নীল রায় এবং তার ফেম ফ্যাশন এবং ক্রিয়েটিভ এক্সেলেন্স ( FFACE ) নতুন প্রতিভাদের সুযোগ ও তাদের ক্যারিয়ার গড়তে সহযোগিতা করার জন্য একটি সম্পুর্ন ভিন্ন ধরনের ডিজাইন এর ফ্যাশন ক্যালেন্ডার প্রকাশ করতে চলেছে।
FFACE আসলে চাইছে খুব উচ্চাকাঙ্ক্ষী মডেল, ফটোগ্রাফার, ডিজাইনার এবং মেকআপ শিল্পীদের জন্য একটা এমন মঞ্চ যেখানে সবাই অন্য প্র্তিস্থিত মানুষের সংঙ্গে এগিয়ে চলবে সঠিক দিশায়।

ডাইরেক্টর রাজ চক্রবর্তী,ফ্যাশন ডিজাইনার অভিশেক দত্ত এবং ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তব সাইকিয়া এর গভর্নিং বডির মধ্যে থেকে গোটা টিম টাকে অনুপ্রারিত করবেন ।

প্রত্যেক বছর দুই থেকে তিন জন নামকরা মানুষ চলচিত্র ও ফ্যাশন জগৎ থেকে নিযে এবং ইন্ডাস্টি তে আগত নতুন মুখ নিয়ে একসঙ্গে ক্যালেন্ডার করা হবে প্রত্যেক বছর। এই ক্যালেন্ডার গুলো মুম্বাই এবং কোলকাতার সমস্ত প্র্তিস্থিত চলচিত্র , ফ্যাশন এবং মিডিয়া গুলিকে বিতরন করা হবে ৫০০ কপি| FFACE এই জন্য মুম্বাই একটি সংস্থার সংঙ্গে চুক্তি করেছে।
"FFACE" আমার নিজের সন্তানের মতো । আমি নিশ্চিত যে এটা ভবিষ্যতে একটা বড়ো ব্যান্ড হিসাবে পরিচিতি লাভ করবে আর এর সঙ্গে থাকতে পেরে সবাই গর্বিতবোধ করবে ।আমি আন্তরিকভাবে আশাবাদী যে আমি নতুন প্রতিভাবানদের একটা জায়গা করে দিতে পারবো যাতে তারা গ্ল্যামার দুনিয়ায অংশ হতে পারে । আমি এই ইন্ডাস্টির সেই সব বন্ধুদের কাছে প্রতি কৃতঙ্গ যারা আমাকে সহযোগিতা করেছে এবং নিজেরাও এতে অংশগ্রহন করেছে ।- নীল রায় ( FFACE -চিন্তাধারা ও পরিকল্পনার পেছনে)

এমন একটা মঞ্চ যেখানে আমি আমার দক্ষ্যতা ও সংযোগ ব্যাবহার করে নবাগতদের তাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করতে পারি । - লোপামুদ্রা মন্ডল সাহা ( Owner of Studio Eye )
FFACE কে গহনা ও আনুষাঙ্গিক দিয়ে ও সহযোগিতা করেছেন - লোপা
এমন একটা মঞ্চ যেখানে আমি আমার দক্ষ্যতা ও সংযোগ ব্যাবহার করে নবাগতদের তাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করতে পারি । - লোপামুদ্রা মন্ডল সাহা ( Owner of Studio Eye )
FFACE কে গহনা ও আনুষাঙ্গিক দিয়ে ও সহযোগিতা করেছেন - লোপা
No comments: