পি.সি. চন্দ্র গ্রুপ ও পঙ্কজ মল্লিক মিউসিক এবং আট্ ফাউনডেশন সহযোগিতায় কোলকাতায় IICR ,অবনিন্দ্র টেগোর গ্যালারিতে ১৫ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত্য এক চিত্রকলার প্রদর্শনির আয়োজন করা হয়েছে।
এখানে দুর্গার মহিমার চিত্রকলা দিয়ে সাজানো হয়েছে। এখানে শানু লাহিড়ি, রামতনু বন্দোপাধ্যায়, অজ্ঞলি এলা মেনন, যোগেন চৌধুরি, শুভপ্রসন্ন, অনুরিমা চৌধুরি, রাজিব গুপ্তা, সমিক দে এবং উমা সিদ্ধান্ত, শঙ্কর ঘোষ, তাপস সরকার, চন্দন রায়,রাম কুমার মান্না এবং আরো বিশিষ্ট মানুষের শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যাবে।
আমরা সেই ছোটবেলা থেকে মহালয়ার দিন ভোরের বেলা চার টে বাজটে না বাজতেই রেডিও চালিয়ে দিতাম যে মহিষাশুর মর্দিনি শুনবো। এটা আমাদের বাঙালির অন্য সব কিছুর মধ্যেও একটা জায়গা করে নিয়েছিল । পঙ্কজ মল্লিকের এই অবদান চিরদিন বাঙালি মনে রাখবে।
পঙ্কজ মল্লিক ছিলেন অনেক বহুমুখী প্রতিভার অধিকারি তিনি একদিকে কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা, নাট্যকার, এবং লেখক সবদিকেই সমান ভাবে পারদর্শী ছিলেন।
No comments: