অল্প বয়সি ছেলেমেয়েরা খুব দ্রুততার সংঙ্গে বলিউড মিউসিক এবং ইলেকটনিক মিউসিকের ধারা টি নিজেদের দখলে করে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। আমি ওদের সাফল্য কামনা করছি। ওরা খুব সুন্দরভাবে বিশ্বে বিনোদনের দুনিয়ায জায়গা করে নেবে বলে আশা রাখি।"


আমাদের প্রতিবেদক কে দেওয়া সাক্ষাতকারে ওস্তাদ্  রশিদ্ খান জানালেন তাঁর মনের কথা " মিউসিকের প্রতি আমার ভালবাসাই আমাকে আজ এই সন্মেলনে টেনে এনেছে। আমার পরিপুর্ণ সমর্থন তাদের প্রতি সবসময় থাকে যারা মিউসিক কে সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে দেয় ভালোবাসা হিসাবে। বলিউডের শিকড় তাঁরা স্পর্শ করে যারা মিউসিক এ নিত্য নতুন ধারা প্রবর্তন করতে পারে। কারন এটাই সারা বিশ্ববাসির মনে আলোড়ন তোলে।"



মিস ইন্ডিয়া ইন্টারন্যাশানাল রিচা শর্মার মুখে শোনা গেল তাঁর নিজস্ব অনুভুতির কথা " আমি এই রকম একটি অনুষ্ঠানের মধ্যে নিজে জড়িত হয়ে খুবই গর্বিতবোধ করছি। এই ধরনের নতুন মিউসিক সারা বিশ্বে পরিচিত লাভ করবে এমন সবাই এটাকে ভালোই বাসবে আমার ই মতো আশা করছি।






ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কোনো এক নৃত্যের দরবারে মঞ্চের নাম আজ আর মনে রেখাপাত করেনি সময়ের কারনে লিখতেও ভুলে গিয়েছিলাম। কিন্তু মনের স্মৃতিতে বার বার উকি মারছিল অনু্ভুতি। যখন আমি সেই দরবারে প্রবেশ করলাম দুর থেকে যেন কেউ বলছিলো আপনাকে আমাদের সভায় আমন্তন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনেই মনটা খুশিতে ভরে গেলো যারা আমরা ফটো জানালিষ্ট তারা সব জায়গায় ই অপাথেয়। অনেক দয়া করে আমাদের ছবি তুলতে দেয় সংবাদ দেয় আবার অনেকেই বলে আপনাকে কে নিমন্তন করলো এখানে আসবার জন্য। ----





এখনকার দিনে হয়তো অনেকেই মাথা নিচু করে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার কথা ভুলেই গেছে, কিন্তু এখানে এসে ডঃ দেবযানি দিদির ছাত্র - ছাত্রীরা ছোট ছোটো পায়ে হেটে বড়দের প্রণাম এবং শুভেচ্ছা জানাতে মনে পড়ে গেলে পুরোনো দিনের কথা আমরাও কোথাও কিছু করতে গেলে বড়দের প্রণাম ও আর্শিবাদ নিতাম। সেই চিন্তাধারা কিন্তু এখনো এদের মধ্যেই বিত্তমান। মনটা আরোও খুশিতে ভরে গেল। এই সব শিশুরা সবাই " সুর্যকিরণ" হেরিটেজ স্কুলের ছাত্র-ছাত্রী। এই স্কুলের পরিচালন সমিতির সবাই আপ্লুত এই দেখে যে ডঃ দেবযাণী দিদি এইসব স্টুডেন্ট দিয়ে এতো সুন্দর একটা নৃত্যের ব্যাবস্হা করেছেন।" সুর্যকিরণের "পক্ষে মিণাক্ষি দিদি  বললেন অসাধারন সুন্দর চিন্তাভাবনা আর খুব ধৈয্য দিয়ে সব ছোট ছোট শিশুদের দিয়ে নৃত্য পরিচালনা যে সে ব্যাপার নয় এটা একটা বেশ বড়ো পদক্ষেপ এইচ.আই.ভি ধারক শিশুদের দিয়ে এইরকম একটা অনুষ্ঠান পরিচালনা করা। "






বিখ্যাত নৃত্য সম্রাট কোহিণুর সেন বরাট বললেন " এই ধরনের ভারতীয় নৃত্যকে যারা বহন করে চলে তাঁদের পাশে সবসময় আছি। দেবযাণি খুব সুন্দর কাজ করছে।
দেবযানি চালিয়া কথা প্রসঙ্গে যোগ দিলেন " আমি ১৯৭৯ থেকে বস্তির বাচ্চাদের মুক্ত ক্লাস করাই। কিন্তু দেবযানির নাচের স্টাইল ই আলাদা। ওর স্বভাব আর গুনে ছাত্র-ছাত্রীর ভিড়ে ভিড়াকার হল পুরো ভর্তি ওর নাচ দেখার জন্য। ও যেন আরোও এগিয়ে যাক এই শুভকামনা করছি।
ডঃ দেবযানি দিদি কথা প্রসঙ্গে জানালেন " ওনার কাছে ওনার ছাত্রছাত্রীরা নিজের ছেলেমেয়ের মতো আর সবাই যে ওনার ছেলেমেয়েদের কাজের উৎসাহ দিতে এসেছেন তাঁতে উনি ধন্যবাদ জ্ঞাপন করলেন। আর জানালেন নাচ ওনার কাছে পুজা।
"As I feel in dance and try to feel and enjoy like my feel from dance like my heart." AtmaSanganam "
জীবাত্মা থেকে পরমাত্মা, সর্বত্র শান্তি বিরাজ করুক। মধুময় হোক জীবন।

" প্রেম শুধু প্রেম "

কাহিনি , চিত্রনাট্য, সংলাপ - অত্রি ভট্টাচার্য্য
*************************************************************************************
*****************************************************************************
 

গল্পের নামের সংঙ্গে চরিত্রগুলি খুবই মানানসই পরিচালক ভি.ভাস্কর মেলবন্ধন ঘটিয়েছেন নতুন ও পুরাতন শিল্পিদের। গল্পটি একটি ত্রিকোন প্রেমের আবহবত্ত নিয়ে তৈরি হয়েছে। গান করেছেন জুবিন, অভিনেত্রি সোমা চক্রবর্তি,উশ্রী চক্রবর্তি এবং নুসরৎ জাহান এতে অভিনয় করেছেন। এছাড়া ঘটকের ভুমিকায় সমির মুখার্জী ও অভিনেতা অভিশেখ চাটার্জি, শক্তি চাটার্জি আছেন।

  প্রেম একজন বড় ব্যাবসাদারের ছেলে। সদ্য বিদেশ থেকে পড়াশুনা করে ফিরে বন্ধু বান্ধব নিয়ে "উল্লাস" বার এ যায়। সেখানে গিয়ে বার সিংগার নীলের প্রেমে পড়ে যায়। কিন্তু সময়ের ঘুর্ণিবত্তে নীল নারি প্রাচার চক্রের কু-নজরে পড়ে যায় এবং তাতে সে মৃত্যু বরন করে। কিন্তু তার পুনজন্ম হয় বিখ্যাত সার্জনের দৌলতে সে ফিরে আসে নতুন মুখ নিয়ে প্রতিশোধ নিতে যাদের জন্য সে মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু প্রেম ও তাকে চিনতে না পারলে প্রতি মুহুর্তে অনুভব করে এবং শেষ পর্যন্ত্য তাদের মিলন হয়। প্রকৃতি তাদের প্রেমের কাছে হার মানে। গল্পটি খুবই সুন্দর রোমান্টিক এবং এ্যাকশনে ভরা একটি মিস্টি প্রেমের গল্প। শ্রীগ্রই আপনাদের সামনের বড় পর্দায় আসতে চলেছে।


পি.সি. চন্দ্র গ্রুপ ও পঙ্কজ মল্লিক মিউসিক এবং আট্ ফাউনডেশন সহযোগিতায় কোলকাতায় IICR ,অবনিন্দ্র টেগোর গ্যালারিতে ১৫ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত্য  এক চিত্রকলার প্রদর্শনির আয়োজন করা হয়েছে।




এখানে দুর্গার মহিমার চিত্রকলা দিয়ে সাজানো হয়েছে। এখানে  শানু লাহিড়ি, রামতনু বন্দোপাধ্যায়, অজ্ঞলি এলা মেনন, যোগেন চৌধুরি,  শুভপ্রসন্ন, অনুরিমা চৌধুরি, রাজিব গুপ্তা, সমিক দে এবং উমা সিদ্ধান্ত, শঙ্কর ঘোষ, তাপস সরকার, চন্দন রায়,রাম কুমার মান্না এবং আরো বিশিষ্ট মানুষের শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যাবে।

আমরা সেই ছোটবেলা থেকে মহালয়ার দিন ভোরের বেলা চার টে বাজটে না বাজতেই রেডিও চালিয়ে দিতাম যে মহিষাশুর মর্দিনি শুনবো। এটা আমাদের বাঙালির অন্য সব কিছুর মধ্যেও একটা জায়গা করে নিয়েছিল । পঙ্কজ মল্লিকের এই অবদান চিরদিন বাঙালি মনে রাখবে।
পঙ্কজ মল্লিক ছিলেন অনেক বহুমুখী প্রতিভার অধিকারি তিনি একদিকে কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, নাট্যকার, এবং লেখক সবদিকেই সমান ভাবে পারদর্শী ছিলেন।







ভারতীয় সিনেমার শতবর্ষকে সামনে রেখে মিডিয়া ওযার্কশপের প্রযোজনায় আসতে চলেছে " টলিউড" সিনেমা। পরিচালক সতির্থ দের কথায় অনেক কাঠখর পুড়িয়ে অনেক জায়গার অনুমতি নিয়ে আসছে " টলিউড" এখানে মিউসিক দিয়েছেন মিঠুন মল্লিক, প্রচুর নতুন ও পুরাতন সিনেমা অভিনেত্রী এখানে অভিনয় করতে চলেছেন। গল্পের কিছু সারাংশ হিসাবে যা জানা গেছে তা হলো প্রচুর নতুন নতুন ছেলে - মেয়েরা অভিনয় করার জন্য টলিউড এ রোজ ই আসে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ই হারিয়ে যায় বা খুব কঠিন বাস্তব পরিস্হিতির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে কেউ হয়তো লক্ষে পৌঁছয় কেউ হারিয়ে যায়। এই রকম ৪ জন অল্পবয়সির টলিউড ইন্ডাস্টিতে প্রবেশ এবং তাদের সাফল্যতার চুড়ায় পৌঁছানোর গতিপথ এবং বেচে থাকার লড়াই ও স্বপ্ন পুরোনের দৈনিক প্রতিযোগিতায় টিকে থাকা নিয়েই এই গল্প " টলিউড"

"টলিউড" সিনেমাটি মার্চ , ২০১৫ তে হলে আসবে বলে জানা গেছে। আমরাও এইরকম একটা সুন্দর ছবির অপেক্ষা করবো কারণ অনেকদিন ধরে এইরকম গল্পের ছবি বাংলার দর্শক দেখতে পাইনি।

সতির্থ দের আরেকটি  ছবি "কলকাতা কপ্‌স"  কোলকাতা পুলিশের অনুমতি নিয়ে আসবে আগষ্ট,২০১৫ তে। কোনোসময় কোলকাতা পুলিশ নিয়ে হয়তো এইরকম সিনেমা কেউ ভাবেনি বা করতে সাহস করেনি । গল্পের শুরু কোলকাতায় ....." ইন্টারন্যাশানাল ক্রাইম র‍্যাকেট এর কোলকাতার নেটওয়াক এর হদিস পায় কোলকাতা পুলিশ। এবং সেই র‍্যাকেটের শাখা বিস্তার দেশে - বিদেশে। দিল্লির এক তরুণী সাংবাদিক এই সংবাদের সুত্র ধরে কোলকাতায় এসে উপস্হিত হয় এবং তার এই মিশনের নাম দেয় "কোলকাতা কপ্‌স"


সম্প্রতি আই.সি.সি.আর-এ অনুষ্ঠিত হয়ে গেল 
                 
             
"শ্রাবণ তুমি"

অনুষ্ঠানটি আযোজন করেছিলেন "রবি পরম্পরা"। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সৈকত বন্দ্যোপাধ্যায়, বেলি নাহা, ও সুলগ্না পাল। অনুষ্ঠানের প্রথমের " রবি পরম্পরা" র কর্ণধার অনিতা পাল রবি ঠাকুরের পরম্পরা বজায় রেখে যে রবি ঠাকুরের গান এবং লেখা ওনারা এখনো ধরে রেখে এগিয়ে চললেন সেই নিয়ে ওনার স্মৃতি রোমন্থন করলেন।

তিন শিল্পীর সমবেত কণ্ঠে  ‘আজি ঝরো ঝরো
মুখর বাদরদিনে’ দিয়ে গানটি মন ছুয়ে গেল আর ঠিক সেই সময় বাইরে বৃষ্টির দিনে এমন সুন্দর গান দিয়ে উপস্হাপনা মন ভরিয়ে দিলো। এরপর সৈকত বন্দ্যোপাধ্যায় গাইলেন রবীন্দ্রনাথের তিনটি গান,
‘আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া’, ‘আমি কী গান
গাব যে ভেবে না পাই’, ‘অশ্রুভরা বেদনা’ এবং
গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের
সুরে একটি আধুনিক গান, ‘এই মেঘলা দিনে একলা’।

বেলি নাহা গেয়েছেন মূলত আধুনিক, ‘আষাঢ় শ্রাবণ
মানে না তো মন’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘দেখেছ কি
তাকে’, ‘আজ শ্রাবণের বাতাস বুকে’।

সুলগ্না পাল গেয়েছেন, ‘ওগো আমার শ্রাবণমেঘের
খেয়াতরীর মাঝি’, ‘বজ্রমানিক দিয়ে গাঁথা’।

সৈকত ও সুলগ্না দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘তিমির অবগুণ্ঠনে’

শেষে তিন শিল্পী অনিতা পাল এবং অন্যান্য সকলেই
সমবেতভাবে ‘বাদল বাউল’গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হলো। অনুষ্ঠানটি চলছিল কোনো প্রেক্ষাগৃহ সেটা যেন লাগছিল না মনে হচ্ছিল যেন ঘরোয়া আড্ডায় মেতেছি আমরা অনেকদিন পর।

প্রথমেই সবার মনে প্রশ্ন জাগে " Creature 3D" টা কি ধরনের ফিল্ম? আমাদের প্রতিবেদকের এই প্রশ্নের উত্তরে সোজাসাপটা ভাষায় যা জানা গেল তার অর্থ হলো " পরিচালক বিক্রম ভাট আমাদের সেই প্রাগঐতিহাসিক যুগের দৈত্যকায় প্রাণিদের নিয়ে একটি লোমহর্ষক চিত্রকাহিনি উপস্হাপিত করবার চেষ্টা করেছেন । ছবিটা ত্রীমাত্তিক অর্থাৎ এমনি চোখে দেখা গেলেও যদি 3D চশমা পড়ে দেখা হয়, তাহলে একবারে মনে হবে যেনো চোখের সামনে জলজ্যান্ত হাড়হিম করা ঘটনা গুলো হচ্ছে; এই বুঝি ওই দৈত্যাকায় জীব টি অথবা চলচিত্রের কুশিলবরা সামনে এসে পড়লো আকাশ থেকে। তবে কেনো জানি না ছবিটি দেখে এডিটিং এ কোথাও কেটে জোড়া মনে হলো। এই কল্পবিঞ্জানের কাহিনি অনেক হলিউড ছবি হয়েছে তবে এটি একটু আলাদা ধরনের স্বাদের ছবি সেটা " বিপাসা বাসু" কথা প্রসঙ্গে জানা গেল।














সিনেমার সুটিং মুম্বাই এবং উটি তে হয়েছে।অহনা ( বিপাসা বাসু) একটি জঙ্গলের নিকটবর্তী হোটেল চালায় নানা্ভাবে টিভি,মিডিযায় প্রচার করে তার ব্যাবসা জমে উঠেছিল। তাঁর বোর্ডার দের সে নানা রকম মনোরঞ্জনের ব্যাবস্হা ও সবরকম সুবিধার দিকে নজর রেখেই পরম মমতায় সে সাজিয়ে তুলেছিল তাঁর হোটেল। জীবনের যুদ্ধে সংগ্রাম করে একজন নারীর নিজের পায়ে দাড়ানো যে কতো কঠিন পরিস্হিতির মধ্যে দিয়ে যেতে হয় এই সিনেমায় তার বহিঃপ্রকাশ পেয়েছে। প্রেম ভালবাসার থেকেও অনেক সময় নিজের দায়িত্ববোধ কতোটা তীব্র হয়ে ওঠে সেটা বার বার প্রকাশ পেয়েছে। এই গল্পে অহনা কে লড়াই করে বাঁচতে হয়েছে এক অদ্ভুত প্রাণি যার সমন্ধে কেউ জানে না । প্রতিমুহুর্তে মৃত্যু যেখানে হাতছানি দিয়ে ডাকছে। অসম্ভব ভালো অভিব্যাক্তি অহনার ( বিপাসা বাসু) চোখে মুখে ফুটে উঠেছে।



 অসামান্য নির্দেশনা কিন্তু VFX টেকনলজি ব্যাবহার করে ওই দৈর্ত্যকৃতি দানবের সমস্ত চলাফেরা,এবং খুটিনাটি দেহের প্রতিটি অংশ করা হলেও কিছু কিছু সিনেমার জাযগায় মনে হয়েছে যে ছবির মানুষগুলি আলাদা ও পেছনের ওই দানবকৃতির অংশটি আলাদা ; কিছু কিছু জায়গায় মনে হয়েছে পেছনের ফ্রেম আলাদা সুটিং হয়েছে আর সামনের সুটি আলাদা লোকেশন এ হয়েছে এডিটিং জোড়া টা ঠিক হয়নি দায়সারা কাজ হয়েছে। তবে কিছু জাযগায় বেশ ভালো এডিটিং হয়েছে যেখানে শুধু দৈর্ত্য টা সিনেমার পর্দা ছেড়ে একবারে গায়ের উপর তার লোমশ আগুল বাড়িয়ে ধরতে চলে আসে ( 3d চশমা দিয়ে দেখলে )। 



সিনেমাটির মধ্যে প্রতিটি গান সিনেমা টিকে খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যায়।

Creature 3D Cast Details


Director : Vikram Bhatt.

Producer : Krishan Kumar, Bhushan Kumar

Star Cast : Bipasha Basu, Imran Abbas  Naqvi

Music : Mithun

Writen : Sukhmani Sadana, Vikram Bhatt

Banner / Studio : BVG films

Genre : Horror

Language : Hindi

Country : India
বর্ণপরিচয় এর  ( (AN NGO CRAFTING A DIFFERENCE) সদস্যবৃন্ধরা ৮ই সেপ্টেম্বর একটি র‍্যালির আয়োজন করেছিল গড়িয়াহাট মোড় থেকে ভবানিপুর মুক্তাদল পর্যন্ত্য। এতে সমাজের অনেক বিশিষ্ট মানুষরা অংশগ্রহন করেছিলেন। মুক্তাদল ক্লাবে এর প্রাঙ্গনে পথ শিশুদের পেন, পেন্সিল, খাতা , রবার শিক্ষার উপকরন দেওয়া হয়।



 এতো সুন্দর অনুষ্ঠানে বর্ণপরিচয় ও মুক্তাদলের সমস্ত সদস্যরা সমভাবে সবাইকে কিছু করার তুলে ধরার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে। ওদের প্রতি শুভকামনা রইল এখন খবরের পক্ষ থেকে সু্‌হৃিদ ঘোষ।

Total de visualizações de página

SEarch