কলকাতা শহরের সিটি সেন্টার ১ এর রয়েল বেঙ্গল এ চলচ্ছে ফ্যাশনের হাট । 

                    
                      অনেক নুতন ধরনের ডিজাইন বেশ চোখে পড়ার মতো। 

                      প্রদর্শনী টি প্রদীপ জ্বালিয়ে শু্ভ সুচনা  করলেন চিত্র অভিনেত্রী পরিজাত চক্রবর্তী।



হাট ক্লাসিকের মধ্যে দিয়ে অনেক আধুনিক পোষাকের সম্ভারের প্রদর্শনী এখানে  ২৮ শে জুন থেকে ২৯ শে জুন সকাল ১১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত্য সর্বসাধারনের জন্য খোলা থাকবে।এখানে কোলকাতার বেশ কিছু নামী ডিজাইনার রা তাদের পসরা নিয়ে উপস্থিত ছিলেন ।






এই দুদিনের প্রদর্শনী তে সারা ভারত থেকে ৬৫ জন অংশগ্র্হন করেছেন । প্রদর্শনীতে ওয়েষ্টান ও ইন্ডিয়ান পোষাক, টেক্সটাইল ইন্ডাস্টির এবং ডিজিটাল পিন্টিং এর পোষাক, জুয়েলারি, ঘর সাজাবার জিনিস ও আসবার পত্র, উপহার সামগ্রী এবং বাচ্ছাদের মনোরঞ্চনের জিনিস ও পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে এতো কিছুর সম্ভার বেশ আকর্শনীয়। তাদের মধ্যে অন্যতমAHERI,BBURGEON,REPICA4ALL,SWARA,ZORBA,MOS FASHIONS,PEHANAWA STUDIO,KARIGARI,SOURAV&LOPA.





অন্ধ মনের ভাবনা

 ২৫/০৫/১৪ 

মোঃ এমরুল হোসাইন 


pic courtesy http://www.google.com
তোমার কথা ভেবে ভেবে 
চোখের নিচে পড়ছে কালি,
 তাই দেখে মা কষ্ট পেয়ে
 রোজ দু’বেলা দিচ্ছে গালি।

 
 বলছে বাবা ভাবনা কেন
 যা হওয়ার তাই হবে যে, 
ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে
 নিজের কাজে মন দে। 

 বেছে বেছে আনবো ঘরে
 লাল টুকটুক রাঙা বধূ, 
যাকে দেখে তাকিয়ে রবে
 পাড়ার সকল গৃহবধূ। 

যতই বুঝায় মন মানে না
 তোমার প্রেমে অন্ধ মন,
 নীরলে বসে গুণবো প্রহর
 না পাই তোমায় যতক্ষণ।
মন দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ উপভোগ করুন । পোস্টটি ভালো লাগলে এবং আপনার উপকার হলে আমাদের জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । এখানে আপনারা আড্‌ভাইজ দিতে পারেন কমখরচে।
2রা মে ২০১৪:
              

                         ASTOR HOTEL-এ অনুষ্ঠিত হয়ে গেল মহিলা পরিচালিত সন্ধ্যা,যেখানে সকল নিয়মিত অতিথিকে সাদর আমন্ত্রন জানানো হয়েছিল,এবং সেদিন আষ্টর এর পক্ষ থেকে একটি নতুন পানীয়র'LOPATINI' নামকরণ করে সকলকে স্বাগত জানানো হয়,উজ্জ্বলময় দিনটি ছিল শুক্রবার,আষ্টরের Signature Night Club And Plush Lounge বারটি খোলা ছিল শুধুমাত্র মহিলাদের জন্য।প্রত্যেক মাসে একটি করে নতুন পাণীয়র নাম দেওয়া হবে প্রিয় অতিথির নামানুসারে। ফ্যাশন ডিজাইনার,সমাজ সেবী,ব্যাবসায়ী লোপামুদ্রা সাহার নামানুসারে একটি বিশেষ পানীয়র নাম দেওয়া হয়েছে 'LOPATINI' 


              সেদিন উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা তাদের  মধ্যে অন্যতম  মিনা সাক্সার,ফ্যাশন ডিজাইনার জয়া মিশ্র,ইন্দ্রনীল মুখার্জী,এবং অভিনেত্রী অনিন্দিতা ব্যানার্জী,প্রিয়াঙ্কা রাতি পাল এবং নিক রামপাল,ও আরও অনেকে। 


প্রতি শুক্রবার রাত নটা থেকে Plush Lounge এ চলতে থাকবে একইরকম উজ্জ্বলময় সন্ধ্যা। তা্হলে দেরি কীসের,চলে আসুন। আষ্টরের পক্ষ থেকে জানা যায় তারাই এই শহরে প্রথম যারা সকল অতিথিকে সঠিক আপ্যায়নের দায়িত্ব পালনে প্রতিঞ্জাবদ্ধ।

৩১ শে মে, ২০১৪:




বেলভিউ ক্লিনিকের ডা: কৌশিক চ্যাটার্জী (কলকাতা হসপিটালের Oncology বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য) আরোগ্যমুলক ক্যান্সার রোগের সতর্কতা করেন।বর্তমানে ক্যান্সারে আক্রান্ত বেশ কিছু রোগী 'পাঞ্জাব ক্লাব' মিলিত হয়ে এই ক্যান্সার রোগের চিকিৎসা সম্ভব সেটা আলোচনার মাধ্যমে জানতে পারেন ।



                        -এই অনুষ্টানে উপস্থিত ছিলেন টলিউডের নায়ক সো্‌হম চক্রবর্ত্তী।
৩১ শে মে,২০১৪।।। 



  "শ্রাবণ কথায়" একটি একাঙ্ক কথন,প্রায় দেড়ঘন্টার একাঙ্ককথন শুরু হয় ,ছোটবেলার মেঘবৃষ্টি কথার স্মৃতি মেদুরোতায়,মফস্বল স্কুল,কলেজ ক্যান্টিন খেলার মাঠে জড়িয়ে থাকা মেঘবিহারের গল্প শহর কলকাতায় বৃষ্টিবরণ যৌবনের প্রথম চুম্বনে,জড়িয়ে থাকা অলিগলি,কলেজ স্ট্রীটের আদর পেরিয়ে জীবনের নিয়মে আসে বিচ্ছেদ,মেঘ ক্রমশ বৃষ্টি হয়,ঝর্ণা হয়,এগিয়ে চলে সাগর সঙ্গমের দিকে,যাত্রা পথে ইচ্ছে হয় নদী হতে,গঙ্গা চিরায়ত প্রবা্হ যার,রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক  ইতিহাস জুড়ে।হঠাৎ ই এই নদী্ বলে ওঠৈ তার কথা,শ্রাবণ ঘনায় আগুনের আত্মকথনে,যার সঙ্গে উঠৈ অাসে পুরাণ থেকে আরও চরিত্ররা,দ্রৌপদী,সীতা,রাধা এবং চিত্রাঙগদা। শুধু ইতিহাস নয় তাদের কথায় জেগে ওঠে সমসাময়িক প্রেক্ষাপট ও আন্দোলনের কথা,সমগ্র অনুষ্ঠানটির নির্মান কবিতায়,কথায়,সরোদে,তবলায় এবং গানে। যন্ত্রানুসঙ্গে থাকছেন অর্নব ভট্টাচার্য,প্রানগোপাল বন্দোপাধ্যায়,দেবাংশু মুখোপাধ্যায়,সুস্মিতা রায় এবং রাণা দত্ত। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা এবং নির্দেশনায় চন্দ্রিমা রায়,আয়োজন বাংলা নাটক ডটকম আখড়া- চন্দ্রিমা
৩০ শে মে,২০১৪, শুক্রবার,সন্ধ্যা ৫;৩০:

ঘটিকায় ভবানীপুর আনন্দমের প্রযোজনায় তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল নাট্যোৎসব,অংশগ্র্হনে 'ভবানীপুর আনন্দম' 'বালিগঞ্জ পাঞ্চজন্য' এবং 'বাগুইহাটি নাট্যদর্পন' ঐ দিন প্রদীপ জ্বালিয়ে অনুস্ঠানের সূচনা করেন নাটকওয়ালার শ্যামল চক্রবর্ত্তী। হট্টমেলের গুরুদাস বন্দোপাধ্যায়।  
  
                           

             অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিখ্যাত শ্রুতিশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম  উপন্যাস 'যোগাযোগ'-কে নাট্যরুপ দিয়ে মঞ্চস্থিত করেন আনন্দম গোস্ঠী ,নাট্যরুপ ও নির্দেশনায় ছিলেন নাট্যকার জয়া চৌধুরী

                  

         এরপর বালিগঞ্জ পাঞ্চজন্যের প্রযোজনায় নিবেদিত হয় বুদ্ধদেব বসুর 'প্রথম পার্থ',নির্দেশনায় ছিলেন শুভজিৎ মুখোপাধ্যায়

                            

এবং সবশেষে বাগুই্‌হাটি নাট্যদর্পনের তরফ থেকে 'মূর্তিমান' নাটকটি মঞ্চস্থিত হয়,নির্দেশনায় ছিলেন অংশুমান সেন। সমস্ত অনুস্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ডা: কাকলি ভট্টাচার্য।সমস্ত কলাকুশলী এবং সদস্যবৃন্দদের সহযোগিতায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।
         পুরনো বাংলা থিয়েটারের গান, গিরিশ ঘোষের - এর চৈতণ্যলীলা থেকে বিজন ভট্টাচার্যের নবান্ন এই দীর্ঘ পথের                              অনুসঞ্চালনা নিয়েই নাটক  "মো্‌হরা চলছে"।

                                                                                                                                                                                           "মো্হরা চলছে" উপস্থাপনা  শুধুমাত্র নিছক গানের সংকলণ নয়, এটি বাংলা নাটকের সৃষ্টির নথিপত্র ও ভাবধারা রুপে প্রকাশ  পেয়েছে।


 
        আমরা একটা সুন্দর স্মৃতি রোমন্থন করলাম,যেখানে বাংলা নাটকের সৃষ্টিধর  গিরিশ ঘোষ,অমৃতলাল বোস,রবীন্দ্রনাথ  ঠাকুর,শিশির ভাদুরি,দ্বিজেন্দ্রলাল রায়,শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্য-রা  যে ইতিহাস রচনা করেছিলেন তা এখন কোন জায়গায় দাড়িয়ে সেটাও অনুধাবন করলাম।


 " মোহরা চলছে" দর্শকদের কাছ থেকে  প্রচুর তারিফ,প্রশংসা এবং সমালোচিত হয়েছে।
   এই তথ্যভিত্তিক নাটকটি ঐতিহ্যপুর্ণ যেটা নাটকের ইতিহাস- এ একটা নতুন সংযোজন হিসেবে চিহ্নিত হল।                   সমসাময়িক নাটকগুলির মধ্যে অভিনয় এবং সুরের ঝংকার অলঙ্কৃত হয়েছে।

Total de visualizações de página

SEarch