কোলাকুলি
২৯/০৭/২০১৪
মোঃ এমরুল হোসাইন


pic courtesy http://www.google.com


প্রিয়জনের কোলাকুলি
ঈদের নামাজ শেষে,
ঈদের খুশি বইছে ধরায়
বছর ঘুরে এসে।

কেউবা করে কোলাকুলি
কেউবা করে সেলাম,
দিন শেষে হিসেব কষে
কী পরিমাণ পেলাম!

সেলামি তো মুখ্য নয়
মুখ্য হলো আনন্দ,
আনন্দের বইছে জোয়ার
ধরায় খুশির ছন্দ।

আনন্দেই কাটুক সময়
কাটুক প্রতিদিন,
সুখ দুঃখ প্রভুর খেলা
সবাই মেনে নিন।

কোলকাতা,৩ই জুলাই ২০১৪: কোলকাতা্‌য় হাল ফ্যাশনের প্রদর্শনী। সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন  ডিজাইনার এবং পার্টিসিপেন্টস নিয়ে এল তাদের সব আকর্ষনীয় সম্ভার।Meenabazar Expo Classics এর আমন্ত্রনে অগুন্তি কোম্পানীর সম্ভার যেমন Debarun,Lakme India Fashion Week,Renee,Maya Taparia,Ranees Boutique,Fleur by Riddhima Chandra and Rangili,সুন্দর সুন্দর সব গহনার সম্ভার নিয়ে এল Royal Trunk As এর তরফ থেকে Anghani এবং Sakshi এর তরফ থেকে Real jwellery, Sanghai থেকে Fashion electric and seema,Mumbai থেকে Fooba  নিয়ে এল বিভিন্ন অত্যাধুনিক সব ব্যাগের সম্ভার।ছিল Karigari and You। উপস্থাপক ছিলেন Expo।উপস্থিত ছিলেন ডা: শশী পান্জা,ফুটবলার চিমা ওকোরি এবং ডা: নিলাঞ্জনা চক্রবর্ত্তী।
কলকাতা: বলিউডের অভিনেতা গোবিন্দা ও অভিনেত্রী রিচা শর্মা তাঁদের আসন্ন সিনেমা ‘অভিনয় চক্র’ এর প্রচারে আজ এসেছিলেন তিলোত্তমা নগরীতে। ‘অভিনয় চক্র’ গোবিন্দার হোম প্রোডাকশন হাউস ‘মঙ্গল তারা’ প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হওয়া প্রথম সিনেমা। অর্থাৎ , অভিনেতা গোবিন্দা এবার ছবিতে হিরো হওয়ার পাশাপাশি প্রযোজনাও করবেন সিনেমা। ‘অভিনয় চক্র’ সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় জগতে নিজের অভিষেক ঘটাতে চলেছেন নতুন নায়িকা রিচা শর্মা।
কলকাতার ‘পার্ক হোটেলে’ সাংবাদিক সম্মেলনে গোবিন্দার নতুন ছবি নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘এই সিনেমাতে আমি একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। এই ছবির মধ্যে দিয়ে ভারতের নতুন প্রজন্মকে একটা বার্তা দিতে চাই যে ,নিজের কাজ ঠিক ভাবে করলে কোনও সমস্যা ছাড়াই ভালভাবে জীবনে বেঁচে থাকা যায়।’ বলিউডের এককালীন কমেডি নায়ক গোবিন্দা বহুদিন পর আবার ফিরে এসেছেন নায়কের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। এর আগে তিনি বহু সিনেমায় কাজ করেছেন কিন্তু কোনটি মুখ্য চরিত্রে নয়।

এই ছবিটিতে নতুন মেয়ে ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মাকে পুলিশ অফিসার গোবিন্দার অন্ধ স্ত্রীর চরিত্রে দেখা যাবে। রিচা তাঁর প্রথম কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সহঅভিনেতা গোবিন্দার প্রশংসায় পঞ্চমুখ। রিচার মতে গোবিন্দা হলেন এমন একজন মানুষ যাঁর থেকে অনেক কিছু শেখা যায়। ২৯ দিনের এই শ্যুটিংয়ে তিনি বহু কাজ শিখেছেন গোবিন্দার থেকে। ‘গোবিন্দাজি এমন এক মানুষ যিনি কখনও রেগে যান না এবং পরিচালক থেকে স্পটবয় সবার সঙ্গে সমান সুন্দর ব্যবহার করেন। নতুন হওয়ার পরেও আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছেন তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ,’ সাংবাদিকদের এমনটাই জানান নতুন অভিনেত্রী। আগামী ২৯শে আগস্ট গণেশ চতুর্দশীর দিন মুক্তি পাবে ‘অভিনয় চক্র’। এই ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর সেনাপতি। আশুতোষ রানা, মুরলী শর্মা, মকরন্দ দেশপান্ডে , চন্দ্রচূর সিংদের মতোঅভিনেতারা কাজ করেছেন এই সিনেমাটিতে।


১৮ ই জুন,২০১৪: কলকাতার পার্ক হোটেলে সারাদিন যাবৎ চলল High Street Market।পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন লোপামুদ্রা মন্ডল

 

বিভিন্ন প্রসসাধনী দ্রব্য ছিল এবং  ছিল অত্যাধুনিক মহিলাদের জন্য Body Spa-এর ব্যাবস্থা। ছিল সব সৌখীন জামাকাপড়ের দোকান।প্রায় ৫৫টির ও বেশি দোকান সেদিন বসেছিল।


মুখোরোচক খাবারের ব্যাবস্থাও বাদ যায়নি সেদিন।উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট বিশিষ্ট তারকা এবং মডেল।তাদের মধ্যে অন্যতম মডেল সায়নী দত্ত,টলিউডের অতি পরিচিত নায়িকা পল্লবি চ্যাটার্জী এবং মুমতাজ সরকার


উপস্থিত ছিলেন মিস রিতা ভিমানি,ফুটবল খেলোয়ার আলভিতো ডি কুনহা।নায়ক শাতাফ ফিগার
ঐ দিনের বিশেষ আকর্ষন ছবিঘর,ছবির প্রদর্শনী এর আয়োজক ছিলেন MOMENT



ছিল ইন্ডিয়ার বিভিন্ন সংস্থার শাড়ি কানের দুল বিভিন্ন হাল ফ্যাশনের জুতোর  সম্ভার। ছুটির দিন না হলেও বোঝা যায়নি মানুষের ভিড় এবং আগ্রহ দেখে।



দীনেশচন্দ্র সেন  স্যোসাইটির তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল স্বর্ণপদক অনুষ্ঠান কলকাতা প্রেসক্লাব-এ।স্বর্ণপদক প্রাপকরা ছিলেন নিরঞ্জন  অধিকারী(বাংলা বিভা্‌গ),ডা:মানস মজুমদার এবং অশোক ভট্টাচার্য।দীনেশচন্দ্র সেন সম্পর্কে ডা:মানস মজুমদার বললেন,'উনি আমাদের পারিবারিক শিক্ষক ছিলেন।১৯৪৪ বীরভুম জেলায় তাঁর জন্ম।তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন।তিনি সাহিত্যিক এবং পাশাপাশি গবেষক ও ছিলেন। এবং তাঁর নতুন সংকলন আমদের সকলের কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়েই।' সর্বানী ব্যানার্জী দীনেশচন্দ্র সেন সম্পর্কে বক্তব্য রাখলেন,বললেন 'তাঁর সাহিত্য পড়ে বুঝেছি তাঁর সমাজবোধ অসামান্য।' দীনেশচন্দ্র সেনের কৃষ্ণরামায়ণীর বিষয়ে ও বক্তব্য রাখলেন। সেদিন বক্তব্য রেখেছিলেন বিবেকানন্দ চক্রবর্ত্তী এবং রিসার্চ স্যোসাইটির প্রানকন্যা দেবকন্যা সেন ও।সকলকে ওসংখ্য ধন্যবাদ জানিয়ে সেদিনকার মত অনুষ্ঠান সমাপ্ত হল।

Total de visualizações de página

SEarch