Sudurer Piyasi

আগামী ৮ ই আগস্ট ২০১৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় কলকাতা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আই.সি.সি.আর)  এর আমন্ত্রণে এবং ডেলভিস্তা ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রগীতি নৃত্য আলেখ্য- সুদূরের পিয়াসী। কলকাতা আই সি সি আর এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের সত্যজিৎ রায় মিলনায়তনে পরিবেশিত হবে  সুদূরের পিয়াসী। ভারত বাংলাদেশ এই যৌথ প্রযোজনাটির মনন ও গ্রন্থনা বাংলাদেশের রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নীল সজীবের। গান পরিবেশন করছেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও স্থপতি মুস্তফা খালিদ পলাশ, ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ইমন চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব। আবৃত্তি করছেন বাংলাদেশের বাচিক শিল্পী সামিউল ইসলাম পোলাক এবং কলকাতার ইমন চক্রবর্তী। এই রবীন্দ্র শ্রদ্ধার্ঘে থাকছে বিভিন্ন ধ্রুপদী নৃত্য। কথাকলি ও মনিপুরি পরিবেশন করবে, নাট্যলোক পরিচালনায় কলামান্ডালাম গৌতম ঘোষাল। রবীন্দ্র ও সৃজনশীল নৃত্যে আছে বাপ্পা চ্যাটার্জী ও এথনিক দল।কন্টেম্পরারী করবে রক্তিম গোস্বামী। বাংলাদেশের কথক নৃত্যশিল্পী ও ভরতনট্যম পরিবেশন করবে যথাক্রমে আশা হোসেন এবং শ্রীমন্তী পূজা সেনগুপ্ত। রবীন্দ্রনাথের প্রয়াণদিবসে তার ও তার সৃষ্টির উপর শ্রদ্ধা জানাতে ভারত এবং বাংলাদেশের এই আয়জনটি সবার জন্য উন্মক্ত।

No comments:

Total de visualizações de página

SEarch