At last Tollywood the name of a Cinema


ভারতীয় সিনেমার শতবর্ষকে সামনে রেখে মিডিয়া ওযার্কশপের প্রযোজনায় আসতে চলেছে " টলিউড" সিনেমা। পরিচালক সতির্থ দের কথায় অনেক কাঠখর পুড়িয়ে অনেক জায়গার অনুমতি নিয়ে আসছে " টলিউড" এখানে মিউসিক দিয়েছেন মিঠুন মল্লিক, প্রচুর নতুন ও পুরাতন সিনেমা অভিনেত্রী এখানে অভিনয় করতে চলেছেন। গল্পের কিছু সারাংশ হিসাবে যা জানা গেছে তা হলো প্রচুর নতুন নতুন ছেলে - মেয়েরা অভিনয় করার জন্য টলিউড এ রোজ ই আসে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ই হারিয়ে যায় বা খুব কঠিন বাস্তব পরিস্হিতির মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে কেউ হয়তো লক্ষে পৌঁছয় কেউ হারিয়ে যায়। এই রকম ৪ জন অল্পবয়সির টলিউড ইন্ডাস্টিতে প্রবেশ এবং তাদের সাফল্যতার চুড়ায় পৌঁছানোর গতিপথ এবং বেচে থাকার লড়াই ও স্বপ্ন পুরোনের দৈনিক প্রতিযোগিতায় টিকে থাকা নিয়েই এই গল্প " টলিউড"

"টলিউড" সিনেমাটি মার্চ , ২০১৫ তে হলে আসবে বলে জানা গেছে। আমরাও এইরকম একটা সুন্দর ছবির অপেক্ষা করবো কারণ অনেকদিন ধরে এইরকম গল্পের ছবি বাংলার দর্শক দেখতে পাইনি।

সতির্থ দের আরেকটি  ছবি "কলকাতা কপ্‌স"  কোলকাতা পুলিশের অনুমতি নিয়ে আসবে আগষ্ট,২০১৫ তে। কোনোসময় কোলকাতা পুলিশ নিয়ে হয়তো এইরকম সিনেমা কেউ ভাবেনি বা করতে সাহস করেনি । গল্পের শুরু কোলকাতায় ....." ইন্টারন্যাশানাল ক্রাইম র‍্যাকেট এর কোলকাতার নেটওয়াক এর হদিস পায় কোলকাতা পুলিশ। এবং সেই র‍্যাকেটের শাখা বিস্তার দেশে - বিদেশে। দিল্লির এক তরুণী সাংবাদিক এই সংবাদের সুত্র ধরে কোলকাতায় এসে উপস্হিত হয় এবং তার এই মিশনের নাম দেয় "কোলকাতা কপ্‌স"


No comments:

Total de visualizações de página

SEarch