'SRABONKOTHAI CHONDRIMA'

৩১ শে মে,২০১৪।।। 



  "শ্রাবণ কথায়" একটি একাঙ্ক কথন,প্রায় দেড়ঘন্টার একাঙ্ককথন শুরু হয় ,ছোটবেলার মেঘবৃষ্টি কথার স্মৃতি মেদুরোতায়,মফস্বল স্কুল,কলেজ ক্যান্টিন খেলার মাঠে জড়িয়ে থাকা মেঘবিহারের গল্প শহর কলকাতায় বৃষ্টিবরণ যৌবনের প্রথম চুম্বনে,জড়িয়ে থাকা অলিগলি,কলেজ স্ট্রীটের আদর পেরিয়ে জীবনের নিয়মে আসে বিচ্ছেদ,মেঘ ক্রমশ বৃষ্টি হয়,ঝর্ণা হয়,এগিয়ে চলে সাগর সঙ্গমের দিকে,যাত্রা পথে ইচ্ছে হয় নদী হতে,গঙ্গা চিরায়ত প্রবা্হ যার,রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক  ইতিহাস জুড়ে।হঠাৎ ই এই নদী্ বলে ওঠৈ তার কথা,শ্রাবণ ঘনায় আগুনের আত্মকথনে,যার সঙ্গে উঠৈ অাসে পুরাণ থেকে আরও চরিত্ররা,দ্রৌপদী,সীতা,রাধা এবং চিত্রাঙগদা। শুধু ইতিহাস নয় তাদের কথায় জেগে ওঠে সমসাময়িক প্রেক্ষাপট ও আন্দোলনের কথা,সমগ্র অনুষ্ঠানটির নির্মান কবিতায়,কথায়,সরোদে,তবলায় এবং গানে। যন্ত্রানুসঙ্গে থাকছেন অর্নব ভট্টাচার্য,প্রানগোপাল বন্দোপাধ্যায়,দেবাংশু মুখোপাধ্যায়,সুস্মিতা রায় এবং রাণা দত্ত। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা এবং নির্দেশনায় চন্দ্রিমা রায়,আয়োজন বাংলা নাটক ডটকম আখড়া- চন্দ্রিমা

No comments:

Total de visualizações de página

SEarch