People Cooking for People - Culinary Challenge 2014

সম্পতি হায়াত কোলকাতায় হয়ে গেল রান্নার এক মেগা ইভেন্ট। প্রাথমিক পর্যায়ে ছয়টি বড়ো করপারেট হাউস এবং স্মাইল ফাউন্ডেশনের শিশুরা প্রদর্শন করলো তাদের দক্ষতা টেস্টি রান্না করে।


অমিত চৌহান ১৪ বছরের নবম শ্রেনির ছা্ত্র তাদের রান্নার কথা বলতে গিয়ে জানালো তাদের তৈরি খাবার এই Hyatt Culinary Challenge 2014 এ কোলকাতা থেকে জয়ী হয়েছে। সে বাড়িতে গিয়ে এই রান্না করে সবাই কে খাওয়াতে চায় এই খাবার টা খুব টেষ্টি। এবং এই ইভেন্টে অংশগ্রহন করার জন্য সে হায়াত কে স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করলো।
এখানে উপস্হিত ছিলেন হায়াতের চিফ শেফ Vikram Ganpule, Bibi Sarkar, Husna-tara

Prasad এবং আরো অনেক করপোরেট জগতের উচ্চ পদে আসিন বিশিষ্ঠ ব্যাক্তিগন।

এই মেগা ইভেন্ট টি সমস্ত হায়াত হোটেল ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, কোলকাতা, পুনে এবং হায়দাবাদ এ ৩১ শে অক্টোবর থেকে পরিচালিত হয়ে ফাইনাল দিল্লিতে অনুষ্ঠিত হবে।

No comments:

Total de visualizações de página

SEarch