Govinda Come Back In Bollywood

কলকাতা: বলিউডের অভিনেতা গোবিন্দা ও অভিনেত্রী রিচা শর্মা তাঁদের আসন্ন সিনেমা ‘অভিনয় চক্র’ এর প্রচারে আজ এসেছিলেন তিলোত্তমা নগরীতে। ‘অভিনয় চক্র’ গোবিন্দার হোম প্রোডাকশন হাউস ‘মঙ্গল তারা’ প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হওয়া প্রথম সিনেমা। অর্থাৎ , অভিনেতা গোবিন্দা এবার ছবিতে হিরো হওয়ার পাশাপাশি প্রযোজনাও করবেন সিনেমা। ‘অভিনয় চক্র’ সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় জগতে নিজের অভিষেক ঘটাতে চলেছেন নতুন নায়িকা রিচা শর্মা।
কলকাতার ‘পার্ক হোটেলে’ সাংবাদিক সম্মেলনে গোবিন্দার নতুন ছবি নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, ‘এই সিনেমাতে আমি একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। এই ছবির মধ্যে দিয়ে ভারতের নতুন প্রজন্মকে একটা বার্তা দিতে চাই যে ,নিজের কাজ ঠিক ভাবে করলে কোনও সমস্যা ছাড়াই ভালভাবে জীবনে বেঁচে থাকা যায়।’ বলিউডের এককালীন কমেডি নায়ক গোবিন্দা বহুদিন পর আবার ফিরে এসেছেন নায়কের চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। এর আগে তিনি বহু সিনেমায় কাজ করেছেন কিন্তু কোনটি মুখ্য চরিত্রে নয়।

এই ছবিটিতে নতুন মেয়ে ও প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মাকে পুলিশ অফিসার গোবিন্দার অন্ধ স্ত্রীর চরিত্রে দেখা যাবে। রিচা তাঁর প্রথম কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সহঅভিনেতা গোবিন্দার প্রশংসায় পঞ্চমুখ। রিচার মতে গোবিন্দা হলেন এমন একজন মানুষ যাঁর থেকে অনেক কিছু শেখা যায়। ২৯ দিনের এই শ্যুটিংয়ে তিনি বহু কাজ শিখেছেন গোবিন্দার থেকে। ‘গোবিন্দাজি এমন এক মানুষ যিনি কখনও রেগে যান না এবং পরিচালক থেকে স্পটবয় সবার সঙ্গে সমান সুন্দর ব্যবহার করেন। নতুন হওয়ার পরেও আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছেন তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ,’ সাংবাদিকদের এমনটাই জানান নতুন অভিনেত্রী। আগামী ২৯শে আগস্ট গণেশ চতুর্দশীর দিন মুক্তি পাবে ‘অভিনয় চক্র’। এই ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর সেনাপতি। আশুতোষ রানা, মুরলী শর্মা, মকরন্দ দেশপান্ডে , চন্দ্রচূর সিংদের মতোঅভিনেতারা কাজ করেছেন এই সিনেমাটিতে।

No comments:

Total de visualizações de página

SEarch