দুর্গা পুজো তো এসে গেল জানলার ফাঁক দিয়ে উকি মারছে আর " পুজা হাট" এই দুর্গা পুজোর শুরুর আগেই ফ্যাশনের এক অসাধারন প্রদর্শনি আইস স্কেটিং রিং এ করে মাতিয়ে দিল। দিল্লি , লক্ষ্ণ থেকে শুরু করে সারা বিশ্ব অনেষ্বন করে পোষাক ও ডিজাইনের এক বিরাট মেলার আয়োজন করেছিল । তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্ণ থেকে অনিতা বুটিক, শিইম দিল্লি থেকে, বেণারসি ওয়েব সরাসরি বেণারস থেকে , রণবির মুখার্জির ডিজাইন কল্পনা,ভেদা দ্য ফেন্স নট্,ফুলিয়া থেকে রিসিটা হ্যান্ডলুম, এবং আরো ভালো ভালো ডিজাইনের সম্বার নিয়ে এই প্রদর্শনিতে অংশগ্রহন করেছেন।
এই অনুষ্ঠানটি প্রদিপ জ্বালিয়ে শুভ সুচনা করলেন বিখ্যাত ডিজাইনার সর্বরি দত্ত।
পুজা হাট সবসময় ই চেষ্ঠা করে ফ্যাশন এবং লাইফ স্টাইলের উপর সবাইকে সুযোগ করে দিতে। এখানে সব সামিয়িক কালের ডিজাইন এবং ওয়েষ্টান থেকে ইন্ডিয়ান সব রকমের ই বৈচিত্র দেখতে পাওয়া যায়, এছাড়াও টেক্সটাইল ইন্ডাস্টির এবং প্রিন্টিং কাপড়ের ও সম্ভার দেখতে পাওয়া যায়। প্রচুর নতুন ধরণের জুয়েলারি দেখতে পাওয়া যায়।বাড়ি সাজাবার আসবাব পত্রে নতুনত্ব ডিজাইনের স্টল গুলো চোখে পড়ার মতো।
কর্মকতা অনুপম মুখার্জির থেকে জানা গেল পুজা হাট ইতিমধ্যেই জয় করে নিয়েছে নতুন প্রজন্মের যুবক যুবতিরা। ফ্যাশন এবং লাইফস্টাইল জগতে একটা সাক্ষর রেখে গেল এই পুজা হাটের প্রদর্শনি । এই প্রদর্শনি তে ক্রেতারা সুযোগ পান বি্ভিন্ন ফ্যাশন ও লাইফ স্টাইলের দ্রব্যগুলি আসল বিক্রেতার সরাসরি সাক্ষাত করে সঠিক মুল্যে কেনা কাটা করার। আর বিক্রেতারা সুযোগ পান তাদের দ্রব্য সঠিক ক্রেতার কাছে তুলে ধরতে।
No comments: