CA Students with Kiran Bedi

Chartered Accountants of India (ICAI) এবং Board of Studies (BOS) আযোজন করেছিল জাতীয় কনভেশন কিরণ বেদি ও সি.এ সুডেন্টদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২৬ এবং ২৭ এ জুলাই,২০১৪। উপস্হিত ছিলেন CA K Raghu, President, ICAI; CA Devaraja Reddy, Chairman, Board Of Studies of ICAI; CA. Subhash Chandra Saraf, Chairman, EIRC & CA Pramod Dayal Rungta, Vice Chairman, EIRC.

 সারা দেশের সি.এ সুডেন্টদের সুবিধা এবং অসুবিধা  নিয়ে এক বিস্তারিত আলোচনা হল। সারা দেশের প্রায় ২৫০০ জন ছাত্র এতে অংশগ্রহন করেছিল।

 এই অনুষ্ঠানে Dr. Kiran Bedi, Retired IPS officer এবং সমাজসেবি বললেন " প্রফেশানাল হিসাবে সকল ছাত্র-ছাত্রীদের ই এই রকম মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে যে আমরা দুর্ণিতিমুক্ত ভারত আমাদের সমাজকে উপহার দেবো যাতে আরো অনেকে এই কর্মদক্ষতা কে আপন করে নিতে পারে এবং কাজটাকে আনন্দ সহকারে করার মানসিকতা তৈরি করে তোমরা এগিয়ে যাও "।

এরপর আরো অনেক দেশের নানা প্রান্ত থেকে আসা সি.এ প্রফেশনাল রা বক্তব্য রাখেন কোম্পানি এ্যাক্ট ২০১৩, ফিনালসিয়াল রিপোর্টিং, অডিটিং ও এ্যাসুর‍্যান্স এবং ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ট্যাক্সেশন সমন্ধে ।

No comments:

Total de visualizações de página

SEarch