Related Pots
এটা
কোনও লুকোছাপার বিষয় নয়। অনেক মহিলা-পুরুষেরই স্বাভাবিকের তুলনায় বেশি
যৌনাকাঙ্খা থাকে। বিশেষজ্ঞরা বলেন, এটি প্রকৃতিগত একটি ব্যাপার। তবে বিষয়টি
নিয়ে অনেকেই নানান ধরনের সমস্যায় পড়েন। আদৌ এটি কমানোর কোনো উপায় আছে কি?
শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এমন কিছু নারী বা পুরুষ রয়েছে যাদের যৌনাকাঙ্খা অনেক বেশি হয়। স্বাভাবিক নারী-পুরুষ উভয়েরই যৌনশক্তি মাত্রাতিরিক্ত থাকতে পারে এবং অনেকে সময় মতো বিবাহ করতে না পারার কারণে অথবা অকালে স্ত্রীর মৃত্যু বা বিধবা হওয়ার কারণে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন না এবং এই সমস্যার জন্য তারা নানান সামাজিক বিপদ ও বিড়ম্বনায় পড়েন। নিজের অজান্তেই তারা বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যৌন উত্তেজনার প্রকাশ ঘটিয়ে ফেলেন।
এমতাবস্থায় তাদের উচিত খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনা। যেমন যেসব খাবার খেলে শরীর উত্তেজিত হয়ে ওঠে, সেই সব খাবার পরিত্যাগ করা। চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তবে সাবধান। কোনও আজেবাজে হাতুড়ে ডাক্তার নয়। কারণ, আজকাল বাজারে যৌন সমস্যা নিয়ে হাজারো হাতুড়ে চিকিৎসকের আবির্ভাব হয়েছে। বিজ্ঞাপনে না ভুলে ভালো ডাক্তার দেখান। - See more at: http://www.somoysangbad.com/single.php?id=6830#sthash.rm4Vwzks.dpuf
শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এমন কিছু নারী বা পুরুষ রয়েছে যাদের যৌনাকাঙ্খা অনেক বেশি হয়। স্বাভাবিক নারী-পুরুষ উভয়েরই যৌনশক্তি মাত্রাতিরিক্ত থাকতে পারে এবং অনেকে সময় মতো বিবাহ করতে না পারার কারণে অথবা অকালে স্ত্রীর মৃত্যু বা বিধবা হওয়ার কারণে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন না এবং এই সমস্যার জন্য তারা নানান সামাজিক বিপদ ও বিড়ম্বনায় পড়েন। নিজের অজান্তেই তারা বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যৌন উত্তেজনার প্রকাশ ঘটিয়ে ফেলেন।
এমতাবস্থায় তাদের উচিত খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আনা। যেমন যেসব খাবার খেলে শরীর উত্তেজিত হয়ে ওঠে, সেই সব খাবার পরিত্যাগ করা। চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তবে সাবধান। কোনও আজেবাজে হাতুড়ে ডাক্তার নয়। কারণ, আজকাল বাজারে যৌন সমস্যা নিয়ে হাজারো হাতুড়ে চিকিৎসকের আবির্ভাব হয়েছে। বিজ্ঞাপনে না ভুলে ভালো ডাক্তার দেখান। - See more at: http://www.somoysangbad.com/single.php?id=6830#sthash.rm4Vwzks.dpuf
Related Pots
রসনা তৃপ্তিতে বাঙালির চাই মাছ। আর নিত্যকার রান্নার চেয়ে একটু
ভিন্নস্বাদ পেলে তো কথাই নেই। দেখুন শাহানা পারভীনের দেওয়া রান্নাগুলো।
লবঙ্গ-রুই
উপকরণ: রুই মাছ ৫-৬ টুকরা, লবঙ্গ ৪-৫টি, তেজপাতা ১টি, নারকেলের দুধ ঘন ১ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ৭-৮টি, কাঁচা মরিচ ৫-৬টি, ময়দা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইতে ৪ টেবিল-চামচ তেল দিয়ে লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে চিনি ও ময়দা দিয়ে আরও একটু ভাজতে হবে। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে প্রয়োজন হলে আধা কাপ পানিও দেওয়া যেতে পারে। ঝোল ঘন হলে ঘি দিয়ে পরিবেশন করা যায়।
লেবু-পাবদা
উপকরণ: পাবদা মাছ ৭-৮টি, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা), পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে একটু মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখামাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার লেবু-পাবদা মাছ।
কই মাছের পাতুরি
উপকরণ: কই মাছ ৪টি, ২টি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ টেবিল-চামচ, নারকেল বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, লাউপাতা বড় ৪টি, লবণ স্বাদমতো, সরষের তেল প্রয়োজনমতো, সুতা পরিমাণমতো।
প্রণালি: প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লাউপাতা ও সুতা ছাড়া তেলসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে কই মাছ ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। ৪টি বড় লাউপাতায় একটি করে মাছ ও একটি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। প্রতিটি মাছ বাঁধা হলে সসপ্যানে মাছের সমান করে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে পাঁচ মিনিট পর তা নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় মজাদার কই মাছের পাতুরি।
কাতলা মাছের কালিয়া
উপকরণ: কাতলা মাছ ৫ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাজু বাদাম বাটা ১৪-১৫টি, টমেটো সস ২ টেবিল-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, আলু ডুমো করে কাটা ২টি (মাঝারি), কাঁচা মরিচ ফালি ৪-৫টি, লবণ স্বাদমতো, ঘি বা তেল প্রয়োজনমতো।
প্রণালি: কাতলা মাছ কেটে ও ধুয়ে তাতে হলুদ, মরিচ, আদা-রসুন বাটা, লবণ, ময়দা ও ফেটানো ডিম দিয়ে মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর মাছগুলো ডুবোতেলে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলো মসলা মাখিয়ে ভেজে রাখতে হবে।
কড়াইয়ে ২ টেবিল-চামচ তেল ও ১ টেবিল-চামচ ঘি দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, কাজু বাদাম বাটা, টমেটো সস দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে ১ কাপ দুধ বা পানি দিয়ে তাতে ভাজা মাছ ও ভাজা আলু দিতে হবে। তেল ওপরে উঠে এলে গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
লবঙ্গ-রুই
উপকরণ: রুই মাছ ৫-৬ টুকরা, লবঙ্গ ৪-৫টি, তেজপাতা ১টি, নারকেলের দুধ ঘন ১ কাপ, পেঁয়াজ মোটা করে কাটা ৭-৮টি, কাঁচা মরিচ ৫-৬টি, ময়দা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল-চামচ, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মাছ কেটে ধুয়ে লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। এরপর মাছ হালকা বাদামি করে ভেজে তুলে রাখতে হবে। কড়াইতে ৪ টেবিল-চামচ তেল দিয়ে লবঙ্গ ও তেজপাতার ফোড়ন দিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে চিনি ও ময়দা দিয়ে আরও একটু ভাজতে হবে। নারকেলের দুধ ও কাঁচা মরিচ দিয়ে অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে প্রয়োজন হলে আধা কাপ পানিও দেওয়া যেতে পারে। ঝোল ঘন হলে ঘি দিয়ে পরিবেশন করা যায়।
লেবু-পাবদা
উপকরণ: পাবদা মাছ ৭-৮টি, লেবুর রস ১ টেবিল-চামচ, লেবুপাতা ২টি (সরু সরু করে কুচি করা), পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে একটু মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখামাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে মজাদার লেবু-পাবদা মাছ।
কই মাছের পাতুরি
উপকরণ: কই মাছ ৪টি, ২টি কাঁচা মরিচসহ সরষে বাটা ১ টেবিল-চামচ, নারকেল বাটা ১ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ ১ টেবিল-চামচ, মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ৪টি, লাউপাতা বড় ৪টি, লবণ স্বাদমতো, সরষের তেল প্রয়োজনমতো, সুতা পরিমাণমতো।
প্রণালি: প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লাউপাতা ও সুতা ছাড়া তেলসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে কই মাছ ১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। ৪টি বড় লাউপাতায় একটি করে মাছ ও একটি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। প্রতিটি মাছ বাঁধা হলে সসপ্যানে মাছের সমান করে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে এলে পাঁচ মিনিট পর তা নামিয়ে সুতা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় মজাদার কই মাছের পাতুরি।
কাতলা মাছের কালিয়া
উপকরণ: কাতলা মাছ ৫ টুকরা, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাজু বাদাম বাটা ১৪-১৫টি, টমেটো সস ২ টেবিল-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, আলু ডুমো করে কাটা ২টি (মাঝারি), কাঁচা মরিচ ফালি ৪-৫টি, লবণ স্বাদমতো, ঘি বা তেল প্রয়োজনমতো।
প্রণালি: কাতলা মাছ কেটে ও ধুয়ে তাতে হলুদ, মরিচ, আদা-রসুন বাটা, লবণ, ময়দা ও ফেটানো ডিম দিয়ে মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর মাছগুলো ডুবোতেলে ভেজে তুলে রাখতে হবে। আলুগুলো মসলা মাখিয়ে ভেজে রাখতে হবে।
কড়াইয়ে ২ টেবিল-চামচ তেল ও ১ টেবিল-চামচ ঘি দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, কাজু বাদাম বাটা, টমেটো সস দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে ১ কাপ দুধ বা পানি দিয়ে তাতে ভাজা মাছ ও ভাজা আলু দিতে হবে। তেল ওপরে উঠে এলে গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
Related Pots
ডিজাইনার লোপামুদ্রা মন্ডল সাহার পরিচালনায় Shisha তে High Street Market আযোজিত হয়েছিল আর্ট,ফ্যাশন ও লাইফস্টাইলের এক বিশাল প্রদর্শনী।এতে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্থানের স্বনামধন্য ডিজাইনার রা তাদের প্রসার নিয়ে হাজির হয়েছিলেন।
এদের মধ্যে অনেকেই বিখ্যাত যেমন Sabina Fashions, Bellamoda couture, Coral and Red Petals, Nueva, Gurz Takies,Zaahnas, Bithikas, Abhisek Roy, Aesthic, Aishwarya kumar, Xny Chromosome, Creative Pandora এবং আরও অনেকেরই তৈরি পণ্য এই প্রদর্শনিতে শোভামন্ডিত হয়েছিল।
এই প্রদর্শনীর আযোজক লোপামুদ্রা জানালেন যে " তিনি অনাথ শিশুদের সাহায্য করবার জন্য প্রত্যেক বছর তিনি এই প্রদর্শনির আযোজন করেন এবং তাঁর ডাকে সারা দিয়ে দেশ বিদেশের সমস্ত বিখ্যাত ডিজাইনরা এতে অংশগ্রহন করেন ।
প্রতিবছরই এই প্রদর্শনীতে সমাজের বিশিষ্ঠ ব্যাক্তিদের উপস্হিতি এবার সাধারন মানুষের ভীড় চোখে পরার মতো। এই সামার কালেকশনে উপস্হিত ছিলেন Ushoshi Sengupta, Dinesh Bajaj ( Formar MLA,WB), Pallavi Chatterjee, Rita Bhimani, Neelanjana Chakraborty and Indranil.
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
Related Pots
Ice Scating Ring এ শুরু হলো Vinayak সংস্হার ১৬ তম চৈত্র মেলা। এই গরমে একটু শীততাপ নিয়ন্তিত হলে একটু ঘুরে বেড়ালেন আর মনের মতো কেনাকাটার সাধ কার মনের জানলায় উকি মারে, তাহলে আর দেরী না করে চলেই আসুন বালিগঞ্জ এর মর্ডান স্কুলের পাশে ও Quest Mall এর নিকটে Ice Scating Ring এ। এই চৈত্র সেলের শুভ সুচনার উপস্হিত ছিলেন টলিউডের নামকরা অভিনেত্রী Koneenica Bandyopadhyay ও বিখ্যাত পোষাক ডিজাইনার ও সমাজসেবী Lopamudamondal Saha. প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ফিতে কেটে এই বিশাল চৈত্র সেলের শুভারম্ব হলো। দক্ষিন ভারতীয় থেকে শুরু করে বাঙলাদেশী ঢাকাই এর খুব ভালো কালেকশন দেখতে পাওয়া গেলো, দাম সাধ্যের মধ্যেই ১৮০০ টাকার শাড়ী মাত্র ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাবে অসাধারন দেখতে ডিজাইনার ব্লাউজ, আনারকলি সালোযার, মোদি স্যুট মাত্র ৭৫০ টাকায়। মেয়েদের কুর্তী,টপ, সিলভারের গহনার ঊপর সোনার প্লেটিং দেওয়া জুয়েলারি, নানারকম ডিজাইন প্রিন্টেট বেডশিট, ছোটদের নানারকম ঘর সাজাবার জিনিস, খেলার সামগ্রী প্রভৃতি। এখানে বিশেষ উল্লেখযোগ্য জিনিস দেখা গেল যে নতুন জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই প্রদর্শনি এবং চৈত্র সেলে শুধু শাড়ী নয় নানারকম সিলভারের জুয়েলারি, কুন্দন, ঝুমকা, এবং ফ্যাশন জুয়েলারি, লেডিস ব্যাগ, পায়ের হাওযাই চপ্পল ( ফ্যান্সী), এবং ছেলেদের মানিব্যাগ ও খুব কম দামে বিক্রী হচ্ছে। শুরুর প্রথমদিনেই ভালোই ভিড় স্টলগুলোতে চোখে পড়ার মতো।
এই প্রসঙ্গে Mr. Mohani Agarwal আমাদের প্রতিবেদক কে বললেন যে " আমরা গত ১৫ বছর ধরে এই সংস্কৃতি টিকিয়ে চৈত্র সেলের বাজার দিচ্ছি, কলকাতার বহু মানুষ প্রতিবছর আমাদের এই চৈত্র সেলে প্রচুর কমদামে একই ছাদের নিচে নতুন নতুন মনোহারি দ্রব্য এবং পোষাকের বিপুল সমাহারে হাজির হন এবং আমাদের প্রচেষ্ঠা কে সাফল্যমন্ডিত করে তোলেন।
এই চৈত্র সেল চলবে ৩১ মার্চ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত্য । এই চৈত্র সেল সর্ব সাধারনের জন্য সকাল ১০ টা থেকে সন্ধে ৮ টা পর্যন্ত্য খোলা থাকবে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর
এই প্রসঙ্গে Mr. Mohani Agarwal আমাদের প্রতিবেদক কে বললেন যে " আমরা গত ১৫ বছর ধরে এই সংস্কৃতি টিকিয়ে চৈত্র সেলের বাজার দিচ্ছি, কলকাতার বহু মানুষ প্রতিবছর আমাদের এই চৈত্র সেলে প্রচুর কমদামে একই ছাদের নিচে নতুন নতুন মনোহারি দ্রব্য এবং পোষাকের বিপুল সমাহারে হাজির হন এবং আমাদের প্রচেষ্ঠা কে সাফল্যমন্ডিত করে তোলেন।
এই চৈত্র সেল চলবে ৩১ মার্চ থেকে ৯ ই এপ্রিল পর্যন্ত্য । এই চৈত্র সেল সর্ব সাধারনের জন্য সকাল ১০ টা থেকে সন্ধে ৮ টা পর্যন্ত্য খোলা থাকবে।
প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার ভালো-লাগা, মন্দ-লাগা, জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করুন। যা আমাদের কে এগিয়ে চলতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আর প্রাসঙ্গিক যেকোন প্রশ্নের সমাধান পেতে মেইল করুন fassionchannel@gmail.com ঠিকানায় অথবা অধিক জরুরী প্রয়োজনে কল করুন +৯৯০৩১৫০৯৯০ নম্বরে। আপনার একটি মন্তব্যই আমাদের নিকট অনেক মূল্যবান। সাথেই থাকুন বিশ্ববঙ্গের সর্বাধিক পঠিত ব্যক্তিগত বাংলা নিউজের সাথে। ধন্যবাদান্তে, এখন খবর