High Stret Market Via Moda


১৮ ই জুন,২০১৪: কলকাতার পার্ক হোটেলে সারাদিন যাবৎ চলল High Street Market।পুরো অনুষ্ঠানটির আয়োজক ছিলেন লোপামুদ্রা মন্ডল

 

বিভিন্ন প্রসসাধনী দ্রব্য ছিল এবং  ছিল অত্যাধুনিক মহিলাদের জন্য Body Spa-এর ব্যাবস্থা। ছিল সব সৌখীন জামাকাপড়ের দোকান।প্রায় ৫৫টির ও বেশি দোকান সেদিন বসেছিল।


মুখোরোচক খাবারের ব্যাবস্থাও বাদ যায়নি সেদিন।উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট বিশিষ্ট তারকা এবং মডেল।তাদের মধ্যে অন্যতম মডেল সায়নী দত্ত,টলিউডের অতি পরিচিত নায়িকা পল্লবি চ্যাটার্জী এবং মুমতাজ সরকার


উপস্থিত ছিলেন মিস রিতা ভিমানি,ফুটবল খেলোয়ার আলভিতো ডি কুনহা।নায়ক শাতাফ ফিগার
ঐ দিনের বিশেষ আকর্ষন ছবিঘর,ছবির প্রদর্শনী এর আয়োজক ছিলেন MOMENT



ছিল ইন্ডিয়ার বিভিন্ন সংস্থার শাড়ি কানের দুল বিভিন্ন হাল ফ্যাশনের জুতোর  সম্ভার। ছুটির দিন না হলেও বোঝা যায়নি মানুষের ভিড় এবং আগ্রহ দেখে।



No comments:

Total de visualizações de página

SEarch