ফ্যাশন দুনিয়ায নতুন প্রতিভাদের সুযোগ ও তাদের ক্যারিয়ার গড়তে চলেছে ফেম ফ্যাশন এবং ক্রিয়েটিভ এক্সেলেন্স

   নীল রায় এবং তার ফেম ফ্যাশন এবং ক্রিয়েটিভ এক্সেলেন্স ( FFACE ) নতুন প্রতিভাদের সুযোগ ও তাদের ক্যারিয়ার  গড়তে সহযোগিতা করার জন্য একটি সম্পুর্ন ভিন্ন ধরনের ডিজাইন এর ফ্যাশন ক্যালেন্ডার প্রকাশ করতে চলেছে। 


 FFACE আসলে চাইছে খুব উচ্চাকাঙ্ক্ষী মডেল, ফটোগ্রাফার, ডিজাইনার এবং মেকআপ শিল্পীদের জন্য একটা এমন মঞ্চ যেখানে সবাই অন্য প্র্তিস্থিত মানুষের সংঙ্গে এগিয়ে চলবে সঠিক দিশায়।



   



    ডাইরেক্টর রাজ চক্রবর্তী,ফ্যাশন ডিজাইনার অভিশেক দত্ত এবং ফ্যাশন ফটোগ্রাফার কৌস্তব সাইকিয়া এর গভর্নিং বডির মধ্যে থেকে গোটা টিম টাকে অনুপ্রারিত করবেন । 


 প্রত্যেক বছর দুই থেকে তিন জন নামকরা মানুষ চলচিত্র ও ফ্যাশন জগৎ থেকে নিযে এবং ইন্ডাস্টি তে আগত নতুন মুখ নিয়ে একসঙ্গে ক্যালেন্ডার করা হবে প্রত্যেক বছর। এই ক্যালেন্ডার গুলো মুম্বাই এবং কোলকাতার সমস্ত প্র্তিস্থিত চলচিত্র , ফ্যাশন এবং মিডিয়া গুলিকে বিতরন করা হবে ৫০০ কপি| FFACE এই জন্য মুম্বাই একটি সংস্থার সংঙ্গে চুক্তি করেছে।


"FFACE" আমার নিজের সন্তানের মতো । আমি নিশ্চিত যে এটা ভবিষ্যতে একটা বড়ো ব্যান্ড হিসাবে পরিচিতি লাভ করবে আর এর সঙ্গে থাকতে পেরে সবাই গর্বিতবোধ করবে ।আমি আন্তরিকভাবে আশাবাদী যে আমি নতুন প্রতিভাবানদের একটা জায়গা করে দিতে পারবো যাতে তারা গ্ল্যামার দুনিয়ায অংশ হতে পারে । আমি এই ইন্ডাস্টির  সেই সব বন্ধুদের কাছে প্রতি কৃতঙ্গ  যারা আমাকে সহযোগিতা করেছে এবং নিজেরাও এতে অংশগ্রহন করেছে ।- নীল রায় ( FFACE -চিন্তাধারা ও পরিকল্পনার পেছনে)


এমন একটা মঞ্চ যেখানে আমি আমার দক্ষ্যতা ও সংযোগ ব্যাবহার করে নবাগতদের তাদের গন্তব্যে পৌঁছতে সাহায্য করতে পারি । - লোপামুদ্রা মন্ডল সাহা ( Owner of Studio Eye )

FFACE কে গহনা ও আনুষাঙ্গিক দিয়ে ও সহযোগিতা করেছেন - লোপা

আমি  নীল থেকে যখন এইরকম একটা কাজের কথা শুনেছি তখন থেকেই খুবই আগ্রহী ছিলাম। এটা সম্পুন্য অন্যরকম একটা অনুভুতির মধ্যে দিয়ে কাজগুলো হলো । সবাই এখানে বন্ধুর মতো মিশে কাজে অনুপ্রেরনা দিযে নতুন এবং পুরনো মিলে মিশে ক্যালেন্ডারের কাজ তা সম্পুন্য করলো, কিন্তু সারাদিন ১২ জন মডেল ও ৫ জন ফটোগ্রাফার ২ জন মেকাপ ম্যান ৩ জন সহকারি সহ গল্পে আড্ডায় কি করে দিন কেটে গেলো সেটা বুঝতেই পারলাম না। আমি এর একজন অংশীদার হয়ে খুবই গর্বিত অনুভব করছি। এই পরিবেশে সবাই তাদের সেরা শট দিয়েছে । এটাই একমাত্র মঞ্চ যেখানে সবার স্বপ্ন পুরন হবে... রিধিমা ঘোষ ( অভিনেত্রী )

 

 

আমি প্রথমে এই FFACE নীল,লোপা ও ইন্দ্রনীল এর মুখ থেকে শুনি। এই অফার টা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল ও সংঙ্গে সংঙ্গে আমি সম্মতি জানাই । নীল এবং আমি সমগ্র কাজটা বসে আলোচনা করি, সবাই পরিচিতদের সংঙ্গে কাজ করতে চায় কিন্তু নতুনদের সংঙ্গে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসে না। আমি কাজ ভালোবাসি এবং এদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। আমি  FFACE edition 1 এর অংশীদার হয়ে গেছি । ---সায়নী দত্ত ( অভিনেত্রী )


  FFACE একটা দারুন পরিকল্পনা যেটা টে আমরা নবাগতদের স্বপ্ন পুরন করতে পারছি। সবাই এই সুযোগ বা জায়গা পাই না তাই ভালো প্রতিভা থাকলেও বার বার ভিড়ের মধ্যে হারিয়ে য়ায । - ইন্দ্রলীন মুখার্জী  

FFACE ক্যালেন্ডারের ঋতু অনুযায়ী পোশাক দিয়ে সহযোগীতা করেছেন - ইন্দ্রলীন



  

No comments:

Total de visualizações de página

SEarch