বিয়ের পর প্রথমবার কলকাতায় এলেন রানি মুখোপাধ্যায়৷ আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর বিয়ের পর প্রথম ছবি ‘মরদানি’-র প্রচারে শহরে এলেন রানি৷ গেলেন কালিঘাটের মন্দিরে৷ জানালেন বিয়ের আগে আসতে পারেননি, তাই বিয়ের পরে শহরে এসেই কালিঘাটে এসেছেন৷ রানি আরও জানান, বিয়ের পর প্রথম দুর্গাপুজোয় সিঁদুর খেলার জন্য মুখিয়ে আছেন তিনি৷
No comments: