বর্ণপরিচয় এর ( (AN NGO CRAFTING A DIFFERENCE) সদস্যবৃন্ধরা ৮ই সেপ্টেম্বর একটি র্যালির আয়োজন করেছিল গড়িয়াহাট মোড় থেকে ভবানিপুর মুক্তাদল পর্যন্ত্য। এতে সমাজের অনেক বিশিষ্ট মানুষরা অংশগ্রহন করেছিলেন। মুক্তাদল ক্লাবে এর প্রাঙ্গনে পথ শিশুদের পেন, পেন্সিল, খাতা , রবার শিক্ষার উপকরন দেওয়া হয়।
এতো সুন্দর অনুষ্ঠানে বর্ণপরিচয় ও মুক্তাদলের সমস্ত সদস্যরা সমভাবে সবাইকে কিছু করার তুলে ধরার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে। ওদের প্রতি শুভকামনা রইল এখন খবরের পক্ষ থেকে সু্হৃিদ ঘোষ।
এতো সুন্দর অনুষ্ঠানে বর্ণপরিচয় ও মুক্তাদলের সমস্ত সদস্যরা সমভাবে সবাইকে কিছু করার তুলে ধরার মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে। ওদের প্রতি শুভকামনা রইল এখন খবরের পক্ষ থেকে সু্হৃিদ ঘোষ।
No comments: