The Haat Classic Redefines The Glamour of Mosoon

                      কলকাতা শহরের সিটি সেন্টার ১ এর রয়েল বেঙ্গল এ চলচ্ছে ফ্যাশনের হাট । 

                    
                      অনেক নুতন ধরনের ডিজাইন বেশ চোখে পড়ার মতো। 

                      প্রদর্শনী টি প্রদীপ জ্বালিয়ে শু্ভ সুচনা  করলেন চিত্র অভিনেত্রী পরিজাত চক্রবর্তী।



হাট ক্লাসিকের মধ্যে দিয়ে অনেক আধুনিক পোষাকের সম্ভারের প্রদর্শনী এখানে  ২৮ শে জুন থেকে ২৯ শে জুন সকাল ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত্য সর্বসাধারনের জন্য খোলা থাকবে।এখানে কোলকাতার বেশ কিছু নামী ডিজাইনার রা তাদের পসরা নিয়ে উপস্থিত ছিলেন ।






এই দুদিনের প্রদর্শনী তে সারা ভারত থেকে ৬৫ জন অংশগ্র্হন করেছেন । প্রদর্শনীতে ওয়েষ্টান ও ইন্ডিয়ান পোষাক, টেক্সটাইল ইন্ডাস্টির এবং ডিজিটাল পিন্টিং এর পোষাক, জুয়েলারি, ঘর সাজাবার জিনিস ও আসবার পত্র, উপহার সামগ্রী এবং বাচ্ছাদের মনোরঞ্চনের জিনিস ও পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে এতো কিছুর সম্ভার বেশ আকর্শনীয়। তাদের মধ্যে অন্যতমAHERI,BBURGEON,REPICA4ALL,SWARA,ZORBA,MOS FASHIONS,PEHANAWA STUDIO,KARIGARI,SOURAV&LOPA.





No comments:

Total de visualizações de página

SEarch