The Wills Lifestyle India Fashion Week 2014

The Wills Lifestyle India Fashion Week 2014 শো তে প্রগতি ময়দান এ প্রচুর মানুষের ঢল নেমেছিল । এই অনুষ্ঠানে মিউজিক,ফ্যাশন এবং বিনোদন জগতের প্রচুর সনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেছেন সরাসরি।
সেলিবিটির দের মধ্যে Purani Jeans এর অভিনেতা ও অভিনেত্রীরা , পপ সিঙ্গার  Sagarika Deb, Ankit Nagpal (Director, Bang on Target PR and Marketing), Harsh Singh (Director Remix Entertainments), Rajiv Gupta (BCCI Umpire), এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।

"ইন্ডিয়া তে এটা আমার জীবনের প্রথম ফ্যাশন শো। আমার খুব ভালো লেগেছে ডিজাইন করা পোষাক। খুব সুন্দর ইন্ডো - ওয়েষ্টান স্টাইলে যেটা বিবাহ বা কোনো অনুষ্ঠানে পরে যাবার মতো ।আমি ওর আরো নতুন ডিজাইন দেখার ইচ্ছে রইল এবং অন্যরা ও বেশ সুন্দর ডিজাইন করেছে সেগুলো ও দেখব।" 




ফটোগ্রাফার - এবি ফটোগ্রাফি ।


No comments:

Total de visualizações de página

SEarch