কোলকাতার একটি পাঁচতারা হোটেলে আযোজিত হলো শহরের সবথেকে বড় লেদার পন্যের ফ্যাশন শো আযোজক ইন্ডিয়ান লেদার প্রোডাক্ট এ্যাসোশিয়েসন। 


         এই ফ্যাশন শো তে ন্যাশানাল লেবেলের মডেলরা Ayesha,Madhura,Titli,lulia,Akins,Dilyana,klaudia,Kristina এবং Runa Laha উল্লেখযোগ্য। নামিদামি চিত্রতারকা ও বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে Gargi RoyChoudhury, Zenia, Anindita,Moubani,Elena Kazan, অর্জুন এবং lopamandal Saha শো স্টপার হয়ে মডেল ও ডিজাইনদের সংঙ্গে র‍্যাম্পে হাটেন লেদারের প্রোডাক্ট নিয়ে। 


 মডেলরা সকলেই খুব নজর কেড়ে নিয়েছিলেন অতনু ঘোষের আউটফিট ডিজাইনের পোষাক পড়ে। নামি ব্র্যান্ড Rene,Indstyle,Hunt, Sri Exports প্রভৃতি কোম্পানির প্রোডাক্টের মধ্যে লেডিজ ব্যাগ, হাতব্যাগ, ছেলেদের ব্যাগ,ব্রিফকেস, ইত্যাদি দ্রব্য নিয়ে নামি মডেলরা এবং চলচিত্র অভিনেত্রীরা র‍্যাম্পে হাটেন ও সুন্দর ভাবে প্রদর্শন করেন।



IPLA তার ২৭ বছরের ইতিহাসে ইস্টান জোন এ সবচেয়ে বড় লেদার প্রোডাক্ট এর ফ্যাশন শো করে দেখিয়ে দিল যে বাঙ্গলায় লেদার প্রোডাক্ট আজ ইন্টারন্যাশানাল মার্কেটে পা ফেলেছে আর ভবিষ্যতে আরোও বড়োভাবে এর ধারা বজায় রাখবে বললেন এই ফ্যাশন শোর উদোক্তারা।



কোলকাতার পার্ক হোটেলে " FFACE" এর ২০১৫  ক্যালেন্ডার প্রকাশিত হলো। মডেল ও বিনোদন দুনিয়ায় প্রতিষ্ঠা দিতে গত বছর থেকে FFACE ব্র্যান্ডের এই উদ্দ্যোগ চোখে পড়ার মতো। 




 টলিঊড জগতের বিশিষ্ঠ ব্যাক্তিদের মধ্যে অনেকেই  উপস্হিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্হিত ছিলেন অর্জুন চক্রবর্তী, সায়নী দত্ত,রাজ চক্রবর্তী,মিমি চক্রবর্তী,নিলাঞ্জনা চক্রবর্তী, দেবিকা মুখার্জী, নিনা সাক্সের, রিদ্ধি বন্দোপাধ্যায়, পারিজাত চক্রবর্তী, সত্যজিৎ,লগ্নাজিতা চক্রবর্তী, শর্বরি দত্ত এবং আরো ও অনেকে।



এবারের  FFACE ক্যালেন্ডারের ২০১৫ এর আকর্ষনিয় মডেলরা হলেন Tanika Basu, Sreya Pal, Swastika Dutta, Anwesha Das, Ayoshi Talukdar,Ayshi Mukherjee, Sravasti Bannerjee, Enakshi Ghosh, Kinkini Dasgupta, Akbar Hasan, Moizz Hanif. এরা সকলেই র‍্যাম্পে হাটলেন Max Fashion ব্র্যান্ডএর পোষাক পরে এবং Shyam Sundor Co. এর জুয়েলারি পরে।



প্রথম পর্যায়ে মডেলরা ইন্ডো-ওয়েষ্টান এবং দ্বিতীয় পর্যায়ে এথিনিক আউটফিট পোষাকে র‍্যাম্পে হাটলেন। ইন্টারন্যাশানাল ব্র্যান্ড Max Fashion এর সংঙ্গে FFACE গাটছড়া এটা নিঃসন্দেহে ফ্যাশন দুনিয়ায একটা বিরাট পদক্ষেপ। এর মধ্যেই FFACE মডেলদের থেকে Akbar Hasan সবাইকে পিছনে ফেলে ওয়াইল্ড কার্ড প্রবেশের মাধ্যমে  Max Fashion আইকন হিসাবে সৃকিতি লাভ করেছেন।Akbar Hasan সারা জীবনের জন্য মডেলিং গ্রমিং করার সুযোগ পাবেন বিখ্যাত অভিনেতা Mark Robinson থেকে।




FFACE এর লক্ষই হচ্ছে নতুন, আনকোরা এবং উচ্চশিক্ষিত যুবক ও যুবতীদের মধ্যে থেকে খুঁজে তাঁকে একটা মঞ্চ দেওয়া এবং যেখানে সে তার মনের স্বপ্ন পুরন করতে পারে ও গ্ল্যামার দুনিয়ায পা ফেলার একটা রাস্তা খুঁজে পাওয়া।প্রত্যেক বছর ই FFACE তাদের বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে তা দেশের সমস্ত প্রতিষ্ঠিত ফ্রাম, ফ্যাশন দুনিয়া, এবং সমস্ত মিডিয়া হাউস গুলিতে বিতারিত করে নতুনদের কাজের সুযোগের রাস্তা খুলে দিচ্ছে। প্রচুর নামি কোম্পানিও এগিয়ে এসেছে তাদের সংঙ্গে একসংঙ্গে কাজ করতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো Max Fashion ও Shyam Sundar Co. আশা করা যায় কিছু দিনের মধ্যেই FFACE শুধু কোলকাতার নয় সারা ভারতের ফ্যাশন আইকন হিসাবেও উচ্চস্হান লাভ করবে।



Total de visualizações de página

SEarch