Shoppingmall.com is produced under the banner of "Shreya Arts & Entertainment", powered by the experience Arup Chatterjee by Swapan Saha

কোলকাতা শহরে শুটিং হয়ে গেল স্বপন সাহার পরিচালনায় বাংলা ছবি  Shoppingmall.com.
নাম হিসাবে এই গল্পটি একটা  SHOPPING MALL এর  মধ্যে একটি পুরো রাতের কাহিনি এবং চরিত্রগুলির পরিচয় পর্ব এবং সময় কাটানো নিয়ে পুরো গল্প টা লেখা হয়েছে। এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন Souptic,Mimma Khan
Souptic (স্টার জলসার জল নুপুর সিরিয়াল এর নীল নামে পরিচিত) । Mimma Khan এটাই প্রথম ছবি কিন্তু অনেক পরিশ্রম করছে আশা করা যাচ্ছে ভালো জায়্গায পৌছোতে পারবে ।


এন টি (NT -1 Studio, floor NO -2) ওয়ান স্টুডিও, ফ্লোর নং ২। খুব সুন্দর করে জামা-কাপড় ও গহনা এবং অনান্য সামগ্রী দিয়ে সাজিয়ে শপিং মল তৈরি করা হয়েছে।   বছর তিনেক আগে এমনই প্রায় নতুন মুখদের নিয়ে স্বপন সাহা বানিয়েছিলেন 'বেস্ট ফ্রেন্ড'। তারপর তাঁর এই শপিং মল ডট কম্,উনি সবসময় ই মনে দাগ কাটে এমন ছবি বানিয়ে এসেছেন।"বাবা কেন চাকর ?, সখী তুমি কার ?, এমএলএ ফাটাকেষ্ট?...প্র্ত্যেক ছবিতেই যাতে সাধারন মানুষের কাছে একটা সামাজিক বার্তা পৌঁছায় সেই চেষ্টায় করে এসেছেন। উনি আমাদের কে জানালেন যে এই  'শপিং মল ডট কম' কাহিনি  টা একটু অন্য রকম। এই ছবির একটা সামাজিক দিক আছে। কীরকম? ১৪ অগস্টের রাতে পুলিশের তাড়া খেয়ে একটা শপিং মলে ঢুকে গা-ঢাকা দেয় Souptic,Mimma। একটা সময় শপিং মল বন্ধ হয়ে যায়, কিন্তু পুলিশের ভয়ে ওরা আর বেরোতে পারে না। মলেই রাত কাটাতে হয় তাদের। রাত যত বাড়ে, তত চমকে ওঠে ওরা। মলের ভেতর কাদের দেখছে ওরা দুজন? রবীন্দ্রনাথ, নেতাজি, লক্ষ্মী, গণেশ- সবাই একে একে ভিড় জমায় সেই শপিং মলে। ওদের সঙ্গে আলাপ জমায়। আলাপ জমতে জমতে এক সময় ভোরের আলো ফোটে। ১৫ অগস্টের ভোর। তা, রবীন্দ্রনাথ-নেতাজির সঙ্গে আলাপেই Souptic,Mimma কি বদলে গেল ছবির শেষে? 'এটা একটা কমেডি ছবি। কিন্তু এর একটা সামাজিক দিক আছে। ছবিটা দেখলে বুঝবেন', বললেন পরিচালক।

'শপিং মল ডট কম' মুক্তি পেতে পারে ১৫ অগস্ট।

No comments:

Total de visualizações de página

SEarch