কোলকাতা, ২৮ শে মার্চ- কোলকাতায় ABID এর বার্ষিক প্রদর্শনী উদ্ধোধন হয়ে গেল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র (রাজনৈতিকবিদ ), রিয়া সেন (অভিনেত্রী) , নুরসত জাহান (অভিনেত্রী) ।  ABID ইন্টিরিযার ডিজাইন ও পন্য প্রমোশনে  সবার থেকে এগিয়ে। ABID নিয়মিত ভাবে প্রদর্শনী, সেমিনার, শিক্ষামুলক ভ্রমন তাঁদের সদস্যদের জন্য আযোজন করে সহযোগিতা করে তাদের কে সমাজে নিজ প্রতিষ্ঠিত করতে।ABID প্রদর্শনী চলবে এপ্রিল ২, ২০১৪ পর্যন্ত ।


"ভাড়াটে "- "The Tenant" মিউজিক লঞ্চ এ সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন । চিত্র পরিচালক অনিন্দ্য ঘোষের ভাবনা থেকেই এই সিনেমার এটো সুন্দর গানের রচনা..আর সেটাকে সুরে রুপান্তরিত করলেন দোলন ও মৈনাক।এক নতুন ধরনের সুরগুলো হলেও সেইগুলো মনে স্পন্দিত করে। গায়ক Annwesha, Kinjal, Sukanya, Dolaan and Dibyendu সকলেই খুব ভালো গান করেছেন যদিও কম্পোজিশন টা বেশ শক্ত ছিল। " আমি কোথা যে যাই " Dibyendu গেয়েছে খুব সুন্দর , " আমাকে বল না " Sukanya "অসাধারন গলার মিষ্টতায় মন ভরে যায় , Kinjal and Anwesha এর  গাওয়া  ছোটো ছোটো আবদারে "    খুব সুন্দর সুরের আস্বাদ পাওয়া যায় । Dolon "চলো ধরি এক পলকে" গানটি   খুব সুন্দর ভাবে পরিবেশন করেছে ।




"Amalin" Handcrafted Fantasies

 পুরুষদের পোশাক ডিজাইনার Sharbari দত্ত এর পুত্র, Amalin,

 মহিলাদের জন্য তাঁর  পোষাকের ব্যান্ড আত্মপ্রকাশ করল"Amalin" Handcrafted Fantasies.এই উপলক্ষে পার্ক হোটেল এ একটি ফ্যাশন শো হয়ে গেল। এতে শো টপার ছিলেন সিনেমা অভিনেত্রী রাইমা সেন। এছাড়াও অনেক চিত্র তারকারা ও ফ্যাশন ডিজাইনার রাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য।



 



At this age of youth a girl child must attend school and must participate in other curricular activities like dance, art, music, games. But this is the unfortunate part if our society that this girl named shilpa is doing street acts to earn her lively hood and also for her poor family. Whom should we blame for this ?
a. her parents
b. Our corrupt system
c. some cultural drawbacks
d. or our self to tolerate all these mishaps and keep shut and do not raise our voice against such things. instead we enjoy watching the acts and clap and pay some paise or rupees and go away .
Wait a sec and think twice is it right that we see. should it had happened if we have taken steps to eradicate the evils of our society like poverty. Rich gets richer poor gets poorer. Low level of unemployment, falling standards, value of rupees is declining . The day is not far when a $ will cost us 100 bucks. so our sleeping and dormant Indians its high time to wake up and kill all the evils of our society from their roots. take initiatives and get rid of it and build an healthy and prosperous India , where no child will sleep hungry or die uneducated . take a strong pledge and rebuild our India.

ছবির নাম কেন '89 এই কথাটা প্রথমেই সকলের মনে উকি মারে ...। হ্যালোকোলকাতা ও ডামাদোল এর পর পরিচালক মনোজ মিশিগান বানিয়ে ফেলেছেন এক ক্রাইম থ্রিলার ''89''। "89" এ অভিনয় করছেন Saswata Chatterjee, Raima Sen and Shataf Figar( মুম্বাই থেকে একটি ভূমিকায় মধ্যে দিয়ে  আত্মপ্রকাশ )। ছবিটি কলকাতা ও উত্তর বাংলার কিছু জায়গায সুটিং করা হয়েছে। অপরাধবোধ, রোমানটিক ও উচ্চাকাঙ্ক্ষা একজন মানুষের জীবনে কতোটা প্রভাব ফেলে ব্যাক্তিগত ভাবে সেটাই ফুটিয়ে তোলবার চেষ্টা করা হযেছে।
কোলকাতা শহরে শুটিং হয়ে গেল স্বপন সাহার পরিচালনায় বাংলা ছবি  Shoppingmall.com.
নাম হিসাবে এই গল্পটি একটা  SHOPPING MALL এর  মধ্যে একটি পুরো রাতের কাহিনি এবং চরিত্রগুলির পরিচয় পর্ব এবং সময় কাটানো নিয়ে পুরো গল্প টা লেখা হয়েছে। এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন Souptic,Mimma Khan
Souptic (স্টার জলসার জল নুপুর সিরিয়াল এর নীল নামে পরিচিত) । Mimma Khan এটাই প্রথম ছবি কিন্তু অনেক পরিশ্রম করছে আশা করা যাচ্ছে ভালো জায়্গায পৌছোতে পারবে ।


এন টি (NT -1 Studio, floor NO -2) ওয়ান স্টুডিও, ফ্লোর নং ২। খুব সুন্দর করে জামা-কাপড় ও গহনা এবং অনান্য সামগ্রী দিয়ে সাজিয়ে শপিং মল তৈরি করা হয়েছে।   বছর তিনেক আগে এমনই প্রায় নতুন মুখদের নিয়ে স্বপন সাহা বানিয়েছিলেন 'বেস্ট ফ্রেন্ড'। তারপর তাঁর এই শপিং মল ডট কম্,উনি সবসময় ই মনে দাগ কাটে এমন ছবি বানিয়ে এসেছেন।"বাবা কেন চাকর ?, সখী তুমি কার ?, এমএলএ ফাটাকেষ্ট?...প্র্ত্যেক ছবিতেই যাতে সাধারন মানুষের কাছে একটা সামাজিক বার্তা পৌঁছায় সেই চেষ্টায় করে এসেছেন। উনি আমাদের কে জানালেন যে এই  'শপিং মল ডট কম' কাহিনি  টা একটু অন্য রকম। এই ছবির একটা সামাজিক দিক আছে। কীরকম? ১৪ অগস্টের রাতে পুলিশের তাড়া খেয়ে একটা শপিং মলে ঢুকে গা-ঢাকা দেয় Souptic,Mimma। একটা সময় শপিং মল বন্ধ হয়ে যায়, কিন্তু পুলিশের ভয়ে ওরা আর বেরোতে পারে না। মলেই রাত কাটাতে হয় তাদের। রাত যত বাড়ে, তত চমকে ওঠে ওরা। মলের ভেতর কাদের দেখছে ওরা দুজন? রবীন্দ্রনাথ, নেতাজি, লক্ষ্মী, গণেশ- সবাই একে একে ভিড় জমায় সেই শপিং মলে। ওদের সঙ্গে আলাপ জমায়। আলাপ জমতে জমতে এক সময় ভোরের আলো ফোটে। ১৫ অগস্টের ভোর। তা, রবীন্দ্রনাথ-নেতাজির সঙ্গে আলাপেই Souptic,Mimma কি বদলে গেল ছবির শেষে? 'এটা একটা কমেডি ছবি। কিন্তু এর একটা সামাজিক দিক আছে। ছবিটা দেখলে বুঝবেন', বললেন পরিচালক।

'শপিং মল ডট কম' মুক্তি পেতে পারে ১৫ অগস্ট।



































                                                         Kolkata, 22nd March, 2014:   তাজবেঙ্গলে চার বন্ধু প্রীতি,সালোনি, স্নেহা ও শিল্পি মিলে আয়োজন করেছিল FIREFLIES 2014  এক ফ্যাশন ও লাইফস্টাইল এর সম্ভার। FIREFLIES 2014 এ প্রতিষ্ঠিত ও নতুন প্রতিভাময় কিছু তরুন ও তরুনী অংশগ্রহন করেছিলেন। সব ধরনের পণ্য এখানে প্রদশনী এবং বিক্রির জন্য খুব সুন্দর ভাবে স্টলগুলি সাজানো ছিল। জুয়েলারী,ক্লথ থেকে শুরু করে পায়ের পরার সামগ্রী এবং ঘর সাজাবার জিনিস পর্যন্ত এখানে পাওয়া গেল। 
          
 আর সত্যি কথা বলতে FIREFLIES 2014 কে বার্ষিক প্রদর্শনী বলে এটা মনে হওয়ার থেকে এটা নতুন ও পুরনো প্রতিভাদের একসংঙ্গে মিলনক্ষেত্র মনে হলো, যেখানে সবাই সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফ্যাশন ও লাইফস্টাইল দুনিয়ায। সবরকমের মানুষের জন্য ক্লাসি,চিক্,গ্ল্যামারস্,সোবার ও ট্যাডিশানাল পোষাক এবং ঘর সাজানোর উপকরন দিয়ে সেজে উঠেছিল এই প্রদশনী। সারা দেশ থেকে বিভিন্ন নামি ও অনামি মানুষ এই প্রদশনীতে তাদের পসার সাজিয়ে আলোকিত করেছিলেন |বাচ্চাদের জন্য স্পেশাল স্টলের ব্যবস্থাও ছিল।পুরুষ এবং মহিলাদের বিভিন্ন দেশী ও বিদেশী ব্যান্ডের প্রডাক্ট ও এখানে প্রদর্শিত হয়। FIREFLIES সবসময় কিছু ভালো এবং নতুন চিন্তাধারার পরিচয় দেয় তাদের কাজের মধ্যে দিয়ে। এবারেও তারা দুটি NGO AarhamKarmyog কে তাদের কথা এবং পথচলা সাধারন দর্শকের কাছে তুলে ধরার সুযোগ দিয়ে এক অন্য মাত্রা এনে দিয়েছে।

               এই প্রদর্শনী বিষয়ে বলতে গিয়ে FIREFLIES টিম আমাদের বলল্: ''We have roped in a lot of fresh and promising talent for the show this time. Since we always ensure that our upcoming shows are better than the previous ones, visitors can be assured of a fresh range of lifestyle products and home decor items. We have something for everybody and don't want anyone to go back empty handed. This time, we are going that extra mile to ensure that everybody who visit the exhibition goes back with a bag of purchases in hand".

 বিখ্যাত ডিজাইনার যাদের পসরা আলোকিত করেছিল- JattinnKochhar, AbhishekDutta, Lopamudra Mandal Saha, Ashfaq Ahmad, Agnimitra Paul, Swati Vijayvargie Jain, Neha Panda এবং আরো অনেকে.....



 
Hena Nafis কিছু পরামর্শ দিয়েছেন শিশু স্থূলতা ও বাচ্চাদের খাবার নিয়ে, Arti Sultania শিশুদের জন্য খুব সুন্দর কিছু উপকরনের পসরা সাজিয়েছিলেন এবং Abhishek Dutta বাচ্চাদের জন্য নতুন ধরনের পোশাকের শোকেস দিয়েছিলেন-Lopamudra Mandal Saha and her Studio Eye showcased জুয়েলারির অনেক ধরনের শোকেস দিয়েছিলেন..এছাড়া অনান্য স্টল ও ছিল যেখানে ঘর ও আসবার স্থলি দ্রব্য ,ইমিটেশন জুয়েলারী,শুস ও প্রদর্শিত হচ্ছিল ।


  





Institute of Leadership Entrepreneurship And Development (iLEAD) আযোজিত কলকাতা ক্যাম্পাস মধ্যে "  কি করে বিজ্ঞাপন পেশাদার হবে " সম্পর্কে একটি কর্মশালার আয়োজন করেছিল । AD- গুরু Prahlad Kakar কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কিভাবে একটা সুন্দর ধারনা দিলেন যে তুমি যদি কোনো বিঞ্জাপন করতে বসো তখন প্রথম ১০ টা চিন্তা ডাস্টবিন এ ফেলে দিয়ে ১১ নং আইডিয়া টা রুপ দেবে দেখবে ওটা সবার থেকে আলাদা হবে। বিঞ্জাপন বাদা ধরা জীব্ন মেনে হবে না তাহলেই তোমাদের নতুন আইডিয়া বেরোবে...। 

 

Total de visualizações de página

SEarch